আজকে থেকে পেনড্রাইভকে ছুড়ে ফেলে দিন। ব্যবহার করুন গুগল ড্রাইভ !

আসসালামুআলাইকুম।কেমন আছেন প্রিয় টেকটিউন বাসী বন্ধুরা।উওরটা পোষ্ট পড়ার পরে কমেন্ট করার সময় জানার অপেক্ষায় রইলাম।টিটিতে এটা আমার দ্বিতীয় টিউন।ভূল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।আজকে আমি একটা মজার বিষয় শেয়ার করব।তা হল আমরা সকলেই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদানের জন্য পেনড্রাইবকেই বেশী প্রাধান্য দিয়ে থাকি।কিন্তু এক্ষেএে অনেক ধরনের রিস্ক থাকে যেমন পেনড্রাইব হারিয়ে যাবার সম্ভাবনা আছে কিম্বা পেনড্রাইব কে ভাইরাস আক্রমণ করার সম্ভাবনা থাকে ১০০% অথবা ২জিবির বেশী লোড করতে পারবেননা।তাহলে উপায়?আজ থেকে আর কোন চিন্তা নেই।কারন নিয়ে এলাম চিরস্থায়ী সমাধান।নো ভাইরাস নো হারানো নো অল্প।কারন,আছে google docs বা google drive.আপনি আপনার সকল প্রয়োজনীয় ফাইল পএ,ভিডিও,অডিও,google docs এ জমা করে আমানত রাখতে পারবেন নিশ্চিন্তে।যেখানে প্রয়োজন হবে যেটা সাথে সাথে সেখান থেকে upload করে নিতে পারবেন,নষ্ট হবেনা হারিয়ে যাবেনা এবং ভাইরাস আমণ করবেনা গ্যারান্টেড।চলুন তাহলে কিভাবে করতে হবে শিখে রাখি।প্রথমে google এ একটা account তৈরি করুন ।তারপর এই screenshot গুলো দেখুতারপরে উপরে লেখা google documents এ ক্লিক করুন।

আপনার ID ও PASSWORD দিয়ে ভেতরে প্রবেশ করুন।তারপর নিচের screen shot অনুযায়ী create এর পাশাপাশি যে এ্যারো চিহ্ন দেওয়া আছে তার উপর ক্লিক করুন দেখবেন files লেখা দেখাচ্ছে তার উপর ক্লিক করুন তারপর আপনার কম্পিউটার থেকে যা ইচ্ছা তা upload করে নিতে পারবেন সর্ব উচ্চ ৫ জিবি পর্যন্ত।

তার থেকে যদি বেশী কিছু যদি upload করতে হয় তাহলে নতুন করে আর একটা account খুলে করতে পারেন।যদি এই পোষ্টটা আগে কেউ করে থাকেন বা কেউ জানেন তার জন্য ক্ষমা প্রার্থী।

Level 0

আমি farhadfardin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am a simple man....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami ekhane screen shot gulo add korte parchina kivabe screen shot add korte hoy ektu help korle ami add kore dibo..

1GB UPLOAD DITE 24 HOURS LAGBE+LOADSHEDDING+JE TAKA DIYE 4GB UPLOAD DEBO SEI TAKA DIYA PENDRIVE KENA JABE+MANY PROBLEM.

ফরহাদ ফারদিন ভাই অনুগ্রহ পূর্বক টিউনের শিরনামটি পরিবর্তন করে দিন। আপনি বোধহয় জানেননা যে আমার সোনার বাংলায় ইন্টারনেট সেবা এখনো সে পর্যন্ত পৌছেনি যে পর্যন্ত পিসি পৌছে গেছে। তাছাড়া ৫জিবি ডাটা আপলোড করা এবং পুনরায় ডালো করার জন্য যে পরিমান ব্যান্ডওয়াইডথ খরচ হবে তা পাবো কোথায়? আমি নিজে ১৬ জিবি পেনড্রাইভ ব্যবহার করি অর্থ্যৎ সম পরিমান ডাটা আপনার পদ্ধতিতে ব্যবহার করে স্থানান্তর করতে গেলে তিনটি একাউন্ট খুলতে হবে। নতুন টিউনার হিসেবে আপনাকে টিটিতে স্বগতম জানাই। https://www.techtunes.io/faq এখানে আপনার প্রশ্নের উত্তর খুজতে পারেন। ধন্যবাদ

আপনি কি বাংলাদেশে বাস করেন????নাকি প্রবাসে???

Level 0

গুগলে আপলোড করার ছেয়ে পেনড্রাইভ সেন্ড করা অনেক ভালো, তবে গুগল ড্রাইভটা আমাদের কাজে লাগবে অনেক ইম্পরট্যান্ট ডকুমেন্ট, বাইওডাটা বা পিকচার ছোট খাটো ফাইল এইখানে আপলোড করে রাখতে পাড়বো কারন ভাইরাস এর ভয় নেই

Level 0

ভাই নেট ছাড়া কি হবে?

Level New

এর থেকে আমি নতুন হার্ডডিস্ক কিনুম তা ও ভাল 😀 আমার নেট হেব্বি………………………………………..স্লো 🙁

ভাইয়া আপনি কন দেশে থাকেন? আমার সোনার বাংলায় সম্ভব না।

বাংলাদেশের কয় জনে নেট ব্যবহার করে ? তাছারা নেট এর কি অবস্থা আপনি ভাল করেই জানেন। একটু ভেবে চেন্তে পোস্ট এর শিরনাম লিখলে পোস্ট এর মান ভাল হবে।

Ei theme Bngladeshe ekhono shomvob noy karon sobay to er net use kore na sob zaygay net nay………………….

amr net speed 180-190 kb per second but tarpor o ami bolbo pendrive e best data transfer er jonno,,, GOOGLE drive use ta bishes kore ja official kaj kore abong chuto khato project nia ekoi sathe bashai and office e kaj korte hoi tader jonno chole…….

ayta to sobai jane, but onek jotilota royese dada

লুল রে লুল নেট এর বিল দিয়ে পেন্ড্রাইভের দোকান দেয়া যাবে।

Level 0

Very Very Bad Post

ভাই নতুন টিউনার হিসাবে আপনাকে স্বাগতম। ভাই আগে বলেন, আমরা পেন ড্রাইভ ব্যবহার করি কেন? গুগল ড্রাইভ আর পেন ড্রাইভ এক হতে পারে না। আর আপনি যদি পেন ড্রাইভকে শুধু ডাটা সংরক্ষনের জন্য ব্যবহার করেন তবে তার বিকল্প হিসাবে গুগল এর ৫ জিজি কেন? ইয়াহু অথবা হটমেইল এর ২৫ জিবি ব্যবহার করেন।

Level 0

Awesome faltu post.

Level 0

আপনি কি বাংলাদেশে বাস করেন?

Level 0

ভাই বিভিন্ন জন বিভিন্নভাবে কমেন্ট করেছে ।সবাই ১০০% সত্যি ।তবে আমার মনে হয় আপলোড করতে একটু সমস্যা হলেও এটা অনেক কাজ দেয় । যারা আউটসোসিংয়ের সাথে জড়িত,তাদের কিন্তু চমৎকার ভাবে কাজে লাগে।আমি অনেকদিন ধরে এই কাজটা করছি ।তবে পেনড্রাইভ পেনড্রাইভই । তার বিকল্প তৈরি হতে এখন অনেক দেরী ।

ধন্যবাদ

Level 0

Be careful for the next tune.
পাবলিক কিন্তু অনেক ক্ষ্যাপা আপনার উপর।

Level 0

vi jan jobbor tune korsen.

vi welcome as a new tuner….. but be careful about headlines,,,,, so change it..

Level 0

Akas tekhe porchelam Aponar “Headline” dekhe !!!
5gb net upload bill: BDG GP= 345*5= Only 1725 tk (time= ….Hours)
r 16GB pen drive = Only 850 tk (time= only 20 Minutes)
Konta Valo ?

Level 0

পেন ড্রাইভ এর বিকল্প না হলেও প্রয়োজনীয় একটা বিষয় গুগল ড্রাইভ। অতি দরকারি তথ্য নিরাপদে এখানে রাখা যাবে।ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার নিরাপদ উপায়।ধন্যবাদ টিউনারকে।
http://www.knowpar.com

vi net a ja speed tata r sok ni.