বিনামুল্যে ব্যবহার করুন Avast ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস ।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

(যারা পাইরেটেড উইনডোজ ব্যবহার করেন তারা দয়া করে আমার নাম বা ছবি দেখে দৌড়ে পালাবেননা ।)
আমরা অনেকেই Avast Free অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি কিন্তু Avast ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাসটিতে এমন কিছু ফিচার আছে যা Free অ্যান্টিভাইরাসে নেই যেমন Firewall, site blocking, script shield, process visualization, command line scanner, anti-spam filter,password protection ইত্যাদি ইত্যাদি।মোট কথা যারা অন্তত ১ দিনের জন্য হলেও ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করেছেন তারা কিছুতেই ফ্রি অ্যান্টিভাইরাসে সন্তুষ্ট হতে পারবেননা । Avast ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাসটি ফ্রি নয় এর ট্রায়াল ভা্রসনের মেয়াদ ৩০ দিন এবং ৩ বছরের জন্য লাইসেনস এর মুল্য ৫৯ ডলার ( আগে ছিল ১১৪ ডলার) ।

৫৯ ডলার খরচ করে লাইসেনস পাওয়া যায় ৩ বছরের জন্য আর নিচের লিংকের ক্রাকটি ব্যবহার করে মেয়াদ পাবেন ৫ বছর (২০১৫ সাল)।
তাছাড়া এতে লাইসেনস কি খোজার ঝামেলা নেই ।

Avast ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাসটির ট্রায়াল ভা্রসন ডাউনলোড করুন এই লিংকে

ক্রাকটি ডাউনলোড করুন এখানে

সেটাপ দেয়ার আগে বা ক্রাক করার আগে অবশ্যই readme.txt ফাইলটি পরে নিবেন ।এতে অনাকাংখিত ঝামেলা হবেনা ।

এই অধমের লেখা পড়ে আপনার মুল্যবান সময় ব্যয় করার জন্য ধন্যবাদ ।

Level 0

আমি ashik734। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার টিউনটি ভাল এই জন্য আপনাকে ধন্যবাদ,কিন্তু একটা প্রতিবাদ না করে পারছিনা আপনি লিখেছেন………,

(কিন্তু বাংগালিরা কখনো সফটওয়ারের জন্য পয়সা খরচ করেনা তাও আবার ডলার impossible.)

এটা কি ঠিক?আপনি কয় জন বাংগালিকে চেনেন?হাজারো বাংগালি আপনি পাবেন যারা পয়সা খরচ করে এন্টিভাইরাস কিনে ব্যাবহার করে তাই গড়ে কোনো নেতিবাচক মন্তব্য না করলেই মনে হয় ভাল হয়,তাই অনুরোধ করবো এই মন্তব্যটা ডিলেট করে টিউন খানা আপডেট করুন।সামনে আরো ভাল ও উন্নত মানের টিউন আশা করছি শুভকামনা রইল আপনার প্রতি।

    আতাউর রহমান ভাই ,আপনি সৌদি আরবে অবস্থান করেও বাংলাদেশকে এত ভালোবাসেন সে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

    ভাই বিদেশ থাকি বলেতো প্রানটা আরো বেশী কাঁদে দেশের জন্য।নিজের দেশ নিজের দেশই এটার কোনো তুলনা হয়না।

সহমত আতাউর ভাই

মন্তব্যটি স্রেফ মজা করে করেছিলাম এজন্য আমি আন্তরিক ভাবে দু :খ প্রকাশ করছি । আমি নিজেও কিন্তু বাংগালি Bill Gates নই ।

ধন্যবাদ ভুল স্বীকার করার জন্য

Level 0

ha ha ha…………………………

(যারা পাইরেটেড উইনডোজ ব্যবহার করেন তারা দয়া করে আমার নাম বা ছবি দেখে দৌড়ে পালাবেন না ।)

আমিতো তেমন দূরে পালাইনি শুধু আপনার টিউন থেকে পালাচ্ছি।সাথে মাত্র avast(মনে মনে পাইরেটেড) টা নিচ্ছি।

thank’s a lot.for ur nice tune

Level 0

Well come Bill Gates (Genuine)

Thanks for your usefull tune
http://tech2bd.blogspot.com

স্বাগতম টেকটিউন্সে আর ধন্যবাদ টিউনের জন্য।

ধন্যবাদ।

ভাইজানেরা ক্রাকটি কাজ করল কি করলনা কেউ কিন্তু বলেননি ।

ভাই update licence file থাকলে দেন । জুন ২০১৩ এর পরের টা । plz. আমার update টা নেয়া বন্ধ করছে !!!

Level 0

vai link ta aktu update kore den plj

Level 0

সেটাপ দেয়ার আগে বা ক্রাক করার আগে অবশ্যই readme.txt ফাইলটি পরে নিবেন ।এতে অনাকাংখিত ঝামেলা হবেনা ।
readme.txt ফাইল tir kono hodis pelamna?