সংবাদের Headline এর মত, লেখা(Text) যাবে নিচ দিয়ে।

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

খবরে দেখেন না? নিচ দিয়ে শিরোনাম যায়। ডান দিক থেকে বা দিক। আর Emergency হলে তো আরও Speed-এ। জানি অনেকেই খুঁজেছেন। কিন্তু পান নি। সফটওয়্যারটা অনেক আগেই দেবার ইচ্ছা ছিল সবাইকে। কিন্তু আমার পিসিটা ফরম্যাট দিতে হয়েছিল বলে দিতে পারিনি। তবে চিন্তার কারণ নেই। আবার এনেছি। এখন এটা আপনার পিসিতেও যাবে। তাহলে দেরি কেন? আসুন দ্রুত এই 555kb-এর সফটওয়্যারটা Download (Text Ticker) করে ফেলা যাক।খুবসংক্ষেপেই হয়ে গেল, না? যাকগে আরও কিছু লিখতে পারতাম। আজ না। অন্য দিন। কেমন লাগলো Please জানাবেন। জানাবেন কিন্তু। কারণ, আপনারা কমেন্ট করলে আমি উৎসাহ পাই।

বি:দ্র: জানি হাতের লেখা খারাপ। একটু কষ্ট করে পড়ে নেবেন।

ফেসবুকে আমি: Sandpiper Mehedee

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Good. But full version hole aro valo hoto.

    @Tech follower: Full Version পেলে অবশ্যই জানাবো। তবে Trial Version এ প্রয়োজনীয় সবকিছু আছে। তেমন কোন সীমাবদ্ধতা নেই। ধন্যবাদ।

ধন্যবাদ

কিন্তু এইটা দিয়া অনলাইন নিউজ আপডেট কিভাবে পাওয়া জায়??

    @Sheikh Miraj: অনলাইন নিউজ আপডেটের জন্য এ ধরনের প্রচুর সফটওয়্যার আছে যা শুধুমাত্র বিদেশি সংবাদমাধ্যমগুলোর জন্য। বাংলা এ ধরনের সফটওয়্যার আমি এখনো দেখিনি। পেলে অবশ্যই জানাব। ধন্যবাদ।

মজা পাইলাম।

উপরের উত্তরগুল পেলে ভাল হত ।

    @নীল ঘুড়ি: ট্রায়াল ভার্সন হলেও এটা দিয়ে আপনি প্রায় সবকিছুই তো করতে পারছেন। তারপরও ফুল ভার্সন পেলে জানাব।

আপনার পোষ্টটা খুব সুন্দর কিন্তু ট্রাইল ভার্সনের জন্য কিছুটা মর্মাহত হলাম তবুও খুশি নেক্সটাইম ফুল ভার্সন দেওয়ার চেষ্টা করবেন প্লিস।।।

Level 0

মনে মনে অনেকদিন থেকেই খুজতেছিলাম । শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ ।

Level 0

অনেক ধন্যবাদ।

Level 0

ভাই ৭ এর জন্য বার্নার সফট কি ভাল? নিরো সেটআপ দিলাম কিন্তু কাজ হচ্ছে না। পারলে জানাবেন।

    @skytipsbd: ভার্সন টা যে কত? তবে Nero 8.Micro.8.1.1.4 হলে তো Problem হবার কথা না।

Level 0

vai download dissi_ nero 9 (198MB), সবাই দোয়া করবেন।

    @skytipsbd: হা হা হা। খুব হাসি পেল। দোয়া রইল।

“জানি হাতের লেখা খারাপ। একটু কষ্ট করে পড়ে নেবেন।” এ কথার অর্থ কি?

    @মোল্লা আনিসুজ জামান।: আঙ্কেল, ওটা জাস্ট মজা করার জন্য। হা হা হা। ধন্যবাদ।

ভাই, বাংলা লেখা সাপোর্ট করবে কিনা

    @মোল্লা আনিসুজ জামান।: বিজয় দিয়ে লিখলে সাপোর্ট করবেই। আর ইউনিকোডে সাপোর্ট নাও করতে পারে। তবে i-complex ইন্সটল করা থাকলে সাপোর্ট করতে পারে। ট্রাই করুন।

Level 0

তোমার তুলা হয়না ধুত্তরি তুলনা হয়না

ভাই নিজের মত করে তো লিখতে পারছিনা। লিখবো কিভাবে বা কথায় লিখবো??

    @kamrulbhuiyan: বিজয় দিয়ে MS Word এ লিখে Text Doucument এ Paste করে সেভ করুন। পরে Software টিতে ফন্ট চেঞ্জ করে দিন যে কোন বাংলা ফন্টে(SuttoniMJ বা অন্য কোন।

প্যাঁচাল মার্কা বকবক না করে সংক্ষেপে টিউন করার জন্য ধন্যবাদ।আশা করি সবসময় এমনভাবেই টিউন করবেন।

স্কিনশট যেইভাবে আছে……বাংলা না হোক ইংরেজি তো ঠিক মত আসেনা…কোন কোন ফাইল সাপোর্ট করবে আসলেই বুঝতে পারছিনা

    @Robin Pothik: Text File, HTML সব ফাইলই সাপোর্ট করবে।

http://www.mediafire.com/download/19b6561ml52dt5d/desktoptickersetup.rar

এই টা ইউজ করে দেখেন। আমি বাংলাতেও ইউজ করছি। বাংলাদেশী খবর ও লাগাতে পারবেন… শুধুমাত্র ইউ আর এল ব্যবহার করে খবরের জন্য এই সফট টা।

    @রাকিব: এটাতেও আপনি url বসাতে পারবেন। তবে আপনারটা কেন জানি আমারটাতে Error দেখালো। যাক গে ধন্যবাদ।

ami uge notepad a likhe then save korechii…then load file > amr lekha text ta select korechi.. amr lekhata clear dekhacche… trail version koidiner jonno kheyal korlamnatooooo????????

    @SHAHREAR RAHMAN: শাহরিয়ার ভাই, এটা ৩০ দিনেল ট্রায়াল। ফুল পেলে জানাব।

Level 0

KHUB SUNDHOR HOICA,THOBA FULL VERSON HOLA ARO KHUB VALO HOTHO.THANK YOU.

Level 0

ভাই আমার কাছে ফ্রন্ট সাপোর্ট করতেছে না। Calibri (Body),siyam rupali O bijoy fronT দিয়া লিখছি। এলোমেলো ফ্রন্ট আসতেছে । আমি Laptob Win-7 O pc sp-3 Ms Offoice-2007 e অনেক চেষ্টা করলাম কোন কাজ হচ্ছে না। কোন উপায় থাকলে জানাবেন

    @onamika: অনামিকা ভাই, আপনি MS Word এ বিজয় দিয়ে লিখে সেটা কপি করে কোন Text Document এ সেভ করুন যদিও তাতে এলোমেলো লেখা দেখা যাবে। এরপর সফটওয়্যারটাতে Font এ গিয়ে বিজয়ের কোন ফন্ট সিলেক্ট করুন আর Load ফাইল থেকে Text Document টা দেখিয়ে দিন। ব্যাস। ধন্যবাদ।

win7 e ki support kare?

    @avijitsarkar: আমি করে দেখিনি তবে করতে পারে। ট্রাই ইট।

দারুণ লাগল, উৎসাহিত করি আরও নতুন সফটওয়ারের খবর দেয়ার জন্য।

thank’s!!!

বাংলাতে লেখা যাচ্ছেনা৤ কিভাবে দয়াকরে বলবেন৤