SoftBank সম্প্রতি লাভ করেছে ৪ বিলিয়ন ডলার

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

Financial Times এর রিপোর্ট অনুযায়ী SoftBank যুক্তরাষ্ট্রের টেক স্টক গুলোতে বাজি রেখে ৪ বিলিয়ন ডলার লাভ করেছে।

সম্প্রতি মাস গুলোতে বিপুল পরিমাণে বিকল্প স্টক কেনার জন্য SoftBank কোম্পানিটিকে বিভিন্ন পত্রিকায় "Nasdaq whale" হিসাবে অভিহিত করা হয়।

তবে SoftBank এর এই অবাস্তব লাভ বিনিয়োগকারীদের মুগ্ধ করতে পারে নি। গত সোমবার কোম্পানিটির শেয়ারের দাম কমে যায় ৭% যাতে এর বাজার মূল্যায়ন থেকে হারিয়ে যায় প্রায় ৯ বিলিয়ন ডলার।

Financial Times বলেছে, SoftBank এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়োশি সন, স্বতন্ত্র প্রযুক্তি সংস্থাগুলিকে কেন্দ্র করে প্রায় ৪ বিলিয়ন ডলারের বিকল্প স্টক কেনার অনুমোদন দিয়েছেন যা অন্তর্নিহিত সম্পদের ৩০ বিলিয়ন ডলার বহন করে।

তবে এই ঘটনায় SoftBank এখনো পরিষ্কার কোন মন্তব্য করতে চায় নি।

জানা গেছে এই ৪ বিলিয়ন ডলার SoftBank এর বৃদ্ধিতে যথেষ্ট অবদান রাখবে। যাদের গত অর্থ বছরে ৭ বিলিয়ন ডলারের পরিচালনা ব্যয়ে নিট লস হয়েছিল ৬৬০ মিলিয়ন ডলার।

বিকল্প ট্রেডিংয়ের ক্ষেত্রে SoftBank এর উদ্দীপনা  তখন থেকেই এসেছে যখন Masayoshi Son, প্রাইভেট কোম্পানি যেমন, WeWork, DoorDash  এবং পাবলিক কোম্পানি Amazon, Microsoft, Tesla এবং Netflix এ বিনিয়োগের দিকে ঝুঁকেছিলেন।

-
টেকটিউনস টেকবুম - ৯ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস