একটু অন্য ভাবে Download Speed বাড়ান

আমরা যে kbps এ Net Use করি তা পাহাড়ের মত উঠা-নামা করে বলে Download  করতে অনেক সময় লাগে। আপনি যে Speed এর-ই Net  Use করেন না কেন, তার সর্বোচ্চ ব্যবহার করতে নিচের ধাপ গুলো অনুসরন করুন>

1)  প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর ইচ্ছায় সব হয়, আমরা যা দেখছি তা উছিলা মাত্র।

2)  সব Aplication Close করুন (Task Manager>Processes, Lunch Bar সহ) এবং  CCleaner বা অন্য কোন Cleaner দিয়ে সকল Junk File পরিস্কার করুন।

3)  Internet Connect করুন এবং Download দিন (IDM দ্বারা)|

4)  যে কোন একটি High Power এর Games চালু করে ২/১ মিনিট খেলার পর  Ctrl+Shift+Esc দিয়ে Minimize করুন (Task Manager  টি কেটে দিন)|

5)  Computer Lock অবস্থায় রেখে সকল প্রকার কাজ থেকে বিরত রাখুন।

এই পদ্ধতিতে আমার অবস্থা দেখুন:-

( Teletalk  3G এর 1 mbps এ)

( Banglalink  এ)

Level 0

আমি Magichian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি ফন্ট সমস্যার জন্য কেন পড়া যাচ্ছেনা?

Level 0

vai ki likhsen pora to jay na…
porai jodi na gelo tahole tune kore lav ki ?
taratari thik koren…
🙂

ভাই আপনি তো দেখি আসকি দিয়ে লিখেছেন।কিছুই বোঝা যাচ্ছে না।তারাতারি এডিট করুন।

Level 0

ইউনিকোড দিয়ে না লিখলে পড়া যায় না কেন? কেহ কি যানেন? Help Please

আমি বেশ সুন্দর পড়তে পারছি ।

Level 0

কেউ কি ট্রাই করেছে….

Level 3

vai eita kmn system….download r sathe games r ki somporko?

ha ha ha

Level 0

এই স্পীড কত সেকেন্ড স্টে করে একটু বলবেন? যতদূর দেখেছি পিসির স্পীড সংক্রান্ত কারণে অনেক সময় হঠাৎ করে ডাউনলোড স্পীড কমে যায় এবং কিছুক্ষণ পরেই যে ব্যান্ডউইডথটুকু ডাউনলোডম্যানেজার পায়নি সেটা একবারে সে কয়েক সেকেন্ডে হাইস্পীডে পুষিয়ে দেয়। ব্যন্ডউইডথের ক্যাশ সংক্রান্ত জটিলতার জন্যই বোধহয় এমন টি হয়। আপনার প্রসেস টাও কি সেরকম কিছু………এভাবে ডাউনলোড স্পীড বাড়ানো গেলেতো ভালই হৈতো……

?

Level 0

কি আজব ব্যপার তাই না?আপনার বাংলালিঙ্কে মাত্র ৩টা সারভার চলছে তারপরেও স্পিড ৪৬.৯৫৮ আমি জিপিতে ৮টা সারভারেও ৩০ স্পিড পাই।

ফালতু কথা,এইভাবে স্পীড বারানো সম্ভব না।

ভাই আর কারো কাজ হয়েছে? আর আপ্নি কি বলতে পারবেন কেন এমন হয় মানে এভাবে স্পিড বারার কারন কি?

Level New

purai vua post.
Manus ato boka na.

ekdin ekta movie download disilam speed dakhi uthe na tai mone mone vablam j ektu games kheli r ai dik dia movie tao download houk…………tarpor kisu khon games khelar por dheklam 99 md download hoya gase……..erpor theke bujlm j ai kahini!!!!!!!!

ভাই আমি দেখতে পাচ্ছি। বিজয় ইউনি কোর্ড সেটাপ দেওয়া থাকলে ভালো দেখা যাবে। আমার আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি rakib.rana এর সাথে একমত। ফাইল ডাউনলোড করার সময় বাফারিং সংক্রান্ত কারনে এমনটি হয়। ডাউনলোড স্পীড আসলে এক ই থাকে। টিউনারকে বলছি, কোনো জিনিস সম্পর্কে ভাল করে না জেনে অপরকে শিখাতে যাবেন না।

Level 0

সবাইকে বলছি >

১) সবাই ১ নং ধাপ টা বাদ দিয়ে যাচ্ছেন।

২) ১০০% হবেই বলে কোন নিশ্চয়তা নেই, শুধু চেষ্টা করতে বলছি, তাতে দোষ কি !

৩) জিনিসটা মিরাকেল হলেও আমি কিন্তু Regular ব্যবহার করছি।

৪) Screen Short গুলো Windows 7 এর Snipping Tools দ্বারা নেয়া, যা ক্লিক করার পর কয়েক সেকেন্ড পর চালু হয়। আমি যদি Regular এরকম Speed না পেতাম তাহলে Screen Short গুলো নেয়া সম্ভব হত না।কারও হয়ত মাঝে মাঝে Speed লাফ দেয় বলে আমার কথা ভুয়া মনে হচ্ছে, পারলে ২/১ টা Screen Short নেয়ার চেস্টা করেন তাহলে বুঝবেন।

৫) অনেকে Network/Speed এর জন্য জানালা-দরজা খুলে রাখেন, কিন্তু এর কারনে আপনার Speed হয়ত উল্টো কমছে > যেমন আমার টা হয়।

৬) আমি GP+Banglalink+Teletalk 3G ৩টা তেই একই ফলাফল পেয়েছি, So……….

৭) Gp/Banglalink এর কম স্পিডেও অন্যান্য সকল কাজ করার পরও বিভিন্ন সাইট থেকে শুধু Song+Movie নামিয়েছি সারা মাসে ১৫-২০ GB।

৮) এত Load shading ও Speed সমস্যার মাঝেও সারা মাসে 1.5>2.0 GB সাইজের কয়েকটা Movie নামিয়েছি।

এ সবকিছু যদি আপনি ও পেতে চান তবে প্রথমে ১ নং ধাপ এর পর বাকি গুলো চেস্টা করুন। নিজে না পারলে Bad Comment করে অন্যকে বিভ্রান্ত করবেন না। কারন, আমি আমার আশেপাশের কয়েকজন Friend কে বলায় তারাও অনেক উপকার পেয়েছে।

Level 0

বিশাষে মিলায় বস্তু……… ভাই একটু জটিল জটিল লাগছে। প্লিজ youtube shot video বানায়া দেন।

Level 0

Ji Tuner vai……Please BEFORE ebong AFTER process dia ekta video banaya upload koren….ami bes koyekta pc-te try korchi, kaj korena.
Thnx

কাজ হয় না :-/

Faul tune Voya screenshot
1 no screenshot a 499-415=84MB download korta 249 KBps a 16 minute lagba kano. 16 minute a to 16*60*249=239040/1024=233.43 MB download hoyar kotha. Tar mane ati sthayi download speed noi.

2 no screenshot a aki obosta hishab kora dekhun. Poray voya tune.

ভাই 1MbPS লাইন এ মাত্র ২৪৯ kb/sec এটাতে অবাক হওয়ার কি হল, আরও ৩জি বলে কথা ।

Level 0

চেষ্টা করতে হবে………