এক ক্লিকে অনেকগুলো Folder তৈরি

যারা কম্পিউটার দিয়ে বিভিন্ন ফাইল Memory Card/Pen Drive এ লোড দিয়ে থাকেন এ টিউনটি তাদের জন্য। আসুন দেখি।

শুরু করুন:

১. My Computer> Tools> Folder Options…> View> এখন নিচের দিকে দেখুন লেখা আছে যে Hide extensions for known file types. এখানকার টিক চিহ্ন টি তুলে দিন। এখন Apply করে Ok করে বেরিয়ে আসুন।

২. Desktop এ Mouse এর Right Button এ Click করে New থেকে Text Document নির্বাচন করুন।

৩. এবার নিচের লেখাটি কপি করে পেস্ট করুন।

md Image Video Music Tone Audio

৪. Save করে বেরিয়ে আসুন।

৫. এবার হলো আসল কাজ। Text Document টির নামের শেষে দেখবেন .txt লেখা আছে। সেখানে .txt এর পরিবর্তে .bat লিখুন। এরপর Yes করে বেরিয়ে আসুন।

 

 

 

৬. এইবার তৈরিকৃত File টা একবার Open করুন।

৭. দেখুন Magic! উপরের Image Video Music Audio এর জায়গায় আপনার মনমত যেকোন নাম দিতে পারেন একটির পর একটি যত খুশি তত। তবে md টা ঠিক রাখবেন।

নিজের জানা থেকে টিউনটা করলাম। টিউন কপি হলে বুঝবেন যে এটা অনিচ্ছাকৃত ভুল এবং তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ।

Facebook এ আমি Sandpiper Mehedee

 

 

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Cmd er trick. Valo post for newbies. Carry on.

Level 0

Thanks a lot, kub kajer post. go…

nice