মিড রেঞ্জের 5G ফোন আনছে Samsung

বর্তমানে বেশির ভাগ ফোন কোম্পানিই 5G টেকনোলজির ফোন নিয়ে আসছে বাজারে। গ্রাহকদেরও অন্যতম চাহিদায় পরিণত হয়েছে এই 5G ফোন গুলো। গ্রাহকদের চাহিদা মাথায় রেখে কোম্পানি গুলো স্বল্প দামের মধ্যে আনছে 5G ফোন।

Samsung ও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি কোম্পানিটি প্রকাশ করেছে মিড রেঞ্জের Galaxy A42 5G ফোন। Samsung তাদের Galaxy Unpacked ইভেন্টে ফোনটি প্রকাশ করলেও তখন ফোনটি সম্পর্কে খুব বেশি তথ্য দেয় নি। তবে ফোনটি সম্পর্কে কিছুটা তথ্য আছে  Samsung.com এ।

Samsung জানিয়েছে ফোনটিতে থাকবে Quad-Camera লেআউট। সাথে থাকবে 6.6-inch Super AMOLED ডিসপ্লে।

তবে এখন পর্যন্ত Samsung তাদের ফোনের রিলিজ ডেট এবং বাজার মূল্য ঘোষণা করে নি, তারা শুধু জানিয়েছে ফোনটি পরবর্তী বছর আসতে পারে।

ধারণা করা যায়, যেহেতু ফোনটি A42 নামে আসছে সুতরাং এর দাম অবশ্যই A51 5G এর চেয়ে কম হবে। যেহেতু A51 5G ফোনটি দাম ৫০০ ডলারের কাছাকাছি সুতরাং Galaxy A42 5G এর দাম আরও কম হবে।

এই বিষয়টি পরিষ্কার যে আপাতত Samsung, তাদের Galaxy Z Fold2 ফোনটির দিকে ইউজারের আগ্রহ বাড়াতে কাজ করবে তাই Galaxy A42 5G সম্পর্কে খুব বেশি তথ্য দেবে না।

-
টেকটিউনস টেকবুম - ৬ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস