আরেকটু সহজ এবং দ্রুত করে নেই আমাদের অনলাইনের কাজগুলো

দ্রুত নেট সার্ফিং এর জন্যে প্রয়োজনীয় কিছু টিপস নিয়ে অনেকদিন আগে একটি টিউন করেছিলাম। সেখানে টিপসগুলো মূলত ছিল, কানেকশান স্লো হলেও কিভাবে সেই স্পীডের ষোল আনা উসুল করা যায়। কিন্তু কথা সেখানেই শেষ হয়ে যায়নি। আমাদেরই কিছু বন্ধু আছে যারা দ্রুত কানেকশান থাকা সত্বেও তাদের নেট ব্রাউজিং এর কোন অভিজ্ঞতাই গড়ে উঠেনি। প্রয়োজনীয় জিনিসের অভাবে তারা তাদের ব্রাউজিং কে দ্রুত করে কিছু সময় বাঁচিয়ে রাখতে পারছে না। আবার অনেকে আছেন যারা সেই জিনিসগুলো ঠিকঠাক মত জানেও না। তাদের জন্যেই আবার এই ধরনের টিপসিং টিউন লেখা। তাই আসুন আর কথা না বাড়িয়ে স্পিডি ব্রাউজিং এর জন্যে প্রয়োজনীয় কিছু টুলের সাথে পরিচিত হই -

বড় ডকুমেন্টকে এইচটিএমএল হিসিবে পড়ুন গুগলের সাহায্যে

আমরা সাধারনত পিডিএফ ফাইল পড়তে এ্যাক্রোব্যাট অথবা ফক্সিট রিডারই ব্যবহার করে থাকি। ধরুন ব্রাউজিং করছেন এবং সাথে কোন বড় ডকুমেন্ট (পিডিএফ) এ পড়ছেন। এতে কিছুক্ষন পর পর ব্রাউজার আর এ্যাক্রোব্যাটে সুইচ করাটা একটি ঝামেলার ব্যাপার। আবার অনলাইনে ব্রাউজারে পিডিএফ ফাইল পড়তে যাওয়াটা আরেক ভেজাল। অনেক সময় দেখা যায় যে ব্রাউজার হ্যাঙ করে বসে। তাই এই কাজটি আরো দ্রুত এবং সহজে করতে আমরা গুগলকে ব্যবহার করে দেখতে পারি।

google_convert.jpg

তাই আপনার যদি একটি গুগল ডক্স অথবা একটি জিমেইল এ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে আপনার বড় বড় ফাইল, প্রেজেন্টেশান এবং আপলোড করে রাখুন এবং প্রয়োজনের সময় সেগুলো তে এক্সেস করার পর "view as HTML" এ ক্লিক করে দ্রুত এ্যাক্সেস করুন অনলাইনেই। তবে টেকিদের মতে এই ফিচারটি নাকি ক্রোমে আরো দ্রুত কাজ করে। যদিও আমি নিজে এখনও মজিলা দিয়েই চালিয়েছি।

একটা ফুলপ্রুফ ব্রাউজারে বিশ্বাস করুন

foxsnowglobe.gif

ডানে বামে তাকানোর এত সময় নাই। আমাকে জিজ্ঞাসা করা হলে এক বাক্যে বলে দেব মজিলা ফায়ারফক্স ছাড়া কোন উপায় নাই। মজিলাকে যত তাড়াতাড়ি এ্যাডাপ্ট করে নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি আপনার ব্রাউজিংকে একটি স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যেতে সমর্থ হবেন।

একটি মাস্টার ডাউনলোড ম্যানেজার ব্যবহার করুন

আমাদের অনেকেই অনেকেই অনেক ধরনের ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে থাকি। একটি গুরুত্বপূর্ণ অনলাইন জব হল ডাউনলোডিং। তাই আমার মতে যে কোন ডাউনলোড ম্যানেজার ব্যবহার না করে আমি ব্যক্তিগতভাবে ডাউনলোড মহারাজ কে ব্যবহার করতে বলব।

স্টার্ট পেজ ব্যবহার

আমার খুবই পছন্দের একটি জব। কিছুদিন আগে আমি আমার বিস্তীর্ন নেটওয়ার্ক নিয়ে হিমশিম খাচ্ছিলাম। ম্যানেজ করতেই পারছিলাম না এত কিছু। একদিন এক বন্ধু আমাকে পরিচয় করিয়ে দিল স্টার্ট পেজ জিনিসটার সাথে। ব্যাপারটা এইরকম যে একটি প্ল্যাটফর্মে বড় বড় সাইটের আরএসএস ফিডকে সোয়াপ করে একই জায়গায় করে রাখা। তাই আপনি যে কোন সময় আপনার সেই প্ল্যাটফর্মে লগইন করে আপনার নেটওয়ার্কের সমস্ত জায়গার আপডেট জানতে পারবেন। বেঁচে যাবে আপনার অনেকগুলো সময়। আপনি চিন্তাও করতে পারবেন না যে স্টার্ট পেজ আপনার কতটা সময় সেফ করবে। আমার পছন্দ পেইজফেক্স। আপনারাও ব্যবহার করে দেখুন।

ব্রাউজারে ফ্ল্যাশ /  জাভা স্ক্রিপ্ট ডিজ্যাবল করে দেয়া

এর আগেও জখন আমি মজিলার এ্যাডঅন নিয়ে লিখেছি সেখানে প্রায় জায়গাতেই ফ্ল্যাশ এবং জাভা স্ক্রিপ্টকে ডিজ্যাবল করতে এ্যাডব্লক প্লাস এবং ফ্ল্যাশব্লক নামের দুটি এ্যাডঅনের কথা প্রায়ই বলেছি। এর মাধ্যমে সাইটের অপ্রোজনীয় ফ্ল্যাশকে বন্ধ করে আপনার দরকারী কাজ আরো কম সময়ে করে নিতে পারবেন।

একটি ভরসা করার মত অনলাইন স্টোরিং ব্যবহার করুন

এই সম্বন্ধে নতুন করে বলার মত কিছুই নাই। অনলাইন স্টোরিং যে কতটা মজার আর সুবিধার শুধু তারাই জানে যারা রেগুলার অনলাইন স্টোরিং সার্ভিসের সুবিধা নিয়ে চলেছে। তেমনি একটি তুমুল জনপ্রিয় অনলাইন স্টোরিং হচ্ছে ড্রপবক্স। ড্রপবক্স নিয়ে কিছুদিন আগেও লিখেছিলাম। মূল লেখাটি পড়তে এখানে ক্লিক করুন।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

OPERA is best for loading page quickly

আপনে একা বললে কি হবে? ……………… বাচ্চা বাচ্চা জানে কে বেষ্ট।

Saad  
Level 0

firefox best…
Saad
http://www.saadamin.co.nr

firefox is the best.i also like pale moon browser.
use kore dekhte paren.