BIG Innovation Award জিতেছে EZVIZ এর স্মার্ট ক্যামেরা

EZVIZ এর নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত স্মার্ট হোম ক্যামেরা ২০২১ সালের শুরুতে জিতেই নিয়েছে একটি পুরষ্কার। EZVIZ এর ডুয়েল লেন্স C3X AI ক্যামেরাটি এ বছর পেয়েছে BIG Innovation Award। C3X ক্যামেরাটিতে এক সাথে দেয়া হয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সিকিউরিটি এবং স্মার্ট হোম টেকনোলজি।

এখন পর্যন্ত EZVIZ এর সবচেয়ে উদ্ভাবনী স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা হচ্ছে C3X। হোম সিকিউরিটি ক্যামেরা হিসেবে এই ক্যামেরাটিতে প্রথম বারের মত দেয়া হয়েছে ডুয়েল লেন্স ডিজাইন। এর একটি লেন্স ব্রাইটনেস রেকর্ড করবে আরেকটি লেন্স কালার ইনফরমেশন রেকর্ড করবে। যদিও প্রতিটি ক্যামেরা মাত্র ২ মেগাপিক্সেল করে তারপরেও এটি নির্দিষ্ট জায়গাকে ফোকাস করতে পারে৷ দুটি ক্যাপচারকে এক সাথে ভিডিও আউট হিসেবে দেখাতে পারে।

C3X এর ডুয়েল লেন্সে নাইট এবং ডার্ক মুড ক্যাপচারকে ডুয়েল Infrared লাইটের সাথে আরও উন্নত করা হয়েছে। ডুয়েল Infrared লাইট কম আলোতেও ভাল ছবি ক্যাপচার করতে পারবে। এতে আরও দেয়া হয়েছে ডিপ লার্নিং রিয়েল টাইম মোশন ডিটেক্টর, যার মাধ্যমে নির্দিষ্ট এরিয়াতে অপরিচিত কোন ব্যক্তি প্রবেশ করলে ক্যামেরাটি এলার্ম দিতে শুরু করবে।

পুরষ্কার জয়ের কথা বলতে গিয়ে EZVIZ এর উত্তর আমেরিকার বিক্রয় পরিচালক হ্যান্স ভেলাস্কো বলেছেন, "EZVIZ এই বছরের BIG Innovation Award পেয়ে গর্বিত এবং আমাদের C3X সিকিউরিটি ক্যামেরা প্রযুক্তিগত সাফল্যের জন্য বিজনেস ইন্টেলিজেন্স গ্রুপ স্বীকৃতিটির প্রশংসা করেছে। হ্যান্স ভেলাস্কো জানিয়েছে EZVIZ এর এমন আরও কিছু প্রযুক্তি এখন লঞ্চের অপেক্ষায় রয়েছে।

তবে EZVIZ এর C3X ক্যামেরাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত প্রথম কোন ক্যামেরা নয় এর আগে অনেক কোম্পানি বাজারে এমন ক্যামেরা নিয়ে এসেছে। তবে সব দিক থেকে এগিয়ে থাকার কারণে EZVIZ, BIG Innovation Award টি পেয়েছে।

-
টেকটিউনস টেকবুম - ০৯ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস