অফলাইনে নিজেই যে কোন লেখাকে বারকোডে রুপান্তর করুন

গত কিছুদিন বারকোড বিষয়ক কয়েকটি টিউন দেখলাম এবং তা থেকে জানতে পারলাম অনেকের এই ব্যাপারে প্রচুর আগ্রহ আছে। কিন্তু সবই ছিল অনলাইনে বারকোড রুপান্তরের পদ্ধতি কিন্তু খুব সহজেই যে অফলাইনেই যে কোন লেখাকে বারকোডে রুপান্তর করা যায় বারকোড ফন্টের মাধ্যমে তা কোন টিউনেই পেলাম না। আর ওই সাইট গুলোতে বারকোড ইমেজ হিসেবে হয় সেটাকে জানতে হলে আবার অন্য সাইটের সহায়তা নিতে হয়। মানে বারকোড রুপান্তরের পদ্ধতি ফন্ট টু ফন্ট না হয়ে ফন্ট-ইমেজ-ফন্ট এভাবে দেখানো হয়েছে।

viivakoodi

কিন্তু আমি এর সবচাইতে সহজ পদ্ধতিটি বলব তা হল বারকোডের একটি স্ট্যান্ডার্ড ফন্ট ডাউনলোড করে নিন এবং ফন্ট ফোল্ডারে তা সেভ করুন। তারপর ওয়ার্ড ফাইল ওপেন করে যে কোন লেখাকেই ওই ফন্টে রুপান্তর করুন বা যে কোন বারকোডকেই অন্য কোন ফন্টে এ রুপান্তর করুন। নিচের ডাউনলোড লিংক থেকে ফন্টটি ডাউনলোড করুন।

[CSSBUTTON target="http://www.barcodesinc.com/free-barcode-font/"]ডাউনলোড[/CSSBUTTON]

বারকোডে মূলত প্রতিটি অক্ষরের জন্য নির্দিষ্ট একটি মান থাকে সেই অনুযায়ী একটি কোড থাকে সেটাই ওই ফন্ট দেখায়। নিচের ছবিটিতে বিভিন্ন কী এর বারকোডের মান রয়েছে।

barcode_font0

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শাকিল ভাই আমি অনলাইনে আর আপনি অফলাইনে হাহাহাহহা।

    মামুন আর শাকিল ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন করি ভাই……কোন পাগল এত জটিল বার কোড আবিস্কার করছিল রে ভাই?

    @সাম্য এই পাগলের নাম এন. জোসেফ উডল্যান্ড। আর পাগল না হইলে সৃজনশীল কিছু করা যায় না যারা বিখ্যাত হয়েছেন খবর নিয়া দেখেন সবাই কমবেশী পাগল 😀

    হে হে হে শাকিল ভাই………আপনি সুস্থ আছেন তো??

😛 😛 😛

পাইছি !!!

দোস্ত গো বারকোডে গালি দিমু এইবার……..
দেখি কত্ত বুজে……!!!
😛

খিক খিক খিক….

[বি. দ্র. – শুদুই দোস্ত গো দিমু অন্য কাওরে না PrOmisE !]
😐

    আমারেও দিতে পারেন অনেকদিন গালি খাই না 😛 ওইটার মধ্যে অন্যরকম একটা মজা আছে 😛

Level 0

Sakil vi jotil

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ….. শাকিল ভাই ….. অনেক দিন পরে আসলাম। সুন্দর টিউন।……… কেমন আছেন?

গুড পোস্ট। 🙂

এই রকম পোস্ট আমার মতে খুবই জরুরি, যেমন মামুন নিজেই নিজেকে ছারিয়ে গেছে মুভি সাবটাইটেল বিষয়ক পোস্টে। তেমনি বারকোড এর বিষয়ক আরও সহজ কৌশল তুলে ধরার জন্য শাকিল ভাই কে অনেক ধন্যবাদ। তবে শাকিল ভাই এত সুন্দর একটি পোস্টে কেন যে…… আবারও ধন্যবাদ শাকিল ভাই

    ঠিক আছে আপনের কথা শুনলাম ঠিক কইরা দিলাম, অসুন্দর দূর করলাম। আমি দূরেই থাকতে চাই কিন্তু আমিওতো মানুষ, অপমান বোধ আমারো আছে তাই অনেকদিন সহ্যের পর……………………আপনাকেও ধন্যবাদ।

    কলংকমুক্ত হলে চাদ মামা আরও সুন্দর দেখায়……ধন্যবাদ ভাই

    শাকিল ভাই অসুন্দর দূর করে নিজেকে অনেক উচুতে নিয়ে গেলেন।আল্লাহ আপনার মঙ্গল করুক।

Level 0

চিন্তা করছি আগামিতে বারকোডে একটা টিউন করলে কেমন হয়? 😕

    চেষ্টা করেছিলাম কিন্তু টেকটিউনে ফন্ট সাপোর্ট করে না।

    Level 0

    oh no!
    আমি তো ইতিমধ্যে একটা বিষয়ও ঠিক করে ফেলেছিলাম।

হায়রে দুইমাস পরিশ্রম কইরা যেই টিউন করলাম তার চেয়ে বেশী হিট হইল দুই মিনিট ও পরিশ্রম না করা টিউন।

    Level 0

    দ্রষ্টব্য ? ? ?

Level 0

techtunes এর এডমিন+ মডারেটরদের ধন্যবাদ।

Level 0

এই বারকোড জিনিসটা অনেক জটিল লাগে।লাভ কি এসব করে?
তারপরও মজা নামক জিনিসটার জন্য আর জ্ঞান বাড়াতে জানলাম।ভালো লাগলো পড়ে।
ধন্যবাদ শাকিল ভাই।