ফ্রী ডাউনলোড করুন Portable Firefox 3.5

আমরা সবাই ব্রাউজার হিসেবে মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পছন্দ করি। আর এটা যদি হয় পোর্টেবল তা হলে তো কথাই নেই। এখন আপনি আপনার ইউএসবি ড্রাইভে মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারবেন। ফলে আপনার বুকমার্ক করা সব জিনিস ও পাসওয়ার্ড আপনি যেকোন জায়গায় ব্যবহার করতে পারবেন। এটি ডাউনলোড করতে এই লিংকে ক্লীক করুন।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই পোর্তেবল অর্থ কি?

    “পোর্তেবল” না ওটা হবে “পোর্টেবল্‌”(Portable) যার মানে হচ্ছে- সুবহনীয় বা বহন যোগ্য। অর্থাৎ যে জিনিস টি এক যায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই বহন করা যায় এরকম কিছু।
    আর সফটওয়্যার এর ক্ষেত্রে এই সব পোর্টেবল্‌ সফটওয়্যার গুলো খুব সহজেই (কোন ইন্সটলের ঝামেলা ছাড়াই) এক কম্পিউটার থেকে পেন-ড্রাইভ বা অন্য কোন কিছুতে করে নিয়ে অন্য কম্পিউটার এ ইউজ্‌ করতে পারবেন।