গুগল তাদের Augmented Reality তে যুক্ত করেছে প্রাচীন কিছু বিরল প্রাণী

গুগল তার ইউজারদের ভিন্ন ভিন্ন উপায়ে প্রতিদিন নতুন নতুন ইনফরমেশন জানাচ্ছে। গুগলের বিভিন্ন ফিচারের মধ্যে সবচেয়ে আন্ডাররেটেড একটি ফিচার হচ্ছে Google AR। যার মাধ্যমে বিভিন্ন পশু পাখিকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখা যায়। টেকটিউনসেও এর আগে "এবার জঙ্গলের বিশাল বিশাল প্রাণী নিয়ে আসুন আপনার ঘরে" শিরোনামে একটি টিউনে, Google AR বা Augmented Reality সম্পর্কে ধারণা দেয়া হয়েছিল।

গুগল সম্প্রতি তাদের সেই Augmented Reality প্ল্যাটফর্মে যুক্ত করেছে এমন কিছু প্রাচীন প্রাণী যেগুলো এখন পৃথিবীতে বিরল এবং আপনি কোন চিরিয়াখানায়ও এগুলো খুঁজে পাবেন না।

গুগল তাদের Augmented Reality প্ল্যাটফর্মে প্রাচীন কিছু দুর্দান্ত প্রাণী যুক্ত করছে। প্রাণী গুলো বৈশিষ্ট্য অনুযায়ী পারফেক্ট কিনা সেটা নিশ্চিত করতে কোম্পানিটি Moscow এর State Darwin Museum এবং London এর Natural History Museum এর সাথে যুক্ত হয়েছে।

উপরের ছবিতে Cambropachycope দেখা যাচ্ছে যা একই সাথে বেশ আকর্ষণীয় এবং ভীতিকর। গুগল একই সাথে তাদের AR এ এনেছে Cambropachycope এবং Blue Whale।

গুগল প্রাচীন প্রাণীর সাথে সাথে যুক্ত করেছে মানুষ নির্মিত কিছু জিনিস পত্র যেগুলোও বেশ চমৎকার। তারা যুক্ত করছে Apollo 11 Command Module, একটি Spacesuit এবং প্রচুর বিখ্যাত চিত্রকর্ম।

গুগল তাদের Augmented Reality তে আরও বৈচিত্র্যময় জিনিস পত্র যুক্ত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে৷ ইউজাররা আশায় আছে ভবিষ্যতে তারা তাদের বাড়িতে আরও কি কি জিনিস দেখতে পাবে।

-
টেকটিউনস টেকবুম - ৩১ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস