WhereIsMyTransport স্টার্ট-আপে বিনিয়োগ করেছে গুগল

গত মার্চে WhereIsMyTransport স্টার্ট-আপটি ঘোষণা দেয় তারা Google এবং Toyota Tsusho  সাহায্যে ৭.৫ মিলিয়ন ডলারের তহবিল গঠন করছে।

WhereIsMyTransport স্টার্ট-আপটি লোকাল ট্রান্সপোর্ট নিয়ে কাজ করে। উন্নয়নশীল দেশ গুলোতে লোকাল ট্রান্সপোর্ট গুলোর ডেটা কালেক্ট করে এটি। যেখানে মানুষজন প্রাইভেট ট্যাক্সি এবং বন্ধু বান্ধবের গাড়ির উপর নির্ভর করে সেখানে এটি স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায়, পরিবহণ রুট গুলো আধুনিকায়ন এবং ম্যাপ করতে কাজ করে, যাতে করে লোকাল ট্রান্সপোর্ট গুলো আরও এক্সেস যোগ্য হয়।

গত বছর WhereIsMyTransport এর উদ্যোগে দারুণ ভাবে প্রভাবিত হয়ে Google এবং Toyota Tsusho কোম্পানিটির সাথে দেখা করে, এবং কিছু দিন আগে ৭.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করে।

এত বড় বড় কোম্পানি WhereIsMyTransport এ বিনিয়োগ করা প্রসঙ্গে এর প্রতিষ্ঠাতা Devin de Vries কে প্রশ্ন করে হলে তিনি জবাব দেন, বিনিয়োগ কারী গুগলের মত বড় হোক বা ছোট হোক, আমরা জানি আমরা কি করব, আমরা জানি আমাদের লক্ষ্য কি, আমরা জানি আমাদের পার্থক্য কোথায়।

তিনি আরও জানান, দিন শেষে আমাদের লক্ষ্যই আসল, তবে আমরা সত্যিই ভাগ্যবান যে Google এবং Toyota Tsusho এর মত বিনিয়োগকারী পেয়েছি।

-
টেকটিউনস টেকবুম -১১ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 433 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস