‌Scan করা ডকুমেন্টকে PDF ফাইলে রূপান্তর করুন খুব সহজেই

আমরা আমাদের প্রয়োজনে অথবা অপ্রয়োজনে অনেক জিনিস স্ক্যান করে থাকি। কিন্তু স্ক্যান করা ফাইলটি ইমেজ আকারে থাকার কারণে আমাদের অনেক অসুবিধা হয়। যেমন: আমরা একটি গুরুত্বপূর্ণ নোট অথবা কিছু ছবি স্ক্যান করালাম তা ইমেজ আকারে থাকবে। এতে অসুবিধা হয় যে, এত স্ক্যান করা ফাইল হয় যে তা হারানোর ভয় থাকে। যদি এই স্ক্যান করা ফাইলগুলো একটি বই আকারে রাখা যেত তাহলে কত ভাল হত।

কিন্তু চিন্তার কোন কারণ নেই। কারণ এখন আপনি ইচ্ছা করলেই আপনার স্ক্যান করা নোট বা ইমেজ একটি বই আকারে রাখতে পারবেন। হ্যাঁ আজকে আমি যে সফটওয়্যারটির কথা বলব তা দিয়ে আপনি স্ক্যান করা ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন। আর এই সফটওয়্যারটি আরেকটি খুবই ভাল বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে আপনি বেসিক ইমেজ এডিটিং এর প্রায় সবগুলোই অপশনই পাবেন। ‍তো আর দেরি কেন? এখনই এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করেন।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

really, it`s very easy . Thanks brother.

লিঙ্কে ঢুকে কিছুই বুঝিনা যে কোনটা ডাওনলোড করব আর কি ডাওনলোড করতে এসেছি।

কিছু সম্পুরক কথা:

উইন্ডোজের জন্য এরকম অনেকগুলো ফ্রী pdf মেকার রয়েছে যেগুলো একটা প্রিন্টার হিসেবে ইনস্টল হয়। তারপর যে কোনো এপ্লিকেশন থেকে প্রিন্ট কমান্ড দিলে যে উইন্ডো আসে সেখানে প্রিন্টার হিসেবে ওটা সিলেক্ট করে দিলেই প্রিন্ট ইমেজটাকে pdf বানিয়ে দেয়। শুধু স্ক্যান করা ইমেজ নয়, যে কোন জায়গা থেকেই এটা কাজ করবে … এমনকি এই টিউন পৃষ্ঠাটাও pdf হিসেবে সংরক্ষণ করতে চাইলে প্রিন্ট দিয়ে ওভাবে করা যাবে। এ বিষয়ে আরো জানতে বিজ্ঞানী.অর্গের এই পোস্টটি দেখতে পারেন।

আমার ল্যাপটপে এজন্য PDFCreator ব্যবহার করি। ১৭.৭ মেগাবাইটের এই সফটটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

উবুন্টুতে অবশ্য এসব কিছুই লাগে না। প্রিন্ট করতে বললে প্রিন্টার ছাড়াও প্রিন্ট টু ফাইল নামে একটা অপশন থাকে .. ওটা দিয়ে শুধু স্ক্যান কেন .. যে কোন ফাইলকেই পিডিএফ কিংবা পোস্টস্ক্রিপ্ট করা যায়।