অফিসিয়াল ভাবে Steam লঞ্চ করা হয়েছে চীনে

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি জানা গেছে, Valve আনুষ্ঠানিকভাবে চীনে Steam রিলিজ করেছে। জনপ্রিয় কিছু গেম নিয়ে অফিসিয়াল ভাবে Steam রিলিজ পাওয়ার খবর পাওয়া গেছে।

বিশ্বের জনপ্রিয় গেম স্ট্রিমিং এবং মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম Steam অবশেষে চীনা বাজারে মুক্তি পেয়েছে বলা যায় দেশটির গেমিং মার্কেটে জন্য এটি বড় সপ্তাহ।

এর আগে চীনা গেমারদের, কিছুদিনের জন্য Steam এর আন্তর্জাতিক ভার্সনে অ্যাক্সেস ছিল। অভাব ছিল দেশীও একটি মডেলের। কিন্তু এখন আর চীনা ইউজারদের সেই দুঃখ থাকবে না। এখন আন্তর্জাতিক ভার্সনের পরিবর্তে Steam এর চীনা ভার্সনকেই রিলিজ করা হয়েছে দেশটিতে।

এখনো Steam এর ইন্টারন্শযানাল ভার্সনে ইউজারদের অ্যাক্সেস থাকতে পারে, তবে এটি চীনের কঠোর সেন্সরশিপ আইনের জন্য যেকোনো সময় নিষেধাজ্ঞার শিকার হতে পারে। কিন্তু এখন Steam এর অবস্থান শক্ত।

Valve বেশ কয়েক বছর ধরে চীনা গেমারদের Steam এর নিজস্ব সংস্করণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। অবশেষে সাফল্য আসতে তিন বছর সময় লেগেছে। এত সময় নেবার কারণ ছিল, Chinese Communist Party (CCP)। আপনি হয়তো জানেন এটি সকল আন্তর্জাতিক মিডিয়া দেশে প্রবেশের আগে কঠোরভাবে পরীক্ষা নিরীক্ষা করে। এটি কেবল রাজনৈতিক বিষয় গুলোর ক্ষেত্রেই প্রযোজ্য নয় একই সাথে, বই, মিডিয়া, গেমস এর ক্ষেত্রেও প্রযোজ্য।

আর এই কারণেই Steam চীনা পৌঁছাতে এত সময় লেগেছে। এটি কয়েক বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে এবং সর্বশেষ অনুমোদন দিয়েছে৷

আগেই উল্লেখ করা হয়েছে লিমিটেড কিছু গেম নিয়ে চীনে প্ল্যাটফর্মটি কাজ শুরু করেছে, এখন পর্যন্ত ৫০ টি জনপ্রিয় গেম রয়েছে এবং ১০ গেম আসতে যাচ্ছে। গেম কম থাকার কারণ হচ্ছে চীনের সেন্সরশিপ এখনো অধিকাংশ গেমকে যাচাই বাছাই করছে।

Steam এর চীনে আগমন নিঃসন্দেহে চীনা গেমারদের জন্য আনন্দের সংবাদ। এখন, চীনের একটি স্থিতিশীল প্ল্যাটফর্ম রয়েছে যেখানে সেন্সরশিপের ভয় ছাড়ায় জনপ্রিয় গেম গুলো খেলা যাবে।

আপনার জানা উচিৎ, গেমিং এর জন্য বৃহৎ একটি প্ল্যাটফর্ম বা মার্কেটপ্লেস হচ্ছে Steam। এখানে ইউজাররা খেলতে পারে অসংখ্য গেম এবং গেম কেনার এটি একটি বিশ্বস্ত জায়গা৷ তাছাড়াও এখানে রয়েছে একই মন মানসিকতার বিশাল একটি কমিউনিটি। Valve কে তার প্ল্যাটফর্ম দেশটিতে চালু করার অনুমতি দেয়ার জন্য, চীনা ইউজাররা ইতিমধ্যে তাদের সরকারকে ধন্যবাদ দেয়া শুরু করেছে।

-
টেকটিউনস টেকবুম - ১১ ফেব্রুয়ারি ২০২১

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস