এবার Remote Upload করুন আপনর Dropbox এ খুব সহজেই।

কেমন আছেন সবাই আসা করি ভাল আছেন। আমর সকলেই জানি আমাদের দেশের নেটের spreed অনেক কম তাই কোন ফাইল ডাউনলোড করে আপলোড করতে অনেক সময়ের ব্যপার । আমরা অনলাইনে খুজতে খুজতে অনেক ফাইল পাই যা আমাদের কাজের কিন্তু সেই ফাইল গুলো তখন নামানো ও সম্বব হয় না কিন্তু দেখা যায় পরে সেই ফাইল গুলো আর পাওয়া যায় না। আবার অনেকে নিজের ফাইল গুলো অনলাইনে রাখতে অনেক বেশি পছন্দ করে। অনলাইনের যেকোন ফাইল কম্পিটারে না ডাউনলোড করে আপনার Dropbox এ যেন আপলোড করতে পারে তাই আজ আমি আপনদের সাথে Dropbox একটি Apps এর সাথে পরিচয় করিয়ে দিব।

প্রথমে এখানে ক্লিক করে যদের Dropbox একাউন্ট নাই তারা একটি একাউন তৈরি করে নিতে পারেন।
তাহলে চলুন দেখে নেই কিভাবে আপলোড করবেন আপনার কিভ্খিত ফাইলটি Remotely
প্রখমে এখানে ক্লিক করুন

নিচের ছবিটির মত একটি পেজ আসবে

এবার নিচের নির্দেশনা হিসেবে কাজ করুন।
০১: যদি আপনি টিক দেন তাহলে আপনার ইমেইল ও পাসওয়াট সেব হয়ে যাবে । এতে করে আপনার বার বার পাসওয়াড দিতে হবেনা।
০২. এখানে আপনার যে ফাইলটি আপলোড করতে চান তার লিং দেন।
০৩. এখানে Dropbox ক্লিক করেন
০৪.আপনার Dropbox এর ইমেইল দেন
০৫.আপনার Dropbox এর পাসওয়াড দিন
০৬.এখনে আপনি আপনার ফাইল নাম দিতে পারে না দিলে কোন সমস্যা নাই।
০৭.এখানে আপনি আপনার ফাইল Dropbox এর কোন ফোলডারে আপলোড করবেন তা লিখে দিন না দিলে কোন সমস্যা নেই। কারন তা হলে নিজে নিজেই একটি ফোলডার তৈরি হয়ে যাবে।

পোষ্টটি একই সাথে http://www.projapotibd.com এ প্রকাশিত হয়েছে।

সকলে ভাল থাকবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

Level 0

আমি sagorsorkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

agei paisilam but 25mb limit only. But thanks for share

Level 0

ধন্যবাদ ভাই, সম্ভব হলে “Easy Duplicate Finderfor ফুল ভার্সন & PDF এডিটর ফুল ভার্সন software duti share করুন আমার অনেক উপকার হবে
[email protected]

ভাইয়া drop box এর জাগা ১০gb+ করবো কিভাবে ??