বিনামূল্যে প্রয়োজনীয় চার সফটওয়্যার [ নতুন ব্যবহারকারিদের জন্য ]


যখন ইচ্ছা তখন খুঁজি :উইন্ডোজ সেভেনে হার্ডডিস্কের তথ্য অনুসন্ধানে বিল্টইন অপশন থাকলেও তা খুব একটা কাজে আসে না। অনুসন্ধানে সময়ও অপচয় হয়। অন্যদিকে উইন্ডোজ এক্সপিতে এভাবে তথ্য খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়। প্রয়োজনে খোঁজাখুঁজির এসব গুরুদায়িত্ব দেওয়া যেতে পারে ক্ষুদে সফটওয়্যার [মাত্র ৩৩৪ কিলোবাইট] 'এভরিথিং'কে। এর জাদুকরী ছোঁয়ায় প্রয়োজনীয় তথ্য থাকবে হাতের নাগালে সব সময়। অনুসন্ধানী বাক্সে কিছু লেখার শুরুতেই লেখার সঙ্গে সম্পর্কিত ফাইলগুলো চলে আসবে তাৎক্ষণিকভাবে। এরপর ফাইলের যে কোনোটিতে ডাবল ক্লিক করে সেটি চালিয়ে পরখ করে নেওয়ার সুযোগও থাকছে। আর নাম ভুলে গেলেও আছে সমাধান। যদি ফাইলটির নামের কোনো অংশ অথবা নামের শেষ অংশ যেমন_ .mp3, .exe, .pdf, .doc ইত্যাদি ফরমেটের কথা মনে থাকে তাহলেও অনায়াসে খুঁজে পাওয়া যাবে কাঙ্ক্ষিত ফাইলটি। ডাউনলোড লিংক www.voidtools.com 


বিদায় হোক ডুপ্লিকেট ফাইল : হার্ডডিস্কের একটি বড় অংশজুড়ে থাকে কোনো না কোনো ডুপ্লিকেট ফাইল। তবে এত হাজার হাজার ফোল্ডার আর লাখ লাখ ফাইল থেকে ডুপ্লিকেট ফাইলের মধ্যে মিল খুঁজে বের করে সেগুলো ডিলিট করা খুবই দুরূহ কাজ হতে পারে। এই কঠিন কাজটিকে সহজ করতে আছে সফটওয়্যার 'অ্যান্টি-টুইন'। প্রতিটি ড্রাইভ থেকে ডুপ্লিকেট ফাইল খোঁজা ছাড়াও অন্য কোনো ড্রাইভে রাখা ফাইলের সঙ্গে এই ড্রাইভের ফাইলের কোনো মিল আছে কি-না সেটি যাচাই করে দেখার সুযোগও পাওয়া যাবে এন্টি-টুইনে। ডাউনলোড লিংক:  www.joerg-rosenthal.com/en/antitwin/download.html

হারাবে না কোনো তথ্য : ভুল করে কাজের ফাইলটি ডিলিট করে ফেলেছেন? উইন্ডোজে একবার ডিলিট করা ফাইল ফেরত আনার আর কোনো 'আনডু' বাটন নেই। চিন্তার কিছু নেই। আপনার চিন্তা দূর করতে আছে ইউটিলিটি সফটওয়্যার 'রিকুভা'। কম্পিউটার ছাড়াও নষ্ট হয়ে যাওয়া অথবা ভুলক্রমে ফরমেট হয়ে যাওয়া মেমোরি কার্ড, ক্যামেরা কিংবা এমপিথ্রি প্লেয়ার_ সবকিছু থেকেই উদ্ধার করা যাবে প্রয়োজনীয় তথ্যটি। পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি করার সময় সেভ করার আগেই কারেন্ট চলে গেলেও সমস্যা নেই। এ ধরনের সব সমস্যার সমাধান পেতে রিকুভা'র ডাউনলোড  লিংক : www.piriform.com/recuva

দ্রুত হোক আনইনস্টল :কম্পিউটারে একবার ইনস্টল কিংবা সেটআপ করা সফটওয়্যার আনইনস্টল করার জন্য প্রতিবার যেতে হয় কন্ট্রোল প্যানেলে, যা অনেকটা ঝামেলা মনে হতে পারে। আর প্রতিটি সফটওয়্যার আনইনস্টলের জন্য প্রয়োজন হয় আলাদা কমান্ড দেওয়ার। এক কমান্ডে সব অকেজো সফটওয়্যার আনইনস্টল করতে কাজে আসবে 'পিসি ডেকরাপিফিয়ার'। তে আনইনস্টল করার পাশাপাশি সি ড্রাইভে থাকা অপ্রয়োজনীয় ফাইলও খুঁজে বের করে সেগুলো দূর করে কম্পিউটারে গতি ফিরিয়ে আনা যাবে। লিংক : www.pcdecrapifier.com/download

* টেকটিউনসে এটাই আমার প্রথম পোষ্ট। তাই ভুলক্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
* আমার লেখাটি আগে এখানে প্রকাশিত হয়েছে http://www.samakal24.com/details.php?news=35&action=main&menu_type=&option=single&news_id=301016&pub_no=1205&type=

Level 0

আমি একাকী নির্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো লাগে প্রযুক্তিকে জানতে। প্রযুক্তি ভাবনা জানাতে। পড়াশুনা টেক্সলাইল ইঞ্জিণিয়ারিং নামের এক মাথা নষ্ট সাবজেক্টে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

prothom post e to fatiye diyechho boss!!!!!!!!
tnks….

    @avijitsarkar: ধন্যবাদ ভাই আমার পোষ্ট কষ্ট করে পড়ার জন্য। আর আপনাদের ভালো লাগা যেকোনো একজন লেখকের জন্য অনুপ্রেরণা।।

ভাই, অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ।।!!!

পোস্ট ভালো লাগল…এখন দেখি কাজ করে কিনা…

Level 0

ভাল প্রচেষ্টা। ধন্যবাদ।
নিয়মিত লিখবেন আশা করি।

ধন্যবাদ

প্রথম টিউনেই চমক । নিয়মিত টিউন পাবো আশা করি 😀