Great Suspender এক্সটেনশনকে ম্যালওয়্যার হিসেবে চিহ্নিত করেছে গুগল

গুগল ক্রোম তাদের অন্যতম জনপ্রিয় ব্রাউজার এক্সটেনশন Great Suspender কে ম্যালওয়্যার হিসেবে চিহ্নিত করেছে।

টেক লাভার, যারা ব্রাউজারের ট্যাব গুলো স্মার্ট ভাবে পরিচালনা করতে চাইতো তাদের সবারই পছন্দের একটি এক্সটেনশন ছিল Great Suspender। সম্প্রতি জানা গেছে গুগল এখন ক্রোম ওয়েব স্টোর থেকে এই এক্সটেনশনটি সরিয়ে নিয়েছে। গুগল জানিয়েছে এটি ম্যালওয়্যার ছড়াতে ব্যবহৃত হতে পারে।

Great Suspender এর খবরটি প্রকাশিত হয় 9to5Google ব্লগে। গত বছর, এই এক্সটেনশনটি একটি থার্ড পার্টির কাছে বিক্রি করা হয় যারা বেনামী ছিল।

বিক্রয় হবার পর যখন Great Suspender 7.1.8 আপডেটটি আসে তখন এটি কিছুটা সন্দেহজনক হয়ে উঠে। এই আপডেটটি ম্যালিসিয়াস এজেন্টদেরকে তাদের কোড কার্যকর করার পারমিশন দিয়ে দেয়, যেখানে ইউজাররা কিছু বুঝতেই পারে না।

একই সাথে Reddit দাবী করে এই এক্সটেনশটিতে ট্র্যাকিং কোড রয়েছে যেগুলো ব্রাউজারের পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে এবং থার্ড পার্টি সার্ভারে সেন্ড করতে পারে।

সংবাদটি ছড়িয়ে পড়লে মাইক্রোসফট তাদের Microsoft Edge ব্রাউজার থেকে এক্সটেনশনটি সরিয়ে নেয়। গুগলও তাদের ক্রোম ওয়েব স্টোর থেকে এক্সটেনশনটি রিমুভ করে দেয়৷ গুগল এক্সটেনশনটিকে এমন ভাবে ব্লক করে যে, কেউ অন্য কোন জায়গা থেকে এক্সটেনশনটি ডাউনলোড দিয়েও ব্রাউজারে ইন্সটল করতে পারবে না।

ট্যাব ম্যানেজমেন্টের জন্য Great Suspender এক্সটেনশনটি দারুণ ছিল, এটি ব্রাউজারকে স্মুথভাবে রান করানো যেতো। ব্রাউজারে অনেক গুলো ট্যাব ওপেন করা হলে অপ্রয়োজনীয় ট্যাব, যেগুলো কিছুক্ষণের জন্য দেখা হচ্ছে না, সেগুলো বন্ধ থাকতো। Great Suspender এক্সটেনশনটি র‍্যাম ব্যবহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। যাদের পিসিতে কম র‍্যাম ছিল তাদের কাছে সর্বাধিক জনপ্রিয় ছিল এই এক্সটেনশনটি। এক্সটেনশনটি ডিজেবল হবার আগ পর্যন্ত এটি ২ মিলিয়ন বারেরও বেশি ডাউনলোড করা হয়েছিল।

এখনো এই বিষয়টি নিশ্চিত নয় যে গুগল কখনো এক্সটেনশনটিকে পুনরায় সুযোগ দেবে কিনা। যদি না দেয় তাহলে ইউজাররা হারাতে পারে তাদের পছন্দের এই এক্সটেনশনটি।

ব্রাউজারে নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে মাঝে মাঝে, আপনার ক্রোমে ইন্সটল করা এক্সটেনশন গুলো চেক করুন। দেখুন কোন এক্সটেনশনে ওয়ার্নিং শো করছে কিনা। ওয়ার্নিং পাওয়ার সাথে সাথে এক্সটেনশনটি ডিজেবল করে রিমুভ করে নি। এক্সটেনশনে ম্যালওয়্যার থাকলে এটি আপনার পাসওয়ার্ড সহ গুরুত্বপূর্ণ তথ্য লিক করে দিতে পারে।

-
টেকটিউনস টেকবুম - ০৭ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস