Virtudent এর বিরুদ্ধে মামলা করেছে কোম্পানিটির সাবেক CEO, Hitesh Tolani

উচ্চ মানের ডেন্টাল কেয়ার পেতে ২০১৪ সালে Hitesh Tolani, Virtudent নামে একটি  Teledentistry স্টার্ট-আপ প্রতিষ্ঠা করে। কোম্পানিটির পদ থেকে তাকে সরিয়ে দেয়া হলে সে কোম্পানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

জানা গেছে, গুনগত মান এবং নিয়ন্ত্রক সম্মতি সম্পর্কে উদ্বেগ Hitesh Tolani কে কোম্পানির প্রাথমিক বিনিয়োগকারীদের সাথে মতবিরোধে ফেলে দিয়েছিল। তিনি তার করা মামলায় উল্লেখ করেন, সেবার মান বাড়ানো থেকে প্রতিষ্ঠানের বৃদ্ধিকে বেশি অগ্রাধিকারের বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাকে CEO পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এখন Hitesh Tolani, তার চাকরি এবং সংস্থাকে ফিরে পেতে লড়াই করছেন।

তিনি তার অভিযোগ গুলোতে কর্তৃপক্ষের ধারাবাহিক অন্যায়, প্রতারণা, নির্যাতন মূলক কাজের বর্ণনা করেন।

বর্তমানে এই করোনা মহামারীতে Telehealth সেবা গুলোর ব্যবহার আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবং বিনিয়োগকারীরাও এতে অধিক পরিমাণ বিনিয়োগ করতে চাচ্ছে। Hitesh Tolani তার মামলায় এই বিষয়টিও তুলে ধরেন যেখানে সরাসরি রোগী সেবা না পেয়ে ভিডিও কল বা ফোন কলের মাধ্যমে সেবা পায়।

Hitesh Tolani জানান, ২০১৪ সালে মানুষদের নির্ভর যোগ্য সেবা দিতেই তিনি Virtudent প্রতিষ্ঠা করেছিলেন। যেখানে যুক্তরাষ্ট্রের জনসংখ্যার বড় একটি অংশ ভাল দাঁতের চিকিৎসা পায় না সেখানে Tolani চেয়েছিলেন সহজে এই সেবা সবার কাছে পৌঁছে দিতে।

তার মতে Virtudent প্রথম কোন সার্ভিস ছিল যা একই সাথে রিমোট এবং ভার্চুয়াল দন্ত সেবা প্রদান করত।

Virtudent  একটি পোর্টেবল কিট তৈরি করেছিল। যার মাধ্যমে গ্রাহকরা দাঁতের বিভিন্ন পরীক্ষা করতে পারতো এবং দাঁত পরিষ্কারের কাজে এটি ব্যবহার করতে পারতো। তারা এটির মাধ্যমে চাইলে রিমোট চিকিৎসকদের সাথে যোগাযোগ করতে পারতো, যারা এর মাধ্যমে দাঁতের সঠিক চিকিৎসা দিতো।

Hitesh Tolani জানান, ২০১৮ সালে দুটি রাজ্যে তাদের সেবা প্রসারিত করার জন্য তিনি ভেঞ্চার ফান্ডিং করেন, কিন্তু বিনিয়োগকারীরা একই তহবিল দিয়ে আরও ছয়টি রাজ্যে সেবা বাড়াতে চায়। আর তখন থেকেই বিনিয়োগকারীদের সাথে Hitesh Tolani এর মতবিরোধ দেখা দেয় এবং কিছুদিন পরেই বিনিয়োগকারীদের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয় তার।

তার মামলায় আরও জানিয়েছে, সে চলে যাবার পর কোম্পানিটি তেমন কোন অগ্রগতি করতে পারে নি। রিপোর্ট অনুযায়ী মে এর দিকে কোম্পানিটি ৭০ জনের মত কর্মীকে চাকরীচ্যুতও করেছিল।

শেষ পর্যন্ত মামলার মাধ্যমে Hitesh Tolani, Virtudent এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদটি ফিরে পেতে চায়। এবং চায় ডিসেম্বর থেকে নেয়া Virtudent বোর্ডের সকল সিদ্ধান্ত বাতিল করা হোক। একই সাথে তিনি নিজের এবং কোম্পানির জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবী করেছেন।

-
টেকটিউনস টেকবুম - ৪ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস