আমার জিপি (Huawei) মডেমে এখন কল আসে-যায়। আপনারটাতে হয় কি?

মোবাইল কোম্পানিগুলোর প্রশংসা করার সুযোগ পাইনা বললেই চলে। আজ পেয়েছি। একটা মডেম কিনেছিলাম। জিপি মডেম (Huawei E303)। একবার ফোন দিলাম মডেমের সিমে। ফোন গেল। রিং ও হলো। সমস্যা হলো মডেমে শো করল না। এটাযে বাংলাদেশ! সব ক্ষেত্রে দুর্নীতি। ফোন দেবার সিস্টেম এরা বন্ধ করতে পারেনি। বন্ধ করেছে DashBoard এর অপশনগুলো। আর তাই ফোন দিলেও কল যে এলো তা শো করছে তা। বিজনেস আর কম দামে বাজারে ছাড়ার তাগিদে আমাদের মহান জিপি সেবকেরা এই সার্ভিসটি বন্ধ করে দিয়েছে। আর এজন্য জিনিসটা বেঢপ বেমানান দেখায় যেমনটা বেমানান দেখায় ইঞ্জিনচালিত রিকশাগুলো। প্রত্যেকটা জিনিসের একটা স্বাভাবিক গতি আছে। এর কমবেশি হলে সেটা বেমানান দেখায়। অথচ অন্যান্য দেশে Huawei ব্র্যান্ডের মডেমগুলোতে এই সমস্যাগুলো নেই।

কিন্তু আমি তো বসে থাকার পাত্র নই। এসব অসামঞ্জস্যতা আমার পছন্দ না। জীবনে আন্দোলন করেছি অনেক। স্কুলের দুর্নীতি নিয়ে উপর মহলে অভিযোগ থেকে শুরু হয়েছিল আমার অন্যায়ের প্রতিবাদ করা। যাকগে, সেসব অবসর সময়ে বলব। এবার কাজের কথায় আসি। কি যেন বলছিলাম? ও হ্যাঁ মডেম। এখন কিন্তু আমার মডেম থেকে ফোন দিয়ে কথা বলা যায়। ফোন আসলেও তা রিসিভ করা যায়। এমনকি SMS, MMS, Video Call, USSD এসব কিছুরই অপশন আছে। এই ট্রিকটা আমি E-Series এর মডেম গুলোর জন্য দিচ্ছি। আমারটার মডেল Huawei E303। আপনারা আপনাদের অন্যান্য মডেলেও চেষ্টা করতে পারেন। আসুন শুরু করি।

১. আপনার মডেমের IMEI No. টা খুজে বের করে Notepad এ লিখে রাখুন। এই নাম্বারটা আপনি আপনার মডেম কেনার কাগজে বা আপনার মডেমের গায়ে লেখা দেখতে পাবেন।

২. এবার নিচের লিংক দুটি থেকে Software দুটি Download করে নিন।

> Link 1 (Universal_MasterCode-540kb)

> Link 2(Customized Mobile Partner-23.2mb)

৩. এবার আপনার মডেমটা লাগান। My Computer থেকে আপনার মডেমের ড্রাইভ এলে ভিতরের সবকিছু কপি করে অন্য কোন ড্রাইভে রেখে দিন। মনে রাখবেন এই ব্যাকআপটা খুবই গুরুত্বপূর্ন। পারলে ডিস্ক করে রাখুন বা কোথাও upload করে রাখতে পারেন।

৪. এবার Universal MasterCode এটি ওপেন করুন। এখানে IMEI বক্সের লেখাটি মুছে আপনার মডেমের IMEI নাম্বারটি দিন। এবার Calculate এ ক্লিক করুন। কয়েক সেকেন্ড পর দেখবেন ডানপাশের Flash বক্সে একটা নাম্বার এসেছে। এটা আপনার Flash Code।

৫. এবার আপনার Customized Mobile Partner অর্থাৎ ২য় Download করা ফাইলটি ওপেন করুন। I accept দিয়ে অপেক্ষা করুন। একটু পর দেখবেন যে একটা Code চাচ্ছে। এখন আপনার বের করা সেই Flash Code টা প্রবেশ করান আর সামনের দিকে এগোন। কয়েক মিনিটের মধ্যেই দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে।

৬. এবার মডেমটা খুলে লাগিয়ে এবার চালান। আর সমস্যা হলে প্রথমে কপি করা ব্যাকআপ(ধাপ-৩) কপিটা ইনস্টল দিন। নতুন Dashboard দেখতে পাবেন। এখানে সবকিছু পাবেন। আর নতুন প্রফাইল তৈরির জন্য Tools> Options> Profile Management> New এ গিয়ে Static এর বক্সে gpinternet দিয়ে Apply> Ok করে বেরিয়ে আসুন।

সতর্কতা:

১। বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করুন। পারলে UPS ব্যবহার করুন। কারণ, বিদ্যুৎ চলে গেলে মডেমের ক্ষতিও হতে পারে। এটা কেবল দু মিনিটের জন্য।

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতে আবার নেট স্লো হবে নাতো/?

………………………………………..
আনলিমিটেড রিজিউম সাপোর্টসহ মুভি http://freedirectmoviezdownload.blogspot.com/

না। আমি ব্যবহার করছি তো। স্পিড তো ঠিকই পাচ্ছি। আর যদি স্লো মনে হয় তাহলে প্রথমে তো ব্যাকআপ করেই রাখতে বললাম।

ধাপ ৪ শেষ করে কি Universal MasterCode Close করে দিব ?
এর পর কি ধাপ ৫ এর জন্য আবার Universal MasterCode Open করব ?

হ্যা। ধাপ ৪ শেষ করে কি Universal MasterCode Close করে দেবেন। ৫ ধাপের জন্য ২য় Download করা ফাইলটা open করুন।

কিন্তু আমার তো Install করার সময় কোন Code চাইনি.. :/

    @বাপ্পী: তাহলে আগে থেকেই আপনার মডেমটা আনলক করা ছিল। কাজ হয়েছে তো?

না, Call আসে ও না যায় ও না।

আপনার মডেমের মডেল কত?

Huawei EG163G

আপনি আবার চেষ্টা করতে পারেন। না হলে বুঝবেন যে আপনার মডেলে এটা সাপোর্ট করবে না।

ভাই আমার হচ্ছে Mobi data EDGE modem এই modem এ কি কল করা যাবে ।

Level 0

ভাই আমার মডেমের orginal software টা automatic মুছে গেছে। warrenty নাই কি করব help me…
pc তে লাগালে হাডওয়্যার পায় but software পায় না।

    @AB: vai apner modem ta ekhn chande pathano lagbe… gese modem chonge… R a vai kan khali khali risk nilen… ei trick unar modem a kaz korsay so apnar moidem er modeleo kaz korbe ei guarantee k disey? Ete Tuner er kno dos nai… oita rastar drain a fele den 😛

      @wp.engineer2: ভাই সবাইকে ভয় দেখায়েন না তো। এটা কিছুই না। আমারটা আমি নিজেই করে টেনশনে পড়ে গিয়েছিলাম। পড়ে ঠিক হয়ে গেছে।

vi ager obosthay fire jabo kivave..help

    @অপু দি গ্রেট: gese apner MODEM chonge.. 😛

    @অপু দি গ্রেট: দুঃখিত ভাই। আগের অপশনে যেতে পারবেন না। আপনার বোঝা উচিত ছিল যে Dashboard চেঞ্জ মানে পুরো মডেম চেঞ্জ। এজন্য ৩ নং ধাপটা আগেই করে রাখতে বলেছিলাম যাতে পরে সমস্যায় পড়লে আগের সফটওয়ারটি ইন্সটল দিতে পারেন।

@AB: ভাই। টেনশনের কারণ নাই। এটা আমারটাতেও পেত না। আর আমি টিউনে ৩ নম্বর ধাপ টা অনুসরন করতে বলেছিলাম। ব্যাকআপ থেকে সফটওয়ারটি আবার Install দিন। অর্থাৎ একসাথে এ দুটোই ইন্সটল করে রাখুন। হবে ইনশাল্লাহ।

সবাইকে আবারও বলে রাখি। কাজ না হলে টেনশন করবেন না। ৩ নং ধাপের ব্যাকআপ কপিটি Install দিন এবং সেটা দিয়ে আগে Connect করুন। তারপর প্রফাইল তৈরি করে এটাতে চালান। কাজ হবে ইনশাল্লাহ।

vi amar network ase na..help

    @অপু দি গ্রেট: ভাই আগের Software টা Install দিয়ে কানেক্ট দিন। পরে নতুনটা দিয়ে Profile করে কানেক্ট দিন। ঠিকই পাবে। ধন্যবাদ।

Level 0

vai আমি gp modem model mf 100 ব্যাবহার করি ।আই tips টা দিয়া আমার কাজ হয় নাই । প্লিজ কোন উপায় থাক্ল জানাবেন