১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে Apple এর বহুল প্রত্যাশিত ইভেন্ট

সম্প্রতি Apple ঘোষণা দিয়েছে তাদের বহুল প্রত্যাশিত ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আসছে ১৫ সেপ্টেম্বর।

বিশ্বজুড়ে টেক লাভারদের জন্য সবচেয়ে বেশি উত্তেজনা পূর্ণ মাস হচ্ছে সেপ্টেম্বর। কারণ প্রতিবছর এই মাসে Apple প্রকাশ করে তাদের নতুন নতুন ডিভাইস। নতুন আইফোন প্রকাশ পাবার সাথে সাথে বিশ্ববাসীকে দেখানো হয় আসছে দিন গুলোতে কি চমক নিয়ে এসেছে বিশ্বের প্রভাবশালী এই টেক কোম্পানি। গত সাত বছর একই ভাবে এই মাসে Apple তার ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন সব প্রযুক্তি।

২০১২ সালে প্রথম বারের মত Apple এই ইভেন্টের আয়োজন করেছিল তবে অন্যান্য বছরের তুলনায় এবার ইভেন্টটি কিছুটা ব্যতিক্রম। কারণটা সবারই হয়তো জানা। মহামারী আজ সকল কোম্পানি গুলোকেই যেতে হচ্ছে কঠিন সময়ের মধ্য দিয়ে।

Bloomberg এর রিপোর্ট অনুযায়ী Apple এর এই ইভেন্ট এবার আয়োজন করা হবে অনলাইনে যেখানে Apple পরিচয় করিয়ে দেবে তাদের প্রথম 5G আইফোন, iPhone 12 এর সাথে।

Apple এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার Luca Maestri জানিয়েছেন, এই ইভেন্ট কয়েক সপ্তাহ পরে হবার কথা থাকলেও এই মহামারীতে Apple এর ব্যাপক চাহিদা মাথায় রেখে তারা এই মাসেই এটির আয়োজন করতে যাচ্ছে।

এর আগেও apple জানিয়েছিল তারা গ্রাহকদের জন্য ৭৫ মিলিয়ন আইফোন তৈরি করবে।

Apple এর এই সেপ্টেম্বর ইভেন্টে এবারের মূল আকর্ষণ তাদের প্রথম 5G ফোন iPhone 12। জানা গেছে ফোনটি চারটি ভার্সনে লঞ্চ করা হবে। চারটি মডেলেই থাকবে 5G কানেক্টিভিটি এবং OLED ডিসপ্লে। OLED ডিসপ্লেটি আরও ব্ল্যাক টুন এবং ব্রাইট Contrast দেবে যা বর্তমানে দেয়া  iPhone 11 Pro এবং 11 Pro Max এ আছে।

iPhone 12 Pro ফোনে দেয়া হয়েছে Lidar sensor যা iPad Pro এর মত চমৎকার Augmented Reality অভিজ্ঞতা দেবে।

এর আগে Bloomberg এর Mark Gurman জানিয়েছিলেন নতুন iPhone 12 অক্টোবরের আগে প্রকাশিত হবে না।

প্রতিবছরের মত এ বছরও আইফোনের পাশাপাশি দেখা যাবে নতুন মডেলের Apple Watch। Apple Watch এর নতুন নাম হবে Apple Watch Series 6। 9to5Mac এর মতে নতুন Apple Watch দেয়া হয়েছে Blood-oxygen লেভেল পরিমাপ করার ব্যবস্থা। ধারনা করা যায় এর ব্যাটারি পারফরম্যান্স আরও ভাল করা হবে।

Apple সর্ব প্রথম ২০১৭ সালে Amazon এবং Google এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে বাজারে নিয়ে এসেছিল তাদের HomePod। কিন্তু ডিভাইসটি বাজারে তেমন সাড়া ফেলতে পারে নি। কিন্তু এবার তাদের HomePod ব্যাপারে বেশ আশাবাদী, তারা বলছে নতুন HomePod হবে আরও ছোট এবং এর দাম হবে আরও সাশ্রয়ী।

Bloomberg এর রিপোর্ট অনুযায়ী Apple প্রথম বারের মত Over-ear হ্যাডফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। Bloomberg জানিয়েছে, Apple প্রথম বারের মত এমন ডিভাইস নিয়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে AirPods মতই এর নতুন সফলতা অর্জন করতে পারবে Over-ear হ্যাডফোন।

জানা গেছে Apple এই ইভেন্টে লঞ্চ করতে যাচ্ছে  iPad Pro এর মত নতুন iPad Air।

আরও জানা গেছে পরবর্তী বছরের জন্য Apple TV আরও দ্রুত করার জন্য কাজ করে যাচ্ছে Apple। একই সাথে তাদের প্রথম সিলিকন প্রসেসরে রান করানো হবে ম্যাক কম্পিউটার, একই সাথে  Apple কাজ করছে তাদের AirTags নামে নতুন ডিভাইস নিয়ে। যাতে করে ওয়ালেট এবং বিভিন্ন চাবি সম্পর্কে ইউজার তথ্য পাবে, আইফোনের মাধ্যমে খুঁজে বের করা যাবে ঘরের চাবি গাড়ির চাবি।

-
টেকটিউনস টেকবুম - ১০ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস