Facebook News এ ইউজাররা পাবে কাস্টমাইজড এবং সাবস্ক্রাইব করা নিউজ

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

ফেসবুক, Facebook News এ এমন ফিচার যুক্ত করতে যাচ্ছে যাতে করে ইউজাররা সাবস্ক্রাইব করা নিউজ গুলো পড়তে পারবেন ফেসবুকেই। ইতিমধ্যে ইউজাররা সাবস্ক্রাইব করা নিউজ গুলো ফ্রিতেই পড়তে পারবে Facebook News এর মাধ্যমে।

Facebook News হল এমন একটি ফিড যেখানে হাজার হাজার নিউজ অউটলেট নিউজ রয়েছে। নিউজ গুলো ইউজারের আগ্রহ অনুযায়ী কাস্টমাইজড করা থাকবে। এই ফিচারটি বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে চালু করা হলেও খুব তাড়াতাড়ি অন্যান্য দেশেও দেয়া হবে।

ফেসবুক এখনো নতুন এই ফিচারটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে। যদি কো ইউজার ইতিমধ্যে কোন নিউজে সাবস্ক্রাইব করে থাকে তাহলে, ফেসবুক এটি ডিটেক্ট করবে এবং তার পারমিশন অনুযায়ী Facebook News এ এড করবে।

Facebook Journalism Project জানিয়েছে, সাবস্ক্রাইবাররা তাদের পাবলিশারদের কাছে থেকে আরও অধিক নিউজ পাবে যুক্তরাষ্ট্রের Facebook News এর মাধ্যমে।

বর্তমানে ফেসবুক নির্দিষ্ট কিছু পাবলিকেশনের নিউজ এতে যুক্ত করছে যেমন, The Athletic, The Atlanta Journal-Constitution এবং The Winnipeg Free Press

জানা গেছে তিনটি পাবলিকেশনেরই ফেসবুকের নতুন এই ফিচারের সম্পর্কে প্রতিক্রিয়া ছিল ইতিবাচক।

বলা যায় এটি প্রকাশনা গুলোর পাশাপাশি পাঠকদের জন্য সুসংবাদ।

নিজস্ব সাবস্ক্রিপশন ছাড়া নিউজ গুলো পাঠকের কাছে বিরক্তিকর হয়ে উঠতে পারে কারণ সব সোর্সের নিউজ এক ইউজার পছন্দ নাও করতে পারেন। তাই সামঞ্জস্যপূর্ণ এবং নির্দিষ্ট বিষয়ের নিউজ গুলো পাঠক যাতে সহজেই পেতে পারে এজন্যই ফেবসুকের নতুন এই পদক্ষেপ।

-
টেকটিউনস টেকবুম - ৩০ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস