ল্যাপটপের সাউণ্ড কম? আসুন ২০০% পর্যন্ত বাড়িয়ে নিই

সবাইকে ঈদ মোবারক। এই ঈদে আপনার ল্যাপটপকে দিন একটু জোরে কথা বলার স্বাধীনতা। মানে দ্বিগুন জোরে। তাও আবার কোন রকম সফটওয়্যার ছাড়াই। তবে শুরুতেই বলে রাখি এটা কেবল যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তাদের জন্যই কার্যকর। অন্যরা অফ যান। আসুন তবে কাজ শুরু করা যাক।
১। প্রথমে আপনার ভলিউম বা স্পিকার আইকন মানে ঐ যে টাস্কবারের নিচে ডান কর্ণারে থাকে যে, ঐটা , ঐটার উপর রাইট বাটনে ক্লিকান।
২। Playback devices- এটার উপর ক্লিক মারেন,
৩। এরপর নিচের ছবিতে দেখানো যায়গার উপর ডাবল ক্লিক করেন, মানে Speakers এর উপর,

৪। এবার Enhancement ট্যাবের উপর ক্লিক করেন

৫। এবার Loudness Equalization এর check করে দিন, যেভাবে ছবিতে দেখালাম।

৬। এবার Apply -> OK । ব্যাস কাজ শেষ। পুরো কাজটি কোন একটি গান ফুল ভলিউমে বাজানো অবস্থায় করলে সাথে সাথেই টের পেয়ে যাবেন। তবে VLC প্লেয়ারে বাজালে নাও হতে পারে। কারণ VLC তে এমনিতেই ২০০% ভলিউম দেয়া থাকে।

আশা করি কাজে লাগাতে পেরেছেন। ও, হ্যা, যারা আগেই থেকেই এটা করেছেন তারা আবার বলবেন না যেন, এ আবার এমন কি, কারণ আমার মতো যারা এখনও এটা জানতেন না এই টিউনটি তাদের উপকারার্থে। ধন্যবাদ। আবারও ঈদ মোবারক।

সংবিধিবদ্ধ সতৃর্ককরণঃ কারও কোন পর্দা ফেটে গেলে তার জন্য কোনভাবেই লেখক দায়ী নন।

Level 0

আমি তায়ফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোবাসি যুক্তি, প্রযুক্তি দুটোই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমিতো কোন পরিবর্তন লক্ষ্য করলাম না 🙁

এটার আমি গতকালই নিজে করেছি এবং তারপরই এখানে টিউন করলাম। আমার ল্যাপি Dell, আপনারটা কি?

Level 0

200% সম্পর্কে কোন আইডিয়া আসে আপনার :/ ১২০-১৪০% পর্জন্ত বড়জর increase হয়। অবশ্য তাই বা কম কি……..

ওয়াও কাজ করছে। অনেক অনেক ধন্যবাদ ভাই।

দারুন টিপস আমার ডেস্কটপ আর ল্যাপটপ দুইটাতেই কাজ হয়েছে, ল্যাপটপটাতে সাউন্ড নিয়ে অনেক ঝামেলায় ছিলাম ভাই উপকার হল, অনেক অনেক ধন্যবাদ

উপকার হলো জেনে আমারও খুব ভালো লাগলো।

খু্বই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানানোর জন্য আপনা ধন্যবাদ, আচ্ছা ভাই আমার ল্যাপটপে উইন্ডোজ 7 দেওয়ার পর থেকে রেকডিং/কারো সাথে কথা বলেতে আমার শব্দ কম হয় কেন? আগে ঠিক ছিল, আমি নতুন করে উইন্ডোজ দেওয়ার পর এই সমস্যাটা হয়, আশা করি এর সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন।

    @ওহাব: আপনি আপনার সমস্যাটা বিস্তারিত লিখে আমাকে ইমেইল করুন, দেখি কিছু করা যায় কিনা..এড্রেস পেতে লগঅন করুন http://vetsbd.com আর হ্যা সাইটটা কেমন বানিয়েছি তাও একটু বলবেন। ধন্যবাদ।

নাহ, তেমন কোন পরিবর্তন পেলাম না। উইন্ডোজ ৮ ব্যাবহারের কারনে হয়তো সুবিধা বঞ্চিত হলাম 😛

    @এস, আই, রাজু: ভাই আমিও ৮ ব্যবহার করি , আমারটায় তো বেশ ভালভাবে কাজ করলো। খুব ভাল সাউন্ড এখন আগের চেয়ে।

    @এস, আই, রাজু: আপনি রিস্টার্ট করে আবার চেষ্টা করে দেখতে পারেন। তবে এটা অনেক সময় কম্পিউটারের ব্র্যান্ডের উপর নির্ভর করে।

Level New

ধন্যবাদ।ঈদ মোবারক।

ভাই ধন্যবাদ, আমারটা খুব ভালভাবে কাজ করলো।

Enhancement….ei option tai to dekhchhi na amar Lenovo te.
Please advice me.
Thanks.

Level 0

ধন্যবাদ আপনাকে। আমার সাউণ্ড আগের থেকে কিছুটা বেরেছে।
http://www.knowpar.com

ভাই,বললে হয়তো হাসবেন।কিন্তু সত্য কথা আমার ল্যাপটপ এর সাউন্ড উল্টা কমে যায়।

ভাইজান! ঠিক বলেছেন। আমার ল্যাপটপের সাউন্ডও কমে গিয়েছিল। রিস্টার্ট করে আনচেক করলাম। সাউন্ড আগের অবস্থায় ফিরে এসেছে। তবে হ্যা! আমার ল্যাপি কিন্তু ডেল কোর আই ৩। তারপরও ধন্যবাদ সবাইকে।

    @এম আর ইসলাম: দু:খিত, আমি আবার ট্রাই করলাম এবং রিস্টার্ট দিলাম। সত্যিই অবাক হলাম। আমার ল্যাপির সাউন্ড বহুগুন বেড়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ রইল তায়ফুর রহমান ভাইকে। দারুন একটি বিষয় শেয়ার করার জন্য।

ভাই ল্যাপটপের সাউন্ড তো বেড়েছে কিন্তু একটা সমসসাও হয়েছে। ল্যাপটপ মাঝে মাঝে ঘের ঘের শব্দ করে উঠে। সাউন্ড বক্স নষ্ট হবে না তো?????

কিছু কিছু ল্যাপিতে সর্বোচ্চ লেভেলে ভলিউম দিলে এমনটা হতে পারে। loudness equalization এর উপরে Bass boost চেক করে দেখতে পারেন।

Level 0

ল্যাপটপের সাউণ্ড কম? আসুন ২০০% পর্যন্ত বাড়িয়ে নিই….ল্যাপটপের সাউন্ড করার যন্ত্রের বারোটা বাজাই 😉

লেখক ভাই। আমারে হেল্পান। আমি আগের অবস্থায় ফিরে যেতে চাই। আমি আনাড়ি তো তাই কিভাবে কি করব একটু ডিটেইল বলবেন।

Level 0

Sound berece ki bhujte parlam na bcus ami QQ player use kori jar Volume 1000 pojonto.
Thanks,,,,,,,,,,,,