Slack এর আয় প্রত্যাশাকে ছাড়িয়ে গেলেও এর শেয়ার মূল্য কমে গেছে ২০

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি Slack তাদের আয়ের রিপোর্ট প্রকাশ করার পর কোম্পানিটির শেয়ার মূল্য কমে গেছে ২০%।

২য় কোয়ার্টারে Slack আয় দেখিয়েছে ২১৫ মিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় ৪৯% বেশি। Slack এর আয় Wall Street এর প্রত্যাশাকে ছাড়িয়ে গেলেও এর শেয়ারের দাম কমে যায়।

যেখানে অন্যান্য রিমোট ওয়ার্ক নিয়ে কাজ করা কোম্পানি বিপুল পরিমাণে লাভ করছে সেখানে Slack এর এই ধরনের অর্জনকে বড় করে দেখছে না বিশেষজ্ঞরা। রিমোট ওয়ার্ক এর অন্য আরেকটি কোম্পানি Zoom সম্প্রতি তাদের আয় বাড়িয়েছে প্রায় ৩৫৫% সেই তুলনায় Slack এর আয় বেশ কম ছিল।

একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, অন্যান্য বছর হলে এটা মেনে নেয়ার মত ছিল, কিন্তু যেখানে Zoom, Microsoft Teams, Webex এর মত কোম্পানি গুলো বাজারে আছে সুতরাং Slack এর আরও ভাল করার দরকার ছিল।

বিনিয়োগকারীরা বলছে Wall Street এর প্রত্যাশাকে Slack আর ছাড়িয়ে গেলেও এর পরিমাণ Zoom এর মত ছিল না।

তবে Slack এর CEO, Stewart Butterfield, জানিয়েছে গ্রাহকরা এই মহামারীতে আর্থিক ভাবে চাপে ছিল।

বিশেষজ্ঞরা আরও বলছে এর বৃদ্ধি ব্যাহত হবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মাইক্রোসফটের সাথে এর প্রতিদ্বন্দ্বিতা।

যেখানে Slack নতুন মাত্র ৬, ০০০ পেইড কাস্টমার দেখিয়েছে সেখানে বিশেষজ্ঞরা এটিকে খুব বেশি গ্রোথ হিসেবে বিবেচনা করতে পারে নি। একই ভাবে তাদের এ বছরের প্রথম কোয়ার্টারেরও রিপোর্ট তেমন ভাল ছিল না।

একই ভাবে মাইক্রোসফটেরর সাথে প্রতিদ্বন্দ্বিতা এর বৃদ্ধি আরও চাপে ফেলেছে। মাইক্রোসফট তাদের Office 365 প্যাকের সাথে তাদের Team কে যুক্ত করে দিয়েছে আর অধিকাংশ প্রতিষ্ঠান গুলো Team এর মধ্যেই ভিডিও কনফারেন্সিং সুবিধা পাওয়ার কারণে নতুন করে Slack এর সাবস্ক্রিপশন নিচ্ছে না।

এর মধ্যে দুজন বিশেষজ্ঞ নিশ্চিত করেছেন Slack বৃদ্ধিতে মাইক্রোসফটের আসলেই প্রভাব রয়েছে।

তবে বিশ্লেষকরা আগেই এমন একটি প্রতিদ্বন্দ্বিতা আন্দাজ করতে পেরেছিল, Slack আর আয়ের রিপোর্ট প্রকাশের আগেই কয়েকজন বিশ্লেষক ধারণা করেছিল Slack এর চাপ বাড়িয়ে দিচ্ছে Microsoft Team।

এই ধরনের প্রতিদ্বন্দ্বী ধরতে পেরে Slack বসে ছিল না, তারা জুলাইয়ে ইউরোপীয় কমিশনের মাইক্রোসফটের বিরুদ্ধে একটি অ্যান্টি-ট্রাস্ট অভিযোগও দায়ের করেছিল।

তবে উদ্বেগ কিছুটা কমিয়ে দিয়েছে Stewart Butterfield, Slack এর বৃদ্ধিতে মাইক্রোসফটের প্রভাব থাকলেও বিশেষজ্ঞদের মতে দুটি কোম্পানির জয়ের হার সমান। তুলনামূলক ভাবে এগিয়ে আছে শুধু Zoom

-
টেকটিউনস টেকবুম - ১০ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস