অতিব সহজে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই হার্ডডিস্কের জায়গা বাঁচান।

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদেরকে একটি ছোট্ট টিপস দিব। এই টিপসটি হয়তো অনেকের জানা থাকতে পারে তবে সমস্যা কি, যারা জানেন তারা নতুন করে জেনে নিন আর য়ারা জানেন না তারা ট্রাই করে নিন। আসা রাখি এই টিউনটি আপনাদের কাজে লাগবে।

১। প্রথমে My Computer এর Toos থেকে “Folder Options” টি সিলেট করুন।
২। View থেকে “Show hidden files and folder” টি সিলেট করুন।
৩। “Hidden proteced operating system files” টি সিলেট করে Apply করুন।
৪। এখন আপনার হার্ডডিস্কের যে কোন ড্রাইভে ডুকে (যে ড্রাইবে করতে চান) “System Volume Information” ফোল্ডারটির ভিতরের সকল ফাইল ডিলিট করুন ( কিছু ফাইল নাও ডিলিট হতে পারে )।
৫। Properties করে দেখুন প্রচুর পরিমানে জায়গা আপনার হার্ডডিস্কে বেড়েছে।

_____________________________________

almas

ফ্রী টিউনঃ
আপনার মোবাইল ফোনের সিম কার্ড এবং ফোনের ডিলিট করা ডাটা পুঃউদ্ধার করতে এই সফটওয়্যারটি ডাউনলোড করুন। সাথে ব্যবহার বিধিও আছে।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

“ আলমাস”

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস আপডেট হইলো নাকি?

    আমার নকিয়া এন ৯৫ ওয়ান কিল্ক এ রিষ্টার্ট দেয়ার মত কিছু আছে নাকি?

    তাইতো মনে হচ্ছে, লোড নিতেও কম সময় লাগতেছে

    @ সম্য ভাই আপনার মোবাইলের পাওয়ার বোতাম আছে না। এইটা একটাই তো !! হা হা হা,,,,,,,,,,,

    অই মিয়া । নামের বানান ঠিক করো 😀 😀 😀

Level 0

ধন্যবাদ আলমাস।কাজে লাগবে।

    অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই। 😛

আলমাস তুমি আমার অনেক ছোট তাই তুমি করেই বললাম।দারুন টিউন করছো তোমার বয়স অনুযায়ী।আসা করি তুমি ভবিষ্যতে টপ টিউনারদের সারিতে নাম লিখাবে।আর গাইবান্ধাতে কিভাবে ইন্টারনেট ব্যবহার করছো আমাকে একটু মেইল করে জানাইও।

    অসংখ্য… অসংখ্য….. অসংখ্য…….. ধন্যবাদ আপনাকে। আমি চায়না মোবাইল Symphony D65 কে মডেম হিসাবে ব্যবহার করি এবং এতে আমি 5kb/s – 6kb/s পাই। ভাল থাকবেন এবং সুস্থ্য থাকবেন………. 😛

সত্যি অনেক ভালো লাগলো……আমারও বাবা দাদার বাড়ি গাইবান্ধা ,যদিও আমার বাবা মা এখন থাকেন দিনাজপুর এ, অমি ঢাকায়. গাইবান্ধা থেকে এমন ভালো একজন টিউনার পেয়ে সত্যি আমি খুব খুশি….তুমি আমার থেকে ছোট হবে তাই তুমি করে বললাম….চালিয়ে যাও…ধন্যবাদ…. আর আমারও প্রশ্ন গাইবান্ধায় কিভাবে নেট উসে করছ? গ্রামীন ফোন দিয়ে ?

    ধন্যবাদ ভাই। আমাদের দাদা এবং নানা বাড়ি ঢাকায়। এখানে থাকি আমার বাবার ব্যাবসা কেন্দ্র আছে বলে। আমি চায়না মোবাইল Symphony D65 কে মডেম হিসাবে ব্যবহার করি এবং এতে আমি 5kb/s – 6kb/s পাই। ভাল থাকবেন এবং সুস্থ্য থাকবেন………. 😛

Level 0

আলমাস , ধন্যবাদ try করে দেখব
তোমার টিউনের গোপন রহস্য কিকিকিকিকি

    ধন্যবাদ ভাই।
    আমার টিউনের রহস্য একটি অজানা টেকটিউনস……. 😛

Level 0

আলমাস , ধন্যবাদ try করে দেখব
তোমার টিউনের গোপন রহস্য কিকিকিকিকি?????????

    ধন্যবাদ ভাই।
    আমার টিউনের রহস্য একটি অজানা টেকটিউনস……. 😛

ভাল টিউন… ধন্যবাদ তোমাকে 🙂

    আপনাকেও ধন্যবাদ ভাই। 😛

খুব ভাল হয়েছে……

এটা করার আগে সিস্টেম রিষ্টোর বন্ধ করে রিস্টার্ট করলে সব ফাইল মুছা সম্ভব হবে।

    ধন্যবাদ কামরুল ভাই। 😛

তবে ১ টা জিনিস বলে রাখি , যে কোন operating system এ cashe memory বলে কিছু থাকে। এটাও তাই… & এটা delete করে দিলে আপনার কম্পিউটার অপেন করার সময় disk checking এ সময় নিবে। & আপনি যদি কম্পিউটার এর C drive এর “system volume information ” & “recyclr” delete করে দিন তবে আপনার উইন্ডোজ পরে অপেন হতে ত্রুটি দেখা দিবে…বলবে “NTLDR missing”….জার কারনে আপনাকে আবার windows setup দিতে হবে…thnx.