Microsoft Teams এ আসছে বক্তাদের কথা স্বয়ংক্রিয় ভাবে Transcribe হওয়ার ফিচার

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

কিছুদিন আগে মাইক্রোসফট তাদের Word for the Web এ ট্রান্সক্রিপশন ফিচার নিয়ে আসে, এবার এই ফিচারটি তারা যুক্ত করেছে Microsoft Teams এর মধ্যে। যদিও এটি এখনো লাইভ করা হয় নি তবে জানা যায় অনলাইন মিটিং নোট করা আরও সহজ করতেই মাইক্রোসফট এর এই পদক্ষেপ।

OnMSFT এর একটি রিপোর্টে এই তথ্য গুলো প্রথমবারের মত প্রকাশ পায়। রিপোর্টে উঠে এসেছে সেপ্টেম্বরের শুরুতে ট্রান্সক্রিপশন ফিচারটি কাজ শুরু করবে এবং অক্টোবরের দিকে সবাই এটি ব্যবহার করতে পারবে।

যেকেউ চাইলে Microsoft 365 roadmap এ গিয়ে "Teams Transcription" লিখে সার্চ দিয়েও ফিচারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারে।

Microsoft Teams এর ফিচারটি, Word for the Web এর ট্রান্সক্রিপশন ফিচারের মতই। তার মানে হচ্ছে এই টুলটি প্রথমে বক্তাদের ভয়েস ডিটেক্ট করবে, যেখানে হোস্ট প্রতিটি ব্যক্তির ভয়েস আলাদা নামে সেট করে দিতে পারবেন। টুলটি মিটিং চলাকালীন সকল ব্যক্তির ভয়েস গুলো নাম অনুযায়ী Transcript করবে এবং মিটিং শেষে একটি ডকুমেন্ট আকারে প্রকাশ করবে।

ফিচারটিতে একটি প্রতিবন্ধকতা হচ্ছে, এটি এখন পর্যন্ত শুধু মাত্র ইংরেজিতে কাজ করতে পারে। তার মানে Transcript করতে হলে আপনাকে অবশ্যই মিটিংয়ে ইংরেজিতে কথা বলতে হবে। তবে আশা করা যায় বিশ্বব্যাপী এটি চালু হলে মাইক্রোসফট এতে আরও ভাষা যুক্ত করবে।

রিমোট ওয়ার্ককে আরও কার্যকর করতে মাইক্রোসফট আগে থেকেই পরিশ্রম করছিল, বলা যায় এই পরিশ্রমের আরেকটি ফলাফল হচ্ছে Microsoft Teams এ এই ট্রান্সক্রিপশন ফিচার।

-
টেকটিউনস টেকবুম - ৩০ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস