চালু করুন আপনার Gmail Auto response খুব সহজেই

অনেকদিন ধরে ভাবতেছিলাম কি করে ইয়াহুর মত জি-মেইলেও Auto response অপশন চালু করা যায়। ঘাটাঘাটি করতে করতে শেষ পর্যন্ত পেয়েও গেলাম। এটা করার জন্য আপনাকে কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না।

প্রথমে আপনার Gmail একাউন্টে লগইন করুন।

তারপর Settings অপশন এ যান।

তারপর Vacation responder এ যেয়ে Vacation responder on অপশনে ক্লীক করুন।

টেক্সট বক্সে অটো রিপ্লাই মেসেজ হিসেবে যা লিখতে চান তা লিখুন।

তারপর Save Changes এ ক্লীক করুন।

এরপর থেকে যারাই আপনাকে মেসেজ পাঠাবে তারাই আপনার অটো মেসেজটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে আপনার কাছে একটি বিষয় জানতে চাই ।
যা হলো—–
এক মেইল আইডি থেকে অন্য মেইল আইডিতে কিভাবে ডাইভার্ট করা যায় ?
অর্থাৎ আমি কেবলমাত্র একটি ইয়াহু আইডি সবসময় ব্যবহার করি এবং আমার অন্যান্য আইডিগুলো এই আইডিতে ডাইভার্ট করতে চাই, যাতে করে অন্যান্য আইডিগুলোর মেইল এই আইডিতে আসে।

আর YAHOO AUTO RESPONSE চালু করতে নিচের টিউনটি দেখা যেতে পারে–
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/11768/

——————@ ধন্যবাদ @——————–

    এই অপশনটিকে ইমেইলের ক্ষেত্রে বলা হয় mail forwarding যা প্রায় বেশীর ভাগ ইমেইল সার্ভিসেই এটা বিদ্যমান। আমি নিজেও জিমেইলের এই ফিচার ব্যবহার করি। সেটিংসে একটু খুজেঁ দেখুন। সময়ের অভাবে বিস্তারিত বলতে পারলাম না। আশা করি যে কোন সার্ভিসেরই সেটিংস অপশনে এটি খুজেঁ পাবেন। ধন্যবাদ।

    ভাই আপনি এটা ইয়াহুর ফ্রী একাউন্টে করতে পারবেন না। যদি আপনি আপনার ইয়াহুকে টাকা দিয়ে Mail plus এ আপগ্রেড করেন তবেই আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন।

Level 0

কাজের পোষ্ট…

ভাই আউটলুকে কি Auto response কোন ব্যবস্থা আছে ? ধন্যবাদ।

Level 0

Vai tida to onak puran baper
New kisu janan
Eida sob maille asse optione dakhen paben
ER Mr. Ruhul apni ja chassen ta somvob.

mhrafy ভাই,
আপনাকে অশেষ ধন্যবাদ । ভাই আমি নিম্নোক্ত কাজটি কিভাবে করতে পারবো —
“আমি কেবলমাত্র একটি ইয়াহু আইডি সবসময় ব্যবহার করি এবং আমার অন্যান্য আইডিগুলো এই আইডিতে ডাইভার্ট করতে চাই, যাতে করে অন্যান্য আইডিগুলোর মেইল এই আইডিতে আসে।”

Level 0

ভায়েরা আমার ২০টির মত Gmail account ছিল । কিন্তু আমার Gmail লিস্ট’টা হারিয়ে গেছে , নাম গুলাও মনে করতে পারছি না। কিন্তু আমি যে recovery email দিছিলাম তা মনে আছে … সবগুলার একই recovery email । এই recovery email থেকে কি আমার gmail list টা উদ্ধার করা যাবে ??????? প্লিল কারো জানা থাকলে সাহায্য করেন।