আপনি কি কোন ফ্যানপেজের এডমিন, ফ্যানের সংখ্যা কম, তাহলে এই টিপ্‌স আপনার জন্যই।

টেকটিউন্স এর সকল বন্ধুরা কেমন আছ ? আশা করি তোমরা সবাই ভালই আছ। আজ তোমাদের কাছে ফেসবুক ফ্যানপেজের ফ্যান সংখ্যা বাড়ানোর বেশ কার্যকরি একটি  উপায় নিয়ে আলোচনা করব।

প্রথমে , তোমাদের এই ওয়েবসাইট ( you like hits  ) এ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলেই বোনাস ৫০ পয়েন্ট পাবে। এখানে সবচেয়ে বড় সুবিধা প্রতিদিন শুধু লগিন করে Claim 50 Free Points Daily! বাটনটিতে ক্লিক করলেই ৫০ পয়েন্ট।  এছাড়াও এখানে অন্যন্য সবার ফেসবুক পেজে লাইক দিলে , টুইটারে ফোলো করলে , ইউটিউব এ সাবস্ক্রাইব করলে কিংবা ওয়েবসাইটে ভিজিটের মাধ্যমেও পয়েন্ট পাওয়া যাবে। রেফারেল করেও ১০০ পয়েন্ট পাওয়া যায়।

এবার আলোচনা করা যাক, তুমি যে পয়েন্ট গুলো পাবে তা তোমার কি কাজে লাগবে। ওয়েবসাইট টির বামপাশের Your Settings এর নিচে FB বাটনে ক্লিক করে প্রথমে নিজের ফেসবুক প্রফাইলের এড্রেস দিতে হবে। এরপরে যে ফ্যানপেজের ফ্যান বাড়াতে হবে তা ্যুক্ত করতে হবে নিচের Add a Page অংশ থেকে। এখানে প্রতি লাইকের জন্য পয়েন্ট ঠিক করে দিতে হবে।

এভাবেই তুমি  তোমার ফ্যান পেজের ফ্যান সংখ্যা বাড়িয়ে নিতে পারবে।

সার্বক্ষনিক খেলাধুলার সংবাদের জন্য এই ব্লগটাতে ঘুরে আসতে পারেন SportsTimeBD 

Level 0

আমি Systematic chaous। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা তো পুরান জিনিস নতুন কিছু নাই ? এইটা দিয়ে লাইক দিলে পরে আবার লাইক আন লাইক করে দায় ।

Payout এর মাজে দেখলাম 2,3,4… point, আমার প্রশ্ন হল কম দিলে কি হবে আর বেশি দিলেই বা কি হবে… ?

    @বাপ্পী:Payout এর মাঝে , আপনি যে পয়েন্ট দিবেন তা আপনার প্রতিটি ফেসবক পেজ লাইকের/ইউটিউব সাবস্ক্রাইব ইত্যাদির জন্য খরচ হবে।

আমার ফান পেজ অ্যাড করতে পারি নাই ।। ফান পেজ থেকে আই ডি কপি করে দিছি । তার পর ও এমন হল কেন বুঝলাম না …হেপ্ল মি প্লিজ।।

    @Hakam Nazmus samad: নিচের দিকে র Add a Page অংশ থেকে পেজ অ্যাড করতে হবে। তবে অবশ্যই প্রথমে নিজের ফেসবুক একাউন্ট এড করে নিতে হবে।

@বাপ্পী: Yo are welcome. জিনিষটা আসলেই বস !!

Level 0

আপনাকে ধন্যবাদ…>>>>>>>>>

অইখান থাইকা অন্যের ফেসবুক পেজ কমনে লাইক দিমু……..অকটু জানবেন প্লীজ….

    @ariflion101: Add a page এই অপশনে যে কোন পেজের লিংক যোগ করলেই হয়ে যাবে। নিজের না অন্যের সেটা ব্যাপার না। ধন্যবাদ।

dor add kota pire na ti @@[0:[159409740883792:1: কতই না ‘কপি+পেস্ট’ ওয়ালা পেইজে লাইক দিলেন, এবার একটি স্বকীয় পেইজে লাইক দিয়ে দেখুন। পস্তাবেন না|ফেসবুক এর সকল টিপস দেওয়া হয়।১০০% সত্য আমাকে বিশ্বাস করুন।
দয়া করে ১ টা লাইক দিন আপনের লাইক বিফলে যাবে না কথা দিচ্ছি। যদি ভালো না লাগে তাহলে Unlike তো আছেই। ]]

like>>> @[159409740883792:1:]
আপনি একবার পেজ থেকে ঘুরে আসলেই বুঝতে পারবেন । @@[0:[159409740883792:1: ।।। Trust Me ।।। ]]
আমি যতোটুকু সম্ভব আপনাদের সাহায্য করবো।
@@[0:[159409740883792:1:১ টা লাইক দিলে আপনি অনেক উপকার পাবেন কথা দিচ্ছি। ]]