আর্কাইভ ফাইল (ZIP, RAR) ড্রাইভ হিসেবে মাউন্ট করা – ডিস্ক স্পেস বাঁচানো এবং ফাইল নিরাপদে রাখা

ব্যাকআপ-এ থাকা বড় সাইজের ফাইল-ফোল্ডার গুলো অনেক ক্ষেত্রে High Compression মুডে আর্কাইভ করে রাখলে জায়গা সেভ করার পাশাপাশি ফাইলগুলো নিরাপদে (ভাইরাসের হাত থেকে) এবং গোপনীয়তা বজায় রেখে (পাসওয়ার্ড সেট করে) রাখা যায়। কিন্তু অনেকগুলো ফাইল সম্বলিত বড় সাইজের একটা ফোল্ডার যখন আর্কাইভ করা হবে তখন আর্কাইভের ভেতরে থাকা ফাইলগুলো আবার প্রয়োজনে ওপেন করতে গেলে ডিকমপ্রেস / এক্সট্রাক্ট করে নিতে হয়, যাতে আবার ডিস্ক স্পেস লাগে এবং সাথে সময়ও।

আর্কাইভের ভেতরে থাকা নির্দিষ্ট কোন ফাইল ওপেন করতে ডাবল ক্লিক করলে সেটা আগে সিস্টেম ড্রাইভের টেম্পোরারি ফোল্ডারে এক্সট্রাক্ট হয়ে তারপর ওপেন হয়; কোন আর্কাইভের ভেতরে থাকা ফাইলগুলোর মধ্যে ফটো, অডিও বা ভিডিও ফাইল ওপেন করার কমান্ড দেয়া হলে শুধু নির্দিষ্ট একটা ফাইলই টেম্পোরারি ফোল্ডারটিতে এক্সট্রাক্ট হয়ে ওপেন হয়, কিন্তু আর্কাইভের ভেতর যদি কোন সফটওয়্যার এর ইন্সটলেশন ফাইল থাকে তবে ওই সেটআপ রান করার কমান্ড দিলে আর্কাইভের ভেতরে থাকা সব ফাইল এক্সট্রাক্ট হয়ে তারপর সেটআপ রান হবে।

কিছু ভাইরাস আছে যেগুলো সিস্টেমে এ্যাটাক করলে পুরো হার্ডড্রাইভে থাকা এক্সিকিউটেবল ফাইল, সফটওয়্যার সেটআপ, ডিএলএল ইত্যাদি ফাইল ইনফেক্টেড করে রাখে, পরবর্তীতে ওই ফাইলগুলো কোন সুস্থ পিসিতে রান করলে বা অপারেটিং সিস্টেম নতুন করে ইন্সটল করার পর এন্টিভাইরাস দিয়ে স্ক্যান না করে রান করলেই আবার অপারেটিং সিস্টেম ভাইরাসে আক্রান্ত হয়। এরকম অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচা যেতে পারে যদি সফটওয়্যার ইন্টলেশন ফাইল-ফোল্ডার গুলো zip বা rar ফরমেটে আর্কাইভ করে রাখা যায়।
ব্যাকআপে থাকা ব্যক্তিগত ছবিগুলো যদি আর্কাইভ করে পাসওয়ার্ড সেট করে রাখা হয় তবে সেগুলো আপনার পিসিতে বসে যে কেউ ইচ্ছে করলেই দেখতে পারবে না। এক্ষেত্রে আপনি সর্বোচ্চ মাত্রায় গোপনীয়তা বজায় রাখতে পারছেন।
এবার ধরা যাক খুব বড় সাইজের সফটওয়্যার ইনস্টলেশন ব্যাকআপগুলো আপনি zip বা rar ফরমেটে আর্কাইভ করে রাখবেন কিন্তু ডিকমপ্রেস বা এক্সট্রাক্ট না করেই ইন্সটলেশন রান করাতে চাইছেন। অথবা আপনার ক্যাপচার করা অনেকগুলো ছবি ডিরেক্টরি স্ট্রাকচার ঠিক রেখেই পাসওয়ার্ড সেট করে আর্কাইভ করে রাখলেন এবং পরবর্তীতে যে কোন সময় এক্সট্রাক্ট করা ছাড়াই সেগুলো ডিরেক্টরি ওয়াইজ ওপেন এবং ভিউ করতে চান।

এই চাহিদাগুলো পূরণ হওয়া সহ আরও বেশ কিছু সুবিধা আপনি পেতে পারেন WinMount সফটওয়্যারটি থেকে

WinMount Interface

WinMount দিয়ে ZIP বা RAR ফাইলকে ড্রাইভ হিসেবে মাউন্ট করা সহ আরও বেশ কিছু ফরমেট যেমন ভার্চুয়াল ডিস্ক ফরমেট VHD, সিডি/ডিভিডি ডিস্ক ইমেজ- ISO, NRG, IMG, ISZ ইত্যাদি ফরমেটের ফাইলও মাউন্ট করা যায়। তাছাড়া কমপ্রেসড আর্কাইভ তৈরি করা, ব্রাউজ করা এবং এক্সট্রাক্টও করা যায়।

WinMount সফটওয়্যারটি ওপেন করে ZIP বা RAR ফাইল ড্রাগ করে ড্রপ করলেই হয়ে গেল ড্রাইভ মাউন্ট। এছাড়া ‘Mount File’ –এ ক্লিক করে ব্রাউজ করে আর্কাইভ ফাইলটা সিলেক্ট করে দিলেও হয়। মাউন্ট হওয়ার সাথে সাথেই ড্রাইভটি কম্পিউটার এক্সপ্লোরার-এ ওপেন হবে এবং
(My) Computer ওপেন করলেও এক বা একাধিক মাউন্ট করা ফাইলগুলো ড্রাইভ আকারে প্রদর্শিত হবে।

DriveMounted

WinMount এর অফিসিয়াল সাইট থেকে ফ্রি এবং ট্রায়াল এই দুটো ভার্সন ডাউনলোড করা যাবে। ফ্রি ভার্সনে সর্বোচ্চ ২০ মেগাবাইটের ফাইল মাউন্ট করা যায় আর ট্রায়াল ভার্সনে যে কোন সাইজের ফাইল মাউন্ট করা যাবে তবে ১৫ দিন পর্যন্ত।

ডাউনলোড (অফিসিয়াল সাইট):
ফ্রি ভার্সন (Free Version)
ট্রায়াল ভার্সন (Trial Version)
সকল ভার্সন ৩২ বিট / ৬৪ বিট (All Version 32 Bit / 64 Bit)

আর ফুল ভার্সনের জন্য নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড

Level 0

আমি তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানার নেশায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর থেকে আমার কাছে 7-ZIP ই ভালো লাগে।

    @মাহমুদ কলি।: 7-Zip দিয়ে তো আর ZIP বা RAR ফাইলকে কম্পিউটার ড্রাইভ হিসেবে মাউন্ট করা যায় না (আমি যতদূর জানতাম, সর্বশেষ ভার্সনে এরকম কোন ফিচার যোগ হয়েছে কিনা তা জানিনা) ।
    ZIP বা RAR ফাইল ওপেন করা এবং ক্রিয়েট করার জন্য তো অনেক সফটওয়্যারই আছে, কিন্তু ZIP বা RAR ফাইল এক্সট্রাক্ট না করেই সেগুলো ইচ্ছে মতো অপেন করা এবং কপি করার সুবিধাসমূহ পেতে পারেন ড্রাইভ হিসেবে মাউন্ট করে।

Nice post. Thanks.

Level 0

ভালই কাজের মনে হচ্ছে।ধন্যবাদ।

মনে হচ্ছে ভালোই হবে, ধন্যবাদ

Password ki vai?

    @Obaidul Hoque: কিসের পাসওয়ার্ড ভাই?

অনেক আগে থেকেই ব্যবহার করছি, সমস্যা হল 7zip ফাইল মাউন্ট করা যায় না, তাছাড়া ভালই…

হ্যাঁ, 7zip মাউন্ট করা যায় না। তবে ওপেন করা যায় এবং 7zip ফরমেটে আর্কাইভ ফাইলও ক্রিয়েট করা যায়।
হয়তো ভবিষ্যতে আপডেট ভার্সনে 7zip সাপোর্ট ফিচার আসতেও পারে।

Level 0

ভাই, পাসওয়ার্ড দিয়েই যদি রাখবেন তাহলে শেয়ার করার দরকার কি?