ভবিষ্যতে Siri বুঝতে পারবে আপনার ভয়েস কতটা দূরে

ভবিষ্যতে Siri বুঝতে পারবে আপনার ভয়েস কতটা দূরে রয়েছে। জানা গেছে ডিপ লার্নিং প্রযুক্তি ভবিষ্যতের অ্যাপল ডিভাইসগুলিকে আরও স্মার্ট করে তুলবে, ডিভাইস গুলো হয়ে উঠবে আরও কার্যকর। ভবিষ্যতে Siri এর মত স্মার্ট ডিভাইস গুলো ধরতে পারবে আপনি কতটুকু দূরে থেকে কথা বলছেন।

Siri ২০১১ সালে আইফোন 4s এর মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল যার মাধ্যমে আইফোন এবং পরবর্তীকালে, অন্যান্য অ্যাপল ডিভাইস আপনার কথা বুঝতে পারার ক্ষমতা অর্জন করেছে। একই ভাবে হোমপড এবং স্মার্ট স্পিকারের মতো ভবিষ্যতের ডিভাইসগুলি আরও স্মার্ট হয়ে উঠবে, সেগুলো বুঝতে পারবে কে কথা বলছে, কতটুকু দূর থেকে কথা বলছে।

Apple Inside দ্বারা চিহ্নিত একটি নতুন পেটেন্ট অ্যাপ্লিকেশন অনুসারে, এটি বর্ণনা করে যে অ্যাপল একটি প্রযুক্তি অন্বেষণ করেছে, যা কোন ব্যবহারকারী যখন কথা বলে তখন কত দূরে থেকে সে কথা বলছে সেটি ডিটেক্ট করতে পারবে।

প্যাটেন্টকৃত সেই অ্যাপের নাম দেয়া হয়েছে "Learning-Based Distance Estimation"। অ্যাপল জানিয়েছে কিভাবে এটি ডিভাইস থেকে কোন ব্যবহারকারীর দূরত্ব অনুমান করতে পারে। বলা যেতে পারে হয়তো ডিভাইসটি প্লেব্যাক ভলিউমের মাধ্যমে এটি পরিমাপ করে। কোন ডিভাইসের নির্দিষ্ট ক্যোয়ারিতে ডিভাইসকে কীভাবে সাড়া দেওয়া উচিত সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।

অ্যাপল জানিয়েছে ডিপ লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এটি অর্জন করা সম্ভব হয়েছে। অ্যাপল তাদের patent application এ লিখেছে,

"ডিপ লার্নিং সিস্টেমটি, স্পিচ সোর্স থেকে মাইক্রোফোন অ্যারে এবং রিভারবারেন্ট স্পিচ সিগন্যালে রিভারব্রেশন ইফেক্ট এবং নয়েজ সম্বলিত সরাসরি সংকেত প্রচার সম্পর্কে তথ্য ধারণ করতে পারে। "

অ্যাপল তাদের বেশি থেকে বেশি কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে, এর আরেকটি উদাহরণ হতে পারে এটি। দীর্ঘ দিন ধরে, অ্যাপল এই ডোমেনে ফেসবুক এবং গুগল এর মতো অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের থেকে পিছিয়ে ছিল।

প্রায় অর্ধ দশকেরও বেশি সময় ধরে অ্যাপল এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি ধরার চেষ্টা করেছে। যদিও লোকেরা এখনো বলে Siri, আম্যাজনের Alexa বা গুগল এসিস্ট্যান্ট থেকে অনেক পিছিয়ে, তবে এই দাবী হয়তো খুব তাড়াতাড়ি মিথ্যে বলে প্রমাণ করবে অ্যাপল। যেহেতু সবে মাত্র ধারণাটি প্যাটেন্ট করা হয়েছে সেহেতু এখনো এই বিষয়টি নিশ্চিত নয় যে অ্যাপল এটি কোন প্রোডাক্টে অন্তর্ভুক্ত করবে।

-
টেকটিউনস টেকবুম - ০৩ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস