২০২০ সালের মার্কিন নির্বাচনের জন্য ফেক ভিডিও ডিটেকশন টুল তৈরি করছে মাইক্রোসফট

Deepfake টেকনোলজি প্রতিহত করতে মাইক্রোসফট আসছে নির্বাচনের জন্য তৈরি করতে যাচ্ছে ফেক ভিডিও ডিটেকশন টুল।

একটি ব্লগ Post এ মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, তারা Microsoft Video Authenticator নামে এমন একটা টুল বানাবে যা ফটো এবং ভিডিও এনালাইসিস করে ডিটেক্ট করতে পারবে এটি Manipulated করা হয়েছে কিনা। মাইক্রোসফট জানায় Deepfake এর মাধ্যমে যাতে কেউ প্রতারিত না হতে পারে এজন্যই তাদের এই পদক্ষেপ।

এখানে উল্লেখ্য Deepfake টার্মটি ব্যবহার করা ফেক ভিডিওর ক্ষেত্রে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে ভিডিওটিকে এমন ভাবে এডিট করা হয় যা সাধারণ ভাবে চেনার উপায় থাকে না। Deepfake প্রযুক্তির মাধ্যমে একজন বক্তার মুখমণ্ডল এমন ভাবে নাড়াচাড়া করানো হয় যাতে মনে হয় সে আসলেই তা বলছে বা করছে। এর মাধ্যমে এমন ভিডিও বানানো হয় যাতে সে জড়িত ছিল না। এটি ছবির ক্ষেত্রেও হতে পারে।

মাইক্রোসফট জানিয়েছে আসছে মার্কিন নির্বাচনে এই Deepfake প্রযুক্তি জনগণের মধ্যে বিভ্রান্তিকর তথ্য বা কন্টেন্ট ছড়াতে পারে জন্যই তারা এই ধরনের টুল নিয়ে কাজ করছে।

-
টেকটিউনস টেকবুম - ৪ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস