মহামারীতে Melio এর অর্থ প্রদানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৭০০

বিজনেস টু বিজনেস প্ল্যাটফর্ম Melio সম্প্রতি সংগ্রহ করেছে আরও ৮০ মিলিয়ন ডলার। Series C  ফান্ডিং এ Coatue Management এর সহযোগিতায় Melio গঠন করেছে মোট ১৪৪ মিলিয়ন ডলারের তহবিল।

এর আগে এপ্রিলে Accel  এর সহযোগিতায় Series B রাউন্ডে এটি সংগ্রহ করেছিল ৪৮ মিলিয়ন ডলার।

মাত্র ২ বছর বয়সী এই Melio স্টার্ট-আপটি যুক্তরাষ্ট্রের B2B মার্কেটকে ডিজিটাল করতে কাজ করে যাচ্ছে। এটি ছোট ব্যবসায় প্রতিষ্ঠান গুলোকে তাদের সাপ্লাইয়ারদের মাধ্যমে নগদ অর্থ প্রবাহে সাহায্য করে।

যেখানে যুক্তরাষ্ট্রের আরেকটি ৩৬ বিলিয়ন ডলারের প্ল্যাটফর্ম Stripe, B2C মার্কেটে ফোকাস করেছে সেখানে Melio কাজ করছে B2B বাজার নিয়ে। Melio, B2B সলিউশনে ছোট ব্যবসায় প্রতিষ্ঠান গুলোকে টার্গেট করছে।

Melio এর  CEO, Matan Bar জানান, ছোট ব্যবসায় গুলোর ক্ষেত্রে অর্থের আগমন বেশ চ্যালেঞ্জিং আর এই জন্যই তাদের B2B এই সেবা।

তবে যখন করোনা মহামারী শুরু হচ্ছিল তখন Matan Bar ভেবেছিল হয়তো তাদের ক্লায়েন্ট বেস হ্রাস পাবে কারণ মহামারীতে ছোট বিজনেস গুলো বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু পরবর্তীতে Matan Bar দেখতে পায় এই মহামারীতে তাদের পেমেন্ট ভলিউম বেড়ে যায় ৭০০% এর মত।

জানা গেছে এর মাধ্যমে Melio তাদের বিজনেস ডবল করতে পারবে, তাদের R&D ইনভেস্টমেন্ট বাড়াতে পারবে এবং যুক্তরাষ্ট্রের B2B সেক্টরটি ডিজিটালাইজ করতে কারতে কাজ করে যেতে পারবে।

-
টেকটিউনস টেকবুম - ১০ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস