ফ্রি তে ফ্যাক্স করুন পৃথিবীর যেকোনো প্রান্তে !!

বন্ধুরা সবাই বিজয় দিবসের শুভেচ্ছা নিন ! আজ একটি ছোট কিন্তু কাজের উপকারী টিউন করছি !

বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্ট পাঠাতে অনেক সময় আমাদের ফ্যাক্স করতে বলা হয় । তখন আমরা ফ্যাক্স মেশিন দিয়ে ফ্যাক্স করি । কিন্তু এই ফ্যাক্স করাটা একটু ঝামেলার ।কারণ আমাদের সবার বাসায় হয়ত ফ্যাক্স মেশিন নেই । অতএব, তখন আমাদের ফোন ফ্যাক্স এর দোকান খুঁজে বেড়াতে হয় । যাওবা পাওয়া যায় দেখা যায় যে চার্জ চাচ্ছে অনেক বেশি । কিছু বলার থাকে না তখন ।
এই সমসসা দূর করতে একটা ছোট সমাধান দেব ...আর এই সমাধান দিয়ে দ্রুত ফ্যাক্স করতে পারবেন পৃথিবীর যেকোনো প্রান্তে .....কোনো খরচ ছাড়া ..শুধু লাগবে ইন্টারনেট কানেকশন আর একটা কম্পিউটার !
1. প্রথমে এই ওয়েবসাইট এ যান Hellofax.com/googledrive. এবং লগ ইন করুন আপনার গুগল একাউন্ট দিয়ে (জিমেল ) একাউন্ট দিয়ে
2. লগ ইন করার পর ৫০ তা পেজ ফ্রি তে ফ্যাক্স করার সুবিধা পাবেন ।নিচের মত স্ক্রিন আসবে !
Fax_for_Free_HelloFax
3. এবার "সেন্ড ফ্যাক্স" এ ক্লিক করুন ।নিচের মত স্ক্রিন আসবে
Fax_for_Free_HelloFax_1
4. এবার যে ফাইল টি ফ্যাক্স করবেন সেটা আপলোড করুন ।আপলোড করতে পারবেন আপনার কম্পিউটার এর যে কোনো ড্রাইভ , গুগল ড্রাইভ,বাক্স ,ড্রপ বাক্স ছাড়া ও আরো কিছু ক্লাউড স্টোরেজ থেকে ।
5. এবার যেখানে সেন্ড করবেন সেই ফ্যাক্স নম্বর দিন এবং সেন্ড করুন !
নোট : এই ফ্রি একাউন্ট দিয়ে আপনি শুধু ফ্যাক্স সেন্ড করতে পারবেন কিন্তু রিসিভ করতে হবে ৭৭৯ উএস ডলার লাগবে ।
আসা করি এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই ফ্যাক্স  করতে পারবেন এখন। এ রকম আরো অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারী টিপস পাবেন আমার ব্লগ "Tech N Techie" তে । এখানে আমি টেকনোলজি বিষয়ক "টিপস এন্ড ট্রিকস" নিয়ে লিখি ।ইচ্ছে করলে আপনিও লিখতে পারবেন আমার ব্লগ এ ।
ইউ টিউব এ "Tech N Techie" টিপস এন্ড ট্রিকস  ভিডিও বর্ণনা দেখতে এখানে যান ""  ইউ টিউব চ্যানেল টেক এন টেকি ""

Level 0

আমি Himadri Saha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello, I am an Electronics and Telecommunication Engineer. I have completed my BSC from KIIT University,Orissa,India and completed my MSC in Telecommunication from East West University,Dhaka. I have also completed my second master degree in Wireless Communication from National Taipei University, Taiwan with scholarship. I write my own technology blog...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । কোন না কোন দিন কাজে লাগবে ।

apnakeo tune ti porar jonno dhonnobad!

Level 0

onek fine hoece erokom ekta tune kuschilam…………thanks

আপনাকে অনেক ধণ্যবাদ। অনেকদিন ধরে এমন একটি সাইট খুজিতেছি। আমার জন্য এটা ১০০% কাজ দেবে ।

Level 2

fax to korlam …ase na to 10 min hoya galo

Vai apnar free point chilo toh…also fax number tao check kore abar try korte paren….it’s free so r ekbar try korle somossa nai

Level 2

ami 2/3 bar korsi ,kono calli ase na …fax to dorer kohota. free pooint to ase.

apni amar fax number ta den …then ami apnake ekta fax pathiya check kore dekhi …