PENDRIVE এ তৈরী করুন START MENU PROGRAMME !!( সাথে প্রয়োজনীয় সব portable software)

স্বাগতম সবাইকে আজকের টিউিনিং পেজে । Start menu programme এর সাথে আমরা সবাই পরিচিত । কিন্তু আমি আজকে বলবো কিভাবে আপনি  আপনার pendrive এ কম্পিউটারের মত Start menu programme তৈরী করতে পারবেন ।

       হ্যা এখন আপনি ইচ্ছে করলেই আপনার pendrive এ তা করতে পারবেন । সাজিয়ে ও গুছিয়ে রাখতে পারবেন আপনার pendrive এ থাকা  সব ছবি,video,music,document কম্পিউটারের মত  pendrive এর Start menu folder এ । backup utility  &  another application তো থাকছেই । শুধু তাই নয় আপনি আর ও পাবেন আপনার pendrive এ অনেকগুলো প্রয়োজনীয় Portable software যেমন : web browser, e-mail client, office suite, calendar/scheduler, instant messaging client, antivirus, audio player, sudoku game, password manager, PDF reader and minesweeper game, ইত্যাদি ইত্যাদি ।এই software গুলো আপনি যখন খুশী তখন use করতে পারবেন । এমনকি উইন্ডোজ সেটাপের পরে  কোন software ইনস্টল ছাড়াও এই software গুলোর মাধ্যমে   আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারবেন instantlly।

    আর এই কাজগুলো করার জন্য দরকার হবে Download PortableApps.com Suite and Platform software যা আপনি এই লিংক  থেকে download করে install দিতে হবে ।  লিংকটি তে  গেলে এমন একটি page open হবে । এখান থেকে 2টি software download করতে হবে ।২টি Software ই কিন্তু portable ।

     

 

 

  

       প্রথমে দাগ করা ঘর থেকে platform software টি download করে ইনস্টল করুন  pendrive এ ।ইনস্টল করার সময় c drive এর জায়গায় আপনার pendrive টি select করে দিতে হবে । তাহলেই pendrive এ install হয়ে যাবে । install শেষে pendrive open করে দেখুন start menu folder গুলো তৈরী হয়ে গেছে আপনার pendrive এ । যাদের pendrive এ auto run off আছে তারা pendrive open করে start portable apps icon এ click করুন তাহলে দেখতে পাবেন এমন ছবি ।

                  

 

   এবার portable software গুলো পেতে suite lite অথবা suite standard যেকোন একটি download করে install করুন । ২টার মধ্যে same software শুধু suite standard  এ  office suite টি বাড়তি add করা হয়েছে ।আপনি নিজেই লক্ষ্য করলে বুজতে পারবেন । আর অবশ্যই   install করার সময় c drive এর জায়গায় আবার ও pendrive লোকেশনটি দেখিয়ে দিতে হবে । install শেষে আপনি পেয়ে যাবেন আপনার pendrive এ start menu programme এর সাথে প্রয়োজনীয় সব portable software গুলো ।  

                  

 

 

    আর enjoy করুন আপনার digital life  anytime, anywhere । আর হ্যা কাজগুলো করার পর আপনি দেখবেন মাএ সামান্য জায়গা দখল হয়েছে আপনার pendrive টির । আমার কাছে অনেক সুন্দর ও কাজের মনে হয়েছে ।তাই share করলাম । আপনাদের ভাল লাগলেই তবেই happy হবো ।কমেন্টের প্রত্যাশায় …………… । সবার জন্য শুভ কামনায় আল্লাহ হাফেজ ।

                             

Level New

আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউন। 🙂

Khub valo tune. Pendrive t dara onno sob kaz ki thik agar motoi kora jabe?

    অবশ্যই ঠিক আগের মতই সব কাজ করতে পারবেন। পাশাপাশি আগের থেকে ও অনেক পরিচ্ছন্ন থাকবে pendrive টি ।

মনে হইতাসে অনেক কাজের জিনিস।

Nice tune. Thanks. But sometimes antivirus programs doesnot allow this technic.

    এই টেকনিক এ anti virus properly কাজ করবে । তবে প্রথমে update করে নিতে হবে । ধন্যবাদ ।

ব্যতিক্রম টিউন, তা মানতে হবে।
কিন্তু ধন্যবাদ এখন দিতে পারছি না। কারন আমি ডাউনলোড করতে পারছি না।
আপনি এই লিঙ্ক এ যেতে বলেছেন portableapps.com/download । ওকে গেলাম। Platform software টা ডাউনলোড করতে গিয়ে শত সমস্যা।
Platform software ডাউনলোড করতে downloads.sourceforge.net/portableapps/PortableApps.com_Platform_Setup_1.6.exe
লিঙ্ক এ গেলাম ।তারপর আমাকে মেসেজ দেখান হল “Your PortableApps.com: Portable Software/USB download will start shortly…”

কিন্তু ৫ মিনিট অপেক্ষা করার পরও ডাউনলোড হয় না।তারপর direct ভাবে ডাউনলোড করার জন্য এই লিঙ্ক এ গেলাম downloads.sourceforge.net/project/portableapps/PortableApps.com%20Platform/PortableApps.com%20Platform%201.6/PortableApps.com_Platform_Setup_1.6.exe?use_mirror=nchc
। এরপর mozila firefox আমাকে মেসেজ দেখায় “The connection has timed out, The server at nchc.dl.sourceforge.net is taking too long to respond.”

ব্যতিক্রম ভাল টিউন 😀
ধন্যবাদ ।

ভালো টিউন……. ধন্যবাদ

খুব_ ভালো টিউন ……..আশা করি আগামীতে আরো ভালো টিউন পাব..ধন্যবাদ ।

    অবশ্যই চেষ্টা করবো । ধন্যবাদ ।

হুম্‌……ভালো টিউন, আপনাকে ধন্যবাদ।

Level 0

Styles Pen drive…..
Thanks…. keep up it….. 🙂

Level 0

ভাই কি লিংক দিলেন কাজ করে না । একটু চেক করেন তো ।

vhai ki link kaj kore na. Jodi keu paren taile mediafire a upload kore link den.

ok.

please give me mediafire link.

Thanks for your tune.

ভাই আপনি উপরের কমেন্ট গুলো পড়ে দেখুন । আশাকরি পেরে যাবেন ।

ভাই আপনার মিডিয়া ফায়ারেরর লিংক থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করছি কিন্তু কিছুতেই অন্য গুলো ডাউনলোড করতে পারছি না। দয়া করে মিডিয়া ফায়ারের লিংক দেন।

ধন্যবাদ।

ধন্যবাদ আপনার টিউনটির জন্য আশা করি ভবিৰতে আরো ভাল টিউন আপনার কাছ থেকে পাব।

good job…..bro….

ভালোই লাগল । ট্রাই করে দেখব ।