কিছু টিপস এবং কিছু ট্রিকস

ডেক্সটপ থেকে সরিয়ে দিন রিসাইকেল বিন

recycle-binআমরা নানা কারণে মাঝে মাঝে আমাদের বিভিন্ন ধরণের ফাইল বা ডকুমেন্ট ফেলে দেই। আর আমাদের সেই মুছে দেওয়া বিভিন্ন ধরণের ফাইল বা ডকুমেন্ট সাধারণত রিসাইকেল বিনে যেয়ে জমা হয়। আর রিসাইকেল বিন যেহেতু ডেক্সটপে থাকে সেহেতু প্রায়ই আমাদের প্রাইভেসি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। আর এ সমস্যা থেকে আমরা ইচ্ছা করলেই মুক্তি পেতে পারি এবং ডেক্সটপ থেকে খুব সহজেই রিসাইকেল বিনটি সরিয়ে দিতে পারি। আর এজন্য প্রথমে run এ গিয়ে gpedit.msc লিখতে হবে। তারপর বামের মেনু থেকে User Configuration>Administrative Templates>Desktop নির্বাচন করতে হবে। এবার ডান পাশে যে অপশনগুলো দেখা যাবে, তা থেকে Remove Recycle Bin icon from desktop এ ডাবল ক্লিক করতে হবে। এবার মেনু থেকে এনাবল করে বেরিয়ে আসতে হবে। তাহলে দেখা যাবে ডেক্সটপে আর রিসাইকেল বিন নেই।

পরির্বতন করুন উইন্ডোজের সুর

Musicউইন্ডোজ চালু ও বন্ধ হওয়ার সময় যে সুর শোনা যায় চাইলেই আমরা আমাদের ইচ্ছা মত তা পরির্বতন করে নিতে পারি। আর এর জন্য পছন্দের একটি *.wav ফাইল নির্বাচন করতে হবে যার আকার কোনো ভাবেই ১ মেগাবাইটের বেশী হওয়া যাবে না। আপনার প্রিয় সুরটি অন্য কোন ফরম্যাটে থাকলে তাকে *.wav এ কনভার্ট করে নিতে হবে। এবার পছন্দের সুরটি Windows XP Startup ও Windows XP Shutdown নামে সংরক্ষণ করতে হবে এবং এ ফাইল দুটি C:\Windows\Media–তে কপি অথবা পেস্ট করলেই তা উইন্ডোজের সুর হিসেবে শোনা যাবে।

পেনড্রাইভের জায়গা বাড়িয়ে নিন

pendriveসাধারণত পেনড্রাইভে ফাইল সংকোচন করে রাখা যায় না কারণ পেনড্রাইভ সাধারণত এফএটি, এফএটি৩২ ফাইল পদ্ধতিতে চলে । কিন্তু পেনড্রাইভকে এনটিএফএস ফাইল পদ্ধতিতে রূপান্তর করে খুব সহজে ফাইল সংকোচন করে পেনড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় করা যায়। আর এ জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Start/Run এ গিয়ে cmd লিখে কমান্ড খুলতে হবে এবং convert X:/FS:NTFS লিখে এন্টার করতে হবে। X-এর জায়গায় পেনড্রাইভ যে ড্রাইভে আছে সেই অক্ষরটি লিখতে হবে, যেমন L ড্রাইভে হলে L লিখতে হবে। এবার My Computer–এ গিয়ে পেনড্রাইভের আইকনে ডান ক্লিক করে Properties–এ যেয়ে এখান থেকে Compress Drive to Save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে OK করতে হবে। এবার Apply To Sub Folders and File অপশনে (যদি আসে) OK করে বের হয়ে আসতে হবে। এখন পেনড্রাইভে কোন কিছু কপি করে রাখলে খুব বেশী জায়গা নিবে না ফলে অনেক জায়গার সাশ্রয় হবে।

হার্ডড্রাইভ লুকিয়ে রাখুন

harddriveআমরা চাইলেই আমাদের হার্ডড্রাইভ লুকিয়ে রাখতে পারি। আর এ জন্য প্রথমে Start থেকে Run –এ গিয়ে gpedit.mscলিখতে হবে। তারপর বামদিকের বার থেকে Local Computer Policy-User Configuration-Administrative Templates-Windows components-Windows Explorer –এখান থেকে Hide these specified drives in my computer–এ দুই ক্লিক করতে হবে। Settings ট্যাব থেকে Enable নির্ধারণ করে Pick on of the following combinations বক্স থেকে যে ড্রাইভটি লুকাতে হবে তাকে সিলেক্ট করে Apply ok করতে হবে।

উইন্ডোজ এক্সপিতে আলাদা কোন ধরণের সফটওয়্যার ছাড়াই সিডি লিখার উপায়

cd

বিভিন্ন কারণে আমাদের মাঝে-মাঝেই সিডি লেখার (রাইট) খুব প্রয়োজন পড়ে। উইন্ডোজ ঘরানার অপারেটিং সিস্টেমে সিডি লেখার (রাইট) জন্য সাধারণত বিভিন্ন ধরণের সফটওয়্যার বাজারে পাওয়া যায়, যেগুলো টাকা দিয়ে কিনতে হয়। অবশ্য ইন্টারনেট থেকেও ফ্রীতেও এ কাজের জন্য ভাল কিছু সফটওয়্যার পাওয়া যায়। তবে ইচ্ছা করলেই এতো ঝামেলা না করে, এক্সপিতে আলাদা কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়াই যে সিডি লেখার ব্যবস্থা করা যায় তা অনেকেই হয়তো আমরা জানি না। এবং এ টিপসটি দিয়ে মোটামোটি কাজ চালিয়ে নেওয়া যাবে। এতে করে ঝামেলা অনেকখানি কমানোও সম্ভব হবে। এবার আসা যাক, কিভাবে তা করা সম্ভব সে ব্যাপারে। প্রথমে যে ফাইল বা তথ্যকে সিডিতে নেওয়া হবে, সেগুলো নির্বাচন করে মাউসের ডান বাটনে চাপুন। এবার Send To–এ ক্লিক করলে কয়েকটি অপশন দেখা যাবে, অপশনগুলো থেকে CD-RW Drive নির্বাচন করুন। তাহলে টাস্কবারে নোটিফিকেশন দেখা যাবে। এবার এ নোটিফিকেশনে ক্লিক করুন এবং এরপর যে নতুন উইন্ডো আসবে তার ডান পাশে নির্বাচন করা ফাইল বা ফোল্ডারগুলো দেখা যাবে। উইন্ডোর বাম পাশে CD Writing Task থেকে Write....files to CD–তে ক্লিক করুন। তাহলে সিডি রাইটিং উইজার্ড খুলবে। এখন CD name–এর ঘরে পছন্দের নাম বা তারিখ বসিয়ে Next–এ ক্লিক করুন, তাহলেই সব কাজ শেষ।

(সংগৃহীত)

Level 2

আমি ফাহিম আহ্‌মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ফাহিম আহ্‌মেদ। ভাল লাগে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে, গান শুনতে আর প্রচুর বই পড়তে। আমি মুক্ত মনের স্বাধীন মানুষ হতে চাই, চাই লেখার স্বাধীনতা। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্নের মাঝেই আমি বাস্তবতার খোঁজ করি। স্বপ্নের রঙ্গিন ভেলায় ভেসে, আমি সত্য জগতে পাড়ি জমাতে চাই। চাই স্বপ্নীল আলোতে নিজেকে উদ্ভাসিত করতে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো

একের ভিতর ৫। ধন্যবাদ

প্রশ্নঃ আপনি বলেছেন , “পেনড্রাইভে ফাইল সংকোচন করে রাখা যায় না”।
winrar দিয়ে কম্প্রেসস করে জিপ ফরমেটে রাখা যায়। তারপর তা pendrive এ ঢুকানো যায়। এই যদি হয় ঘটনা , তাইলে “ফাইল সংকোচন …..করে রাখা যায় না” বলতে কি বুঝাতে চেয়েছেন?
প্রশ্নঃ আপনি বলেছেন “এখন পেনড্রাইভে কোন কিছু কপি করে রাখলে খুব বেশী জায়গা নিবে না ফলে অনেক জায়গার সাশ্রয় হবে।”
NTFS format এ না হয় নিলাম, কিন্তু NTFS format এর কি এমন কেরামতি যে “কিছু কপি করে রাখলে খুব বেশী জায়গা নিবে না” ,
আমাদের হার্ডডিস্ক NTFS সিস্টেম এ চলে,হার্ডডিস্ক এ যতটুকু কপি করি ঠিক ততটুকু জায়গা নেই, তাহলে পেনড্রাইভ এর ক্ষেত্রে কেন ভিন্ন হিসাব
হবে?

প্রশ্নঃ আমরা যখন pendrive কিনি বা মেমরী কার্ড কিনি তখন এগুলা কেন FT/FT32 format এ থাকে?
প্রশ্নঃ NTFS এর যেহেতু এত গুনাগুন তাহলে NTFS ফরম্যাটে পেনড্রাইভ রাখলেইতো হয়। কিন্তু মেমরী কার্ড যদি NTFS ফরম্যাট এ নেই, তাহলে তা মোবাইলে ঠিক মত কি চলবে?
প্রশ্নঃ আর যদি না চলে তাহলে মেমরী কার্ডকে কিভাবে আবার FT/FT32 format এ রুপান্তরিত করব?
.
প্রশ্নঃ আমাদের হার্ডডিস্ক কেন NTFS সিস্টেম এ চলে আর মেমরী কার্ড কেন FT/FT32 সিস্টেম এ ?
.
…..(জানার কোন শেষ নাই, আপনার জানা থাকলে জানাইয়েন)

    ভাই, সত্যি কইলাম ঘাবড়াইয়া গেছি। আপনার এত এত প্রশ্ন শুইনা মাথা কেমন কেমন জানি করতাছে। সম্ভবত রাতে ঘুমও হইবো না……কি প্রশ্ন শুনাইলেন ভাই!

    Level 2

    onek khon banglai likhar chesta korlam partesi na…

    jai hok . apnake pura bapar ta bujhar age bujte hobe F32 ar NTFS file system kivabe kaj kore..
    hard disc jokhon format kora hoi tokhon tar smallest vagke cluster bole. seta F32 er khetre (default cluster size holo 16 kb) mane holo apni jodi F32 format system e kono kisu copy korte chan tahole tar smallest vag(computer default size allocation) hobe 16kb. dhorun apni F32 format e 4 kb er akta file copy korte chaitesen. sekhetre hard disc apnake disc allocation korbe 16kb. se khetre baki 12kb jaiga unused theke jaitese.eta kivabe bujben apni. apni apnar pendrive er je kono file er propertise funtion e gele dekhben duita option ase akta holo Size ar akta holo size on disc. dekhben size on disc er jaiga size er cheye besi.. mane holo apni je file copy korsen pendrive e seta holo actual size ar computer jeta apnake default hisabe diyese seta dekhabe size on disc option e.

    ebar asun NTFS er belai bapar ta ki hoi. NTFS er default allocation size hochse matro 4 kb. ba cluster size hoi 4kb. mane smallest size allocation hochse 4kb. ekhon apni jodi akta 4 kb er file copy koren NTFS format er kono pendrive e tahole dekhben computer apnake thik 4 kb jaiga allocate korbe. sekhetre apnar jaiga kom lagtese. F32 er khetre jekhane amar 12kb jaiga unused obosthai silo sekhane NTFS e kono unused jaiga thakse na. assa dhorun apni akta 5kb er file copy korte chaitesen sekhetre computer apnake space allocate korbe 8 kb. e khetre 3 kb jaiga unused theke jaitese. tarporo seta F32 er cheye onek kom.

    ai karone NTFS e format kora pendrive apni onek besi space use korte parben.

    akhon kar somoi e apni jokhon kono computer format korte chaiben tokhon apnar kase jigges e korbe na je apni F32 te korben naki NTFS e korben. eta default hisebe NTFS thake ekhon.
    NTFS er file system use korate onek shubidha ase.
    ar pendrive ba mamory card gula generally F32 syatem thake ai karone je, jehutu amara pendrive only kisu portable kajer jonno use kori sekhetre space allocation ta boro bapar hoye darai na.
    memory card F32 te thake kenona mobile ba camera te processing khomota kom thake. sekhetre camera ba mobile er jonno F32 system khub subidhajonok. system process korte kom somoi nei.
    tobe jara ai bapar ta bujhe tara ekhon sobai pendrive NTFS format e rakhe..

    সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্য ও vai
    asa kori apnar sob prosner answer peye gesen. asole onek technical term ase. segula arai a likhte hoyese… erporo jodi na bujhe thaken …tahole repley diyen chesta korbo bujhai dite…

    রাজ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যাপারটা এত……এত সুন্দর করে ব্যাখ্যা করার জন্য।

    রাজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ , এত কষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য।
    আমার প্রশ্নের কোন শেষ নেই। মেমরী card কে কিভাবে NTFS থেকে FT32 এ নিতে পারব?
    FT format কিভাবে কাজ করে ?

টিউনারকে আমি ধন্যবাদ জানাবো ওনার সুন্দর উপস্থাপনার জন্য।

টিউনার টিউনটির ভিতরে চেষ্টা করেছেন বাংলা সর্বোচ্চ ব্যবহার করার জন্য। যা আমাদের সবারই করার উচিত। (এজন্য বিশেষ ধন্যবাদ)

পেনড্রাইভ এ ফাইল রাখার ব্যাপারে আরো জানতে চাই”।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

টিউনারকে আমি ধন্যবাদ জানাবো ওনার সুন্দর উপস্থাপনার জন্য।

টিউনার টিউনটির ভিতরে চেষ্টা করেছেন বাংলা সর্বোচ্চ ব্যবহার করার জন্য। যা আমাদের সবারই করার উচিত। (এজন্য বিশেষ ধন্যবাদ)

পেনড্রাইভ এ ফাইল রাখার ব্যাপারে আরো জানতে চাই”।

* সিডি রাইট করা যায় কিন্তু সফটওয়্যার ছাড়া কি ভিডিও সিডি বা এমপি৩ রাইট করা য়ায়??????????????

    ভিডিও ও এমপি৩ রাইট করার জন্য অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করাই ভাল। এক্ষেত্রে এই কাজগুলো করার জন্য কিছু চমৎকার মুক্ত সফটওয়্যার পাওয়া যায়, যা আপনি ব্যবহার করে দেখতে পারেন।

ধন্যবাদ। একের ভিতর ৫।

ধন্যবাদ চমতকার টিউনের জন্য

সুন্দর টিউন ধন্যবাদ।

Level 0

প্রিয় বন্ধু, আপনার টিউন থেকে নতুন একটি শিক্ষা পেলাম.খুবই ভালো টিউন… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ….

আমি শুনেছিলাম pendrive NTFS formate করলে নাকি pendrive slow কাজ করে। এটা কি actullay ঠিক??