অ্যান্ড্রয়েড এর জন্য আবার ফ্রী ইন্টারনেট লিমিট ছাড়া…(Root Needed)

এত দিন অ্যান্ড্রয়েড মোটামুটি সবাই ফ্রি ইন্টারনেট ব্যাবহার করেছেন pd-proxy দিয়ে। কিছুদিন আগে গ্রামীন ফোন থেকে pd-proxy দিয়ে যারা ফ্রী ইন্টারনেট ব্যাবহার করতে পারছেন না তাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন পদ্ধতি। এটি তে ব্যান্ডউইথ এর কোন লিমিট নেই।

(বিঃদ্রঃ ফ্রী ইন্টারনেট ব্যাবহার করতে হলে আপনার ডিভাইসটি রুট করা থাকতে হবে।)

ফ্রী ইন্টারনেট ব্যাবহার করার জন্য আপনার নতুন ইন্টারনেট সেটিংস লাগবে, এইজন্য আপনার অ্যান্ড্রয়েড এর সেটিংস এ যান। এবং নতুন  Access Point খুলুন।

নাম দিন  Name = Free 
APN = gpmms 
Proxy = 10.128.1.2  
Port = 8080  
এইবার save দিয়ে চলে আসুন।  এবং APN টি এক্টিভ করুন। এবার অন্য ধাপ সম্পন্ন করুন।

প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন

এবার ইন্সটল করে orbot অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। ওপেন হলে নিচের মত দেখতে পাবেন।

http://img803.imageshack.us/img803/9697/18545911.png

এবার উপরে দেখানো লাল চিহ্নিত জায়গায় ট্যাপ করুন, সেটিংস আসবে। সেটিংস আসার পর নিচে নামুন এবং Transparent proxying (Requires Root) মেনু এরTransparent Proxying [ ] এবং Tor Everything [ ] চেক বক্স এ চেক করুন ছবির মত।

http://img69.imageshack.us/img69/1838/89455274.png

এবার Outbound Network proxy মেনু তে যান।

http://img834.imageshack.us/img834/2121/98121185.png

এবং Outbound Proxy Type এ HTTPS দিন। Outbound Proxy Host এ 10.128.1.2 এবং  Outbound Proxy Port এ 8080 দিন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার ব্যাক করে মেইন উইন্ডো তে ফিরে আসুন।

মাঝ বরাবর যেই আইকন আছে তাতে কিছুক্ষন ট্যাপ করে ধরে রাখুন। আপনার কাছে রুট পারমিশন চাইলে পারমিশন দিন। এরপর দেখবেন হলুদ রঙ ধারন করেছে আইকন টি। একটু অপেক্ষা করুন। আইকনটি সবুজ হলে বুঝবেন আপনার নেটওয়ার্ক কানেক্টেড।

http://img577.imageshack.us/img577/3326/80988033.png

এবার উপভোগ করুন ফ্রী ইন্টারনেট। প্লে স্টোর, অপেরা এবং যেই সব অ্যাপ্লিকেশনে এবার ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন কোন লিমিট ছাড়া। তবে একটু স্লো।

সবচেয়ে মজার বিষয় হলো একবার কানেক্ট করলে আপনি মোবাইল বন্ধ না করা পর্যন্ত যত বার খুশি ডাটা ডিজেবল এবং এন্যাবল করতে পারবেন এবং বার বার কানেক্ট করার ঝামেলা নেই। সুধু মোবাইল বন্ধ করলে পুনরায় Orbot এক্টিভ করা লাগবে :)

বিস্তারিত জানতে ও কোন প্রশ্ন থাকলে এখানে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ।

Level 0

আমি soft-tuner। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai sundor tune korar jonno dhonnobad……..Kintu amar kono kaje lagbe na…Amar phone root kora nei………Unrooted phoner jonno kichu thakle share korun….

Level 0

Vai apnar kotha moto try korsi green o hoise but net to astesena

kaj kore na

Level 0

KAJ KORE NA VAI

Level 0

ধন্যবাদ ভাই,আপনার টিউনটি ভাল লেগেছে।

কিন্তু স্যামসাং গ্যালাক্সি ইয়ং এ apn যদি gpmms দেই তাহলে EDGE এর ইন্ডিকেটর ‘E’ বন্ধ হয়ে যায়।শুধুমাত্র এই একটি কারনে আমি অনেক ট্রিক্স ব্যবহার করতে পারিনি।
gp-mms ও দিয়ে দেখেছি ,ফলাফল শূন্য।

    Level 0

    @Mobstar: samsung ar sob set e same problem. amar o aki obosta.

    Level 0

    @Mobstar: @Mobstar: ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আমি সমাধান পেলেই আপনাকে রিপ্লাইতে জানাবো।

Level 0

আমার ফোন জিঞ্জারব্রেড এ চলে ( Walton Primo )। অনেক ঘাটাঘাটি করে এই ট্রিক্স বের করসি। অন্য কোন মোবাইলে টেস্ট করার সুযোগ হয় নি। যাদের GPMMS Tricks টি কাজ করে তারাই এই পদ্বতিতে ফ্রী নেট ব্যাবহার করতে পারার কথা।
****কেন এই ট্রিক্স ব্যবহার করবেন?
DroidVPN Tricks: ১০০ এমবি লিমিট। ডিসকানেক্ট প্রব্লেম। এই দুই দিন কানেক্ট হচ্ছে না (জানি না আপনাদের কি অবস্থা)।
পুরনো ট্রিক্সঃ শুধু অপেরা মোবাইলে ব্যবহার করতে পারবেন।
নতুন ট্রিক্সঃ সকল অ্যাপ ব্যবহার করতে পারবেন। অনলাইন SSL Proxy ব্রাউজার এর প্রয়োজন নেই। কোন লিমিটেশন নেই ( আমার কাজ করছে। স্ক্রীনশট এর যে অ্যাপটি দেখছেন সেটিও কিন্তু Playstore থেকে এই ট্রিক্স দিয়ে নামানো হয়েছে )।

*** আমি যথাসাধ্য চেষ্টা করছি যাতে আপনাদেরও কাজ করে।

ভাই নেট বারবার ডিস্কানেক্ট হইয়া যায়।

ভাই আপনি ঝধি পারেন Unrooted device er systemta den

ভাইয়া unrooted দরকার

@soft-tuner ধন্যবাদ ভাই,আপনার টিউনটি ভাল লেগেছে।
স্যামসাং গ্যালাক্সি ইয়ং এ apn যদি gpmms দেই তাহলে EDGE এর ইন্ডিকেটর ‘E’ বন্ধ হয়ে যায়।
gp-mms ও দিয়ে দেখেছি ,ফলাফল শূন্য।

Er somadhan ta bole deban please bhai upokar hobe.

    Level 0

    @sylhety-pula: ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আমি সমাধান পেলেই আপনাকে রিপ্লাইতে জানাবো।

    @sylhety-pula @sylhety-pula: আপনি প্রক্সি এবং পোর্ট এর ঘর খালি করে সুধু apn gpmms দিয়ে দেখবেন যে একই প্রব্লেম হয় কিনা।

Level 0

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ, droid vpn আমারটাও কাজ করে না। আপনার পদ্ধতিতে কাজ করে কিন্তু বারবার নেট ডিসকানেক্ট হয়ে যায়। প্রক্সি পরিবর্তন করে সমাধান করা যায় কি ????

    Level 0

    @faruk807: ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। নতুন ট্রিক্স বের না হওয়া পর্যন্ত এই সামান্য সমস্যা ভোগ করতে হবে। জিপি অপারেটর gpmms বারবার Disconnect করে দিচ্ছে।

আমি সনি এরিক্সন এক্সপেরিয়া মিনি প্র চালই
আপনার পদ্ধতিতে কাজ করে শুধু মাত্র বিভিন্ন ব্রাউজারে বাট সেটের ব্রাউজার,প্লে ষ্টোর ও অন্য কোন এ্যাপস্ সাপোর্ট করেনা অপেরা / ই্বউসি রবার নেট ডিসকানেক্ট হয়ে যায় ,

    Level 0

    @শাহ্‌নেওয়াজ শাকিল: ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আপনি একটু আবার চেষ্টা করে দেখুন। আমারতো প্লে-স্টোর কাজ করসে। আশা করি আপনারও হবে। একটু ঘাটাঘাটি করে দেখেন।

Level 2

খুব ভাল টিউন ! আমার কাজ হইসে !! মাঝে মাঝে connection drop করে , but its doesnt matter .Thanx soft tuner ..

    Level 0

    @cracker007: অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য।

Level 0

নতুন ট্রিক্স বের না হওয়া পর্যন্ত এই সামান্য সমস্যা ভোগ করতে হবে। জিপি অপারেটর gpmms বারবার Disconnect করে দিচ্ছে।

Level 2

আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি !! @
soft-tuner

Level 0

হুমম….কাজ করেছে। সিমে টাকা ছিলানা। :p

তবে আমার এটার দরকার হবেনা বললেই চলে, যেহেতু বারবার ডিসকানেক্ট হয়। মোবাইলে মিগ ছাড়া আর কিছু ব্যবহার হয়না।

Level 2

galaxy y এ Apn _ Run হচ্ছে না … সমাধান জানা আছে ?? 🙁

টিউনটি ভাল লেগেছে।
স্যামসাং HTC wfs এ apn
যদি gpmms দেই তাহলে EDGE এর
ইন্ডিকেটর ‘E’ বন্ধ হয়ে যায়।
gp-mms ও দিয়ে দেখেছি ,ফলাফল শূন্য।
Er somadhan ta bole deban please
bhai upokar hobe.

ভাই আমার একটু সমাধান দিবেন কি, আমার সেটের মডেল হচ্ছে সনি এরিক্সন এক্সপেরিয়া লাইভ উইথ ওয়াকম্যান WT19i এই সেটে চলবে কিনা, এর ভার্সন 4.0.4 আর চলতে হলে কি নেটের কোন প্যাকেজ লাগবে, লাগবে কোন প্যাকেজ করবো, না কি করবো প্লিজ একটু জানান?

vai unlockroot soft ti pc te kivabe download dibo bolben? ami installar soft run korle 72% download hoa off hoa jasse. bolse network error but net connection thik ase. ami w30 root korbo ti dorkar.pls help korben.

Level 0

@proshenjit kumar: @cracker007: আমিও Galaxy Y তে চেষ্টা করসিলাম দুইদিন আগে। কিন্তু কাজ হচ্ছে না।

@MOIN UDDIN ABIR: যে সকল মোবাইলে gpmms এপিএন দেয়ার পরেও “E” ইন্ডিকেটর চলে শুধু তাদের এই ট্রিক্স কাজ করবে।

Level 0

gpmms disconnect hoy bar bar…er kono solution ache ki??