একটি মাউস এবং কীবোর্ডের সাহায্যে অনেকগুলো কম্পিউটার চালান!

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

আমরা অনেকেই শুনেছি একই সাথে অনেকগুলো কম্পিউটার ব্যবহার করা যায়। অনেকেই করেনও, ফলে তাদের টেবিলে জায়গা নিয়ে বেশ টানাটানিতে পড়ে যেতে হয়। কারণ কীবোর্ড, মাউস রেখে টেবিলে স্থান সঙ্কুলান করে ওঠা আসলেই বেশ ঝামেলাপূর্ণ একটি ব্যাপার।

আপনার এইসমস্যা সমাধানের জন্য আজ পরিচয় করিয়ে দেবো  Mouse Without Borders!! নামক মাইক্রোসফটের একটি গ্যারেজ প্রজেক্টের সাথে।

আসুন জেনে নেওয়া যাক। এই সফটওয়্যারটি সর্বচ্চ চারটি কম্পিউটারকে ল্যান কার্ড অথবা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত করতে পারবে। যখন কম্পিউটারগুলো যুক্ত হয়ে যাবে তখন আপনি একটি মাউস দিয়েই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এর মাধ্যমে ফাইল আদান প্রদান, কপি পেস্ট করতে পারবেন। একটি কীবোর্ড দিয়েই যখন তখন যেকোনো কম্পিউটারে টাইপ করা সহ অন্যান্য কাজ করতে পারবেন। আসুন, দেখা যাক কীভাবে এটি কাজ করে!

সবার প্রথমেই  Mouse Without Borders সফটি ডাউনলোড করুন, ডাউনলোড শেষ হলে ক্লিক করে যে উইন্ডো আসবে সেখানে Accept and Install সিলেক্ট করে ইন্সটল করে ফেলুন।
এরপর এই সফটওয়্যারটি বাকী কম্পিউটারগুলোতেও ইন্সটল দিয়ে ফেলুন। যখন ইন্সটল শেষ হয়ে যাবে তখন সফটওয়্যারটি আপনাকে আপনারঅন্য কম্পিউটারে সংযোগ নেয়ার জন্য সংকেত দেবে। অতঃপর ণবং ক্লিক করুন, এরপর আপনাকে একটি কোড দেয়া হবে যেটা অন্যকম্পিউটারের সফটওয়্যারে প্রবেশ করাতে হবে।

কোডটি প্রবেশ করান এবং কানেকশন চালু করুন। এবার মাউসটি নাড়ান, দেখবেন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সহজেই চলে যাচ্ছেন!আগেই বলেছি, আপনি সহজেই কপি পেস্ট, ফাইল আনা নেয়া করতে পারবেন। এবার একটি টেস্ট করেই দেখুন!

এভাবে বাকী কম্পিউটারগুলোও একে অপরের সাথে সংযোগ ঘটিয়ে ফেলুন।

বিঃদ্রঃ আপনি যে পিসিতে সফটটি ইন্সটল করছেন সে পিসিতেই মাউস এবং কীবোর্ড ব্যবহার করবেন, বাকী পিসিগুলোর মাউস, কীবোর্ড নাথাকলেও চলবে।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অনেক ধন্যবাদ গেমওয়ালা ভাই

Level 0

1. বিঃদ্রঃ আপনি যে পিসিতে সফটটি ইন্সটল করছেন সে পিসিতেই মাউস এবং কীবোর্ড ব্যবহার করবেন, বাকী পিসিগুলোর মাউস, কীবোর্ড নাথাকলেও চলবে।
2. সিলেক্ট করে ইন্সটল করে ফেলুন।এরপর এই সফটওয়্যারটি বাকী কম্পিউটারগুলোতেও ইন্সটল দিয়ে ফেলুন।
vai amar questions:-
1. Sob PC tei ki install korte hobe?
2. naki sudu j PC te mouse r keyboard takbe setate?

Level 0

Many many thanks for this helpful tune.

Level 0

Dear bro
I am looking for GTA vice city 5. Pls share me the download link if U have.
Also inform me the configuration of the game if possible.
Thanks…

    @newboy: GTA VICE CITY ektai. er 1,2,3,4,5

    আপনি মনে হয় জিটিএ ৫ এর কথা বলছেন ভাই। গেমটির সামনের বছরে মুক্তি পাবে।