অল্প সময়ে ফেসবুক, ফ্লিকার, ইমেজসহ্যাক সহ ওয়ার্ডপ্রেস, ব্লগার, সামহোয়্যারইন ব্লগ, টেকটিউনস ইত্যাদিতে একসাথে অনেকগুলো ছবি আপলোড করুন কোন ঝামেলা ছাড়াই

ফেসবুকে ছবি আপলোড করতে অনেক সময় লাগতো বলে ছবি আপলোড করা কমিয়ে দিয়েছিলাম। ওয়ার্ডপ্রেস, টেকটিউনস ইত্যাদিতে ছবি আপলোড করতে গিয়েও অনেক ঝামেলা পোহাতে হতো কিছুদিন আগে। কিন্তু গত কয়েকদিন আগে একটি সফটওয়্যার পেলাম যার সাহায্যে ফেসবুকে ছবি আপলোড করার জন্য একটা একটা করে ব্রাউজ করতে হয় না, মার্ক অল করে আপলোড বাটনে ক্লিক করলেই আপলোড শুরু হয়। সেই সময়ে আপনি নিশ্চিন্তে অন্য কাজ করে ফেলতে পারেন। ওয়ার্ডপ্রেস বা অন্যান্য সাইটে ছবি আপলোডের জন্য দৌড়াতে হতো টিনিপিক বা এই টাইপের সাইটে। কিন্তু এখন এই সফটওয়্যারে মার্ক অল করে আপলোড করে দিলেই ওরা ইমেজ লিঙ্ক ( সবগুলোর একসাথে ) দিয়ে দেয়।

রাইটলোড সফটওয়্যারঃ

এটা ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে এখান থেকে রাইটলোড সফটওয়্যারটি ( ৩.২৩ মেগা ) ডাউনলোড করতে হবে। এরপর ইন্সটল করুন। ইন্সটল হবার সময় অতিরিক্ত ২.৫ মেগার কাছাকাছি ইন্সটল হবে। এরপর ইন্সটল কমপ্লিট হলে আপনি যে কয়টা ছবি আপলোড করতে চান তা ড্র্যাগ করে চিত্রের মত বক্সের উপর রাখুন। এরপর যেখানে আপলোড করতে চান ( ফেইসবুক, ফ্লিকার অথবা ইমেজসহ্যাক ) তা সিলেক্ট করুন।

এরপর সেখানে লগইন করে রাইটলোড এপ্লিকেশনটিকে allow করতে হবে। ( শুধু প্রথমবার ) তাহলে আপনার একাউন্টে গিয়ে দেখবেন 1 pending photo request. accept করলেই আপনার একাউন্টে ছবি যোগ হবে। ( ফেসবুক/ ফ্লিকার )

আর ইমেজসহ্যাক সিলেক্ট করলে এতকিছুর দরকার নাই। জাস্ট আপলোড করলেই লিঙ্ক দিয়ে দেবে।

সেই লিঙ্ক ব্যবহার করে আপনি সহজেই ওয়ার্ডপ্রেস ব্লগ, ব্লগার, টেকটিউনস, সামহোয়্যারইন ব্লগ, আমারব্লগ ইত্যাদিতে ছবি যোগ করতে পারবেন।

fire uploader দিয়েও এরকম ছবিসহ , র‌্যাপিডশেয়ার, মেগা আপলোড ইত্যাদি অনেক জায়গায় অনেক কিছু আপলোড করা যায় করা যায় কিন্তু আমার রাইটলোডই বেশি ভালঅ লেগেছে। অনেকে fire uploader বেশি পছন্দ করেন। ট্রাই করে দেখতে পারেন।

কোন সমস্যা হলে মন্তব্যের ঘরে জানান। আমি সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব।

Level 0

আমি রনি পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 1013 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নামঃ রনি পারভেজ ই-মেইলঃ ronyiuteeeএটyahoo.com ফেইসবুকঃ http://facebook.com/ronyiut ফেইসবুক পেজঃ http://facebook.com/ronyblog ব্লগঃ http://ronyiut.wordpress.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ রনি ভাই। অনেক উপকার করলেন।

হুমম কাজের জিনিস , ধন্যবাদ .

Level 0

অনেক ধন্যবাদ ভাই কাজে লাগবে।

একটি প্রয়োজনীয় সাইট http://www.linkbd24.com কাজে আসবেই

happy new year

ধন্যবাদ রনিভাই কাজের টিউন । তবে ভাই আমি বুঝলাম না , আমি যখন আপনার টিউন টা দেখি তখন 2,140 বার দেখা হয়েছে, একদিনে 2,140 বার দেখা হয়েছে , এটা কি ভাবে সম্ভব , প্লিস বিস্তারিত বলবেন।

    ওয়েলকাম। এটা নিয়ে পোস্ট দিচ্ছি। ওয়েট করেন।

ধন্যবাদ।

একটু তথ্য যোগ করি:
একই রকম একটা কাজের সফটওয়্যার হল F-Spot photo manager। সরাসরি ফ্লিকার, পিকাসা ওয়েব বা php এ্যালবামে ছবি আপলোড করা যায়, এছাড়া ফটো ম্যানেজমেন্টের আরো অনেক ফীচার আছে। এবং আমি যেটাতে মজা পেয়েছি সেটা হল ছবি যদি png ফরম্যাটে থাকে তাহলে নিজেই সেটাকে jpeg বানিয়ে আপলোড করে (অন্য ফরম্যাট দিয়ে নিরীক্ষা করিনি)।

এটার হোমপেজ
উইকিপিডিয়া

    মন্তব্যটা ডিলিট করার অনুরোধ জানাচ্ছি।

      কেন ভাই? মন্তব্যের কি দোষ?

        মডারেশনে যেই মন্তব্যটা আছে সেটার কথা বলেছি।

        ওখানে যেই সফটওয়্যারের কথা লিখেছি ওটা দিয়ে ফেসবুকে ছবি আপলোড করা যায় না … তাই ডিলিট করতে অনুরোধ জানালাম।

      ভাই কোন মন্তব্য টা ?????

আচ্ছা ভাই.. এই টিউনের পরের টিউনটি কি ডিলিট করা হয়েছে? আমি পাচ্ছি না। ডিলিট করা হলে কেনই বা করা হল?? টিউনটি ছিল pagereboot নিয়ে। দয়াকরে জানাবেন।