আরো নিরাপত্তা দিন উইন্ডোজ কে

কম্পিউটারে অন্যের অনুপ্রবেশ ঠেকাতে আমরা উইন্ডোজে পাসওয়ার্ড দিয়ে থাকি। উইন্ডোজের এই ইউজার পাসওয়ার্ড সহজেই হ্যাক করা যায়। আবার সিস্টেম (বায়োস) পাসওয়ার্ড দিলেও ভাঙ্গা যায় সহজে। কিন্তু উইন্ডোজে যদি ইউজার পাসওয়ার্ড ছাড়াও আরেকটি পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত করা যায় তাহলে কেমন হয়! উইন্ডোজর চালু হবার পরে লগইন স্ক্রিন আসার আগেই একটি পাসওয়ার্ড সেট করা যায়। এটাকে স্টার্টাআপ পাসওয়ার্ড বলে।
স্টার্টাআপ পাসওয়ার্ড সেট করতে স্টার্ট>রানে (Windows+R চেপে) গিয়ে syskey লিখে এন্টার করুন, তাহলে Security the Windows Account Database ডায়ালগ বক্স আসবে। এখানে Encryption Enabled চেক রেখে Update বাটনে ক্লিক করুন তাহলে Startup Key ডায়ালগ বক্স আসবে। এবার Password Startup চেক করে স্টার্টআপ পাসওয়ার্ড দিয়ে Ok করুন। তাহলে পাসওয়ার্ড সেট হবে এবং নিশ্চিতকরন বার্তা আসবে।
এখন থেকে কম্পিউটার চালু করলে লগইন স্ক্রিন আসার আগেই স্টার্টআপ পাসওয়ার্ড ডায়ালগ বক্স আসবে। এখানে পাসওয়ার্ড না দিলে লগইন স্ক্রিন আসবে না। আর বিকল্প পথে উইন্ডোজে প্রবেশ করা যাবে না।
পাসওয়ার্ড মুছে ফেলতে হলে Security the Windows Account Database ডায়ালগ বক্স থেকে Update বাটনে ক্লিক করে কেনা পাসওয়ার্ড না লিখে Ok করুন। এবার পূর্বের পাসওয়ার্ড লিখে Ok করলেই হবে।

পূর্বে প্রকাশ: http://www.shamokaldarpon.com/?p=2103

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মেহেদি ভাই নাকি? কেমন আছেন? আনেক গুরুত্বপূর্ন জিনিস জানলাম আপনার মাধ্যমে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাই আমার একটা সফটওয়্যার লাগবে যা দ্বারা পেনড্রাইভ দিয়ে কম্পিউটার লক করা যায। তবে এমন সফটওয়্যার হতে হবে যা ইনষ্টল করা প্রয়োজন পরে না। অর্থ্যাৎ আমার পেনড্রাইভে থাকলে আমি তা যে কোন কম্পিউটারে লাগিয়ে সেটি লক করে ফেলতে পারব।

ধন্যবাদ আবারো। ভাল থাকবেন। সুস্থ্য থাকবেন।

copy paste করে ভাল করচেন।
এত দিন দেখতাম একজন টিউনার অন্য জনের জিনিস copy paste করে। কিন্তু আপনি আজ নিজের লেখা নিজে copy paste উজ্জল নজির স্তাপন করেছেন।
ধন্যবাদ আপ্নাকে।অনেক কিছু জানলাম।
copy paste=http://www.shamokaldarpon.com/?p=2103&utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+shamokaldarpon+%28%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2+%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A3%29

    @আহনাব,
    কপি-পেস্ট কাকে বলে কোন জ্ঞান আছে?
    বেকুব কোথাকার!!!!

    রনি পারভেজ ভাই, apni মনে হয় রাগ করছেন ! ( ভাই, copy paste কি জিনিস আমি বুঝি, মজা করচি ওনার সাথে ,আপনি সেই মজা না ধরতে পাইরা, এমন রাগ করছেন যে আমারে মার্কা-মারা কমেন্ট গিফট করচেন, ধন্যবাদ আপনাকে )
    মেহেদী আকরাম ভাইয়ের সাথে একটু মজা করলাম আরকি ! এটাকে উনি fun হিসেবে ধরে নিবেন বলে আমার বিশ্বাস। আর যদি না ধরে নেন, তাহলে আমি sorry.

    সমকালদরপন এ নতুন লেখা আসলে আমার ইমেইল ঠিকানায় send হয়। তারপর দেখলাম টেকটিউনেও একই জিনিস। তখন আমার মনে হইচে আমি কেও মনে হয় মেহেদি ভাই এর লেখা copy-paste করছে।তারপর দেখি একই মানুষ।

    তবে মেহেদি ভাইকে একটা কথা বলব যে আপনার এই টিপস আমার সত্তিকার অর্থে কাজে লেগেছে। ধন্যবাদ আপনাকে আমি দিলাম, যদি আগের কমেন্টে রাগ না করেন।

ধন্যবাদ।

ata korle computer ar kno khoti hbe na to

মেহেদী ভাই, আস-সালামু আলাইকুম। অসাধারন টিউন। কিন্তু ভাই অনেক দিন পর আপনাকে আজ আবার পেলাম। প্লিজ ভাই এভাবে আমাদের থেকে হারিয়ে যাবেন না। ভাইয়া ইদানি আপনাকে চ্যাটেও পাইনা। কারন কি কিছুইতো বুঝতে পারছি না। আর একটা সমস্যা ভাইয়া সমকাল দপনে ঢুকলেই ডিবাগ করার একটি ম্যাসেজ দেয়। ইয়েস করার পর কি করতে হবে তা বুঝিনা। আর নো করলে সাইটটি বন্দ হয়ে যায়। কি করি বলেন তো? আপনাকে সুন্দর টিউন করার জন্য ধন্যবাদ।