দৃষ্টি প্রতিবন্ধী ইউজারদের জন্য AI Image Descriptions কে আরও উন্নত করছে ফেসবুক

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

ফেসবুক দৃষ্টি প্রতিবন্ধী ইউজারদের জন্য তাদের AI Image Descriptions কে আরও উন্নত করছে। জানা গেছে এখন থেকে ফেসবুকের অটোমেটিক Alternative Text টুলটি আরও সঠিক ভাবে এবং বিস্তারিত ভাবে ইমেজকে বর্ণনা করতে পারবে।

ফেসবুক তার প্ল্যাটফর্মে থাকা স্পেশাল ইউজারদের ইমেজ চিহ্নিতকরণকে আরও সহজ এবং সঠিক করতে, তাদের AI মডেলটিকে আগের চেয়ে আরও উন্নত করেছে। AI টুলটি আপডেটের ফলে ইমেজ গুলোর ডেসক্রিপশন আরও নির্ভরযোগ্য হয়েছে।

ফেসবুক তাদের একটি ব্লগ Post এ, তাদের Image Identifying AI টুলটির আপডেটের খবর জানায়। ফেসবুক তাদের এই প্রযুক্তিকে সাধারণত Automatic Alternative Text (AAT) বলে থাকে।

ফেসবুক এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমটি ২০১৬ সাল থেকে ব্যবহার করে আসছে, তখন থেকে দৃষ্টি প্রতিবন্ধী ইউজাররা স্ক্রিনরিডারের মাধ্যমে ফেসবুকের প্রতিটি ইমেজের বর্ণনা পেতো। আর এখন ফেসবুক ঘোষণা করেছে নেক্সট জেনারেশন Automatic Alternative Text বা ATT।

এখন ফেসবুক অনেক গুলো বিষয় বিবেচনা করে টেক্সট ডেসক্রিপশন দেয়। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি পশুপাখি, মানুষের এক্টিভিটি সহ ল্যান্ডমার্কও ডিটেক্ট করতে পারে। নিচের ছবিটি লক্ষ্য করুন,

এখন AI টুলটি স্থিতিশীল অবস্থান এবং একটি ফটোতে আইটেমের আকার সনাক্ত করতে পারে। আগে এটি স্পষ্ট ভাবে মানুষের অবস্থান শনাক্ত করতে পারত না। ফেসবুক তাদের এই অগ্রগতি সম্পর্কে জানিয়েছে, "এই অগ্রগতিগুলির মাধ্যমে অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী ইউজাররা তাদের পরিবার এবং বন্ধুবান্ধব কোন Post গুলোতে রয়েছে সেটা আরও ভাল ভাবে জানতে পারবে।

প্ল্যাটফর্ম জুড়ে নতুন নতুন ফিচার নিয়ে আসা ফেসবুকের জন্য নতুন কিছু নয়। এর আগেও ফেসবুক তাদের প্ল্যাটফর্মে নিয়ে এসেছে একাধিক ফিচার। কিছু দিন আগে ফেসবুক যুক্তরাজ্যে লঞ্চ করেছে তাদের নিউজ ফিচার। যদিও নিউজ ফিচারটি যুক্তরাষ্ট্রে প্রথম নিয়ে আসা হয়েছিল। স্টোর ফিচারের পর নিউজ ফিচার, ফেসবুকের ব্যবসায়িক চিন্তাভাবনার আরেকটি উদাহরণ।

ফেসবুক এর নতুন এবং উন্নত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলটি ওয়েব জুড়ে অ্যাক্সেসযোগ্যতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেয়, এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সেসযোগ্যতার জন্য একটি নতুন মান সেট করে। আশাকরি, দৃষ্টি প্রতিবন্ধী ইউজারদের সহায়তা করতে অন্যান্য প্ল্যাটফর্ম গুলোও অনুরূপ টুল নিয়ে আসবে।

প্রতিবন্ধী ইউজারদের জন্য ফেসবুকের এমন পদক্ষেপ আসলেই প্রশংসা পাবার যোগ্য।

-
টেকটিউনস টেকবুম - ০৯ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস