ছবির সাইজ কমিয়ে নিন এমনি এমনিই

সাধারনত ডিজিটাল ক্যামেরায় তোলা ছবির সাইজ প্রায় জায়ান্ট হয় । যা আপলোড করার জন্য বেশ সময়সাপেক্ষ । আর বেশ জায়গা দখল করে । তাছাড়া মোবাইল ডিভাইস, পোর্টেবল ডিভাইসে দেখতেই অনেক সময় লাগে ।
বেশ কয়েকটা সফটওয়্যার আছে ছবি রিসাইজ করার জন্য । আজকে দেখাবো কিভাবে হাতের কাছের পড়ে থাকা অব্যাবহৃত জিনিস দিয়ে সহজে কাজটা করা যায় ।

 

 

 

উইন্ডোজ ডিফল্ট দিয়ে:


ছবির উপর ডান বাটন ক্লিক করে Edit এ ক্লিক করুন । এবার নিচের মত উইন্ডো আসবে ।
Painting software
এবার Resize টুল এ ক্লিক করে অথবা কিবোর্ড থেকে Ctrl+W চেপে ছবি রিসাইজ করার ডায়ালগ বক্স নিয়ে আসুন । এখান থেকে নিচের ছবির মত Pixels সিলেক্ট করে ইচ্ছে মত ছবির সাইজ বসিয়ে নিন আপনার প্রয়োজন মত ।
Resize dialogue box
এবার OK করে সেভ করুন । আপনার ছবির সাই দেখুন কমে গেছে । কোন রকম কালার ড্যামেজ না করেই ।

 

 

 

MS office টুল দিয়ে:


আপনার যদি মাইক্রোসফ্ট অফিস এর ২০০৩ বা এর পরবর্তি ভার্সন ইনষ্টল থাকে তবে আপনার জন্য এ পদ্ধতি । এ জন্য আপনার ছবির উপর রাইট ক্লিক করে ওপেন উইথ লিষ্ট থেকে Microsoft Office Picture Manager সিলেক্ট করুন । এবার আপনার ছবিটি Microsoft Office Picture Manager এর মাধ্যমে ওপেন হবে ।
Microsoft office picture manager tool
এখান থেকে Edit Picture অপশন থেকে রিসাইজ করতে পারবেন । ছবিকে প্রয়োজনমত প্রিক্সেল এ রিসাইজ করাও সম্ভব এখানে ।
আলাদা একটা সুবিধা হলো আপনি ফটোশপ ছাড়াই ছবির হালকা কালার এডিটিং, ব্রাইটনেস টিউনিং, ছবি ক্রপ ও করতে পারবেন । আর এর জন্য আপনাকে এক্সট্রা সফ্টওয়্যার ও ব্যাবহার করতে হচ্ছে না ।

 

 

 

Level 2

আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

A stupid learner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জেনে ভালো লাগলো…।

    Level 2

    এবার আপনিও শুরু করেন @সোহেল ভাই
    জানা তো আর কম হলো না ।

Level 0

কাজের টিপস। ধন্যবাদ।

    Level 2

    আপনাকেও ধন্যবাদ @kazi38
    কমেন্ট বিবেচনায় আমার সবচাইতে বাজে পোষ্ট টাতে কমেন্ট করার জন্য ।

Level 0

welcome sir. valo thakben.