টিপস এন্ড ট্রিকসঃ আপনার অথবা আপনার আশেপাশে কারো পাসপোর্টে এই সমস্যা থাকতে পারে। ৯০০ টাকার সমাধান নিয়ে যান বিনামূল্যে

গত ৮ মে ২০১৪ তারিখে টেকটিউনসে টেকি ভাইদের নিকট সহযোগিতা চেয়ে একটি টিউন করেছিলাম। ছোট সহযোগিতার আকুতিটা ছিল এরকমঃ

“পাসপোর্টের পৃষ্ঠা লেগে গেছে, খুলতে পারছিনা, টেকি ভাইদের কাছে কার্যকর, নিরাপদ পরামর্শ ও সহযোগিতা চাচ্ছি।

পাসপোর্টের পৃষ্ঠা লেগে গেছে, খুলতে পারছিনা, আমার জরুরী দরকার। নতুন মেশিন রিডেবল পাসপোর্ট নেব, তাই আমার পুরানো হাতেলেখা পাসপোর্ট সারেন্ডার করতে হবে। কিন্তু পাসপোর্টে যে পেজে ছবি আছে ঐ পেজটা তার সামনের পেজের সাথে খুব শক্ত করে লেগে গেছে। কোন ভাবেই খুলতে পারছিনা। জোরাজুরি করলে ছিড়ে যাওয়ার উপক্রম হচ্ছে।

পদার্থবিদ্যার অনেক ধরনের কৌশল প্রয়োগ করলাম, কাজ হচ্ছেনা। মনে হচ্ছে এখানে রসায়ন ও পদার্থ বিদ্যার হাইব্রীড শক্তি ও কৌশল প্রয়োজন।

আমার টেকি ভাইদের কাছে দ্রুত পরামর্শ ও সহযোগিতা চাচ্ছি। কার্যকর এবং নিরাপদ সমাধান প্রয়োজন।”

টেকি ভাইদের কাছে বিশেষ সাড়া না পেলেও, কাজল নামে এক ভাই মন্তব্য অংশে তার অভিজ্ঞতা বর্ননা করল ঠিক এই ভাবে, “আমার ছোট ভাইয়ের পাসপোট এর ছবির পাতা এরকম আটকে গিয়েছিল। আগাঁরগাঁও পাসপোট অফিসের পাশ্বে এক লন্ড্রি দোকানে ঐ ব্যাটা ইস্ত্রি গরম করে ঐ পাতার উপর রেখে, তারপর বড় সুই দিয়ে ঐ পাতা দুটি সুন্দর করে আলাদা করল ফিস 50 টাকা।”

কাজল ভাই এর অভিজ্ঞতা থেকে মনে হলো একটা কার্যকর আইডিয়া পেয়ে গেলাম, পাসপোর্ট অফিসে যাওয়া এবং ৫০ টাকা খরচ করার মত বোকামি আমি করবনা। নিজেই ইলেক্ট্রিক আয়রন নিয়ে লেগে পড়লাম ১০০% আন্তবিশ্বাস নিয়ে।

কিন্তু কি নিয়তি, গরম আয়রন দিয়ে ডলা দিতেই মনে হয় এই বুঝি খুলে গেল, ৪-৫ সেকেন্ড পরেই আরো শক্ত করে লেগে যায়, এরকম বার বার করতে করতে পাসপোর্টের পাতা দুটি খুবই শক্ত পোক্ত করে লেগে গেল। ঘেমে টেমে একাকার।

সমস্যা গুরুতর হয়ে গেল, এখন আর পেশাদার লোক দিয়েও কোন কাজ হবে বলে মনে হয় না, সন্ধায় মিরপুর-১ এ আসলাম, দেখি রাস্তার লোহার ডিভাইডারের সাথে বিজ্ঞাপন লাগানো, “পাসপোর্টের জয়েন্ট পেজ খোলা হয় 01711017407”

নাম্বারটা তারাতারি টুকে নিয়ে ফোন দিলাম, ওপার থেকে আমাকে বলল “পাসপোর্টের জয়েন্ট পেজ খোলার ফি এবং আমাদের ঠিকানা আপনাকে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি”

কিছুক্ষন পর মেসেজ আসলোঃ joint passport opening address. World information centre. (motijheel area) 2.R.K. Mission road. Motalab mansion 5th floor. Room#600 {middle point of ittafaq and inqilub building~holding agrani bank} Duration# one hour. Service Charge#tk.900 pls. cont. 01711017407 or 01919017407 before coming. Shamim

মেসেজে ৯০০ টাকা সার্ভিস চার্জ দেখে আমি হতভম্ব! বাদ দিলাম এই সার্ভিস নেয়া।

মিরপুর-১ এ বিভিন্ন ফটোকপির দোকান বই বাইন্ডিং এর দোকান ঘুরে হতাশ হলাম। সবাই বলল, এখানে এ ধরনের কাজ কেউ করেনা, আপনি নীলক্ষেত যান, ওরা খুলে দিবে ৩০ টাকার বিনিময়ে। সেখানে নাকি এ বিষয়ে এক্সপার্ট লোক আছে।

তার পরদিন নীলক্ষেত গেলাম, সেখানে কম্পিউটার কোম্পজের সব দোকানেই এই কাজ করে, কেউ দুইশত টাকা, কেউ দেরশত টাকা চায়, অবশেষে এক দোকানে একশ টাকায় চুক্তি করলাম পাসপোর্টের জয়েন্ট পেজ খোলার জন্য।

ব্যাস অতি নিপুণ হাতে ইলেক্ট্রিক আয়রন দিয়ে আস্তে আস্তে খুলে দিল। কত সহজ। কিন্তু আমি পারি নাই। সত্যিকার অর্থে আমার কৌশলের অভাব ছিল। তবে এখন সব ধরনের জয়েন্ট পাসপোর্ট খুলতে পারবো।

এরপর আমি আমার বন্ধু-স্বজনদের আরো তিনটি পাসপোর্ট খুলেছি।

আপনাদের কারো পাসপোর্টে এই সমস্যা থাকলে, আমার কাছে নিয়ে আসতে পারেন, বিনামূল্যে খুলে দেব।

জয়েন্ট পাসপোর্ট খোলার পদ্ধতিঃ ইলেক্ট্রিক আয়রনে বৈদ্যুতিক সংযোগের জন্য প্লাগ ইন করুন, এবার আয়রন গরম হয়ে গেলে পাসপোর্টের জয়েন্ট পেজের এক কোনা আয়রনের সাথে চেপে ধরুন, গরমে আঠা আলগা হয়ে যাবে, সাথে সাথে সুইএর গোড়া দিয়ে পেজ দুটির কোনা আলাদা করে দিবেন। এবার আলাদা হওয়া কোনা কোনভাবেই আর এক হতে দিবেননা। এবার আস্তে আস্তে খুলে যাওয়া কোনার শেষ প্রান্ত থেকে আয়রনের শংস্পর্শে আনতে হবে, গরমে আঠা মরম হবে, আর দুই কোনা ধরে টেনে খুলবেন। এভাবে পুরোপুরি খোলা হয়ে গেলে দুই পেজের মাঝখানে বেশি করে গায়ে মাখা পাউডার দিন যাতে আবার পূনরায় লেগে না যায়।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।

আমার পেজটি ঘুরে দেখার আমন্ত্রন রইলো

স্কাইপিতে আমাকে পাবেনঃ rasalmahfuj

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৩ বছর পূর্বে এই বিপদে পরেছিলাম। যাই হোক জানা রইল। ধন্যবাদ।

    Level 0

    @সুমির: Thanks

Thanks

যদিও পুরোপুরি টেকি বলা যাচ্ছে না, কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস। এইজন্যই “লাইক বাটন” টা হিট করলাম

    Level 0

    @সাব্বির: Thanks to HIT

Level 0

ধন্যবাদ।

এখন যা বুঝলাম আমার পাসপোর্ট এর মধ্যে ট্যালকম পাউডার দিয়ে রাখতে হবে যাতে পরে জয়েন্ট না লাগে 🙂

    Level 0

    @রাশেদুল ইসলাম: আগেই ট্যালকম পাউডার লাগিয়ে রাখেন।

কার্যকারী পোষ্ট। কোজে লাগবে একদিন হয়ত। ধন্যবাদ আপনাকে।

    Level 0

    @শহিদুল ইসলাম: Thanks to realize

ধন্যবাদ, আমার প্রয়াত মা’র পাসপোর্টটা খুলে দেখবার ইচ্ছা ছিল – এখন পারব মনে হয়।

    Level 0

    @অদৃশ্য: যদি খুলতে না পারেন, তাহলে আপনার প্রয়াত মা’র পাসপোর্টটা আমার কাছে নিয়ে আসবেন, আমি খুলে দেব।

Level 0

thnx bro

    Level 0

    @nazmuluap: Thanks Too

Level 0

ধন্যবাদ

    Level 0

    @Mosarof_BD: আপনাকেও ধন্যবাদ

aponar ei post ta onek dorkar chilo amar. amar nijer saudi te jaawar passport ta eki obosta. ekhon ammuke bolte hobe eta ber korar jonno
thnx a lot

    Level 0

    @R!zwan B!n Sula!man: তারাতারি বের করুন, আর খুলে ফেলুন।

vabsi ai business kormu, amr basato agargaon, samne e passport office 😛 😛 😛

    Level 0

    @আজিম মাহমুদ: Not Bad idea, You Can start.

Level 3

অসংখ্য ধন্যবাদ ভাই।ভিসার ডেট নিয়ে এখন বড় জোট তেরী হয়েছে। এখন সাধারণ মানুষের পক্ষে ইন্ডিয়া যাওয়া সম্ভব না। আমি বেশ কিছুদিন এই কাজ করেছি শুধু শেখার জন্য। একটা টিউটোরিয়াল ও তৈরী করেছিলাম টেকটিউন বন্ধুদের জন্য। কিছু লোভী বাংলাদেশি হ্যাকার নাকি এই কাজ করছে। বিষয়টি নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা হচ্ছে।কিন্তু কোন লাভ নাই ……একটি রুগী ই টোকেন না পেয়ে শুধুই হয়রানি হচ্ছে। এটি আসলেই লজ্জার বিষয়।

    Level 0

    @Mithu: ইন্ডিয়ান ভিসার টোকেন পাওয়ার জটিলতার সাথে বাংলাদেশি হ্যাকারদের কোন সম্পর্ক নাই, এটা ইন্ডিয়ান হাইকমিশনের Policy.
    তবে মানুষ অনেক suffer করছে, এটা ধ্রুব সত্য কথা।

Level 0

দারুন সমাধান। পোস্ট এর টাইটেলঃ ফ্রি’তে পাসপোর্ট পেজের আঠা হ্যাকিং/ক্র্যাকিং হওয়া প্রয়োজন ছিল। :p

    Level 0

    @likhon3k: thanks to comment

Level 0

ভাই আমার বয়স ২০ বছর তবে আমার জন্ম নিবন্ধন কাড এ ১৮ বছর .বিদেশ যাব আমি পাসপোট বানাবো চিন্তা করছি এই বয়স নিয়ে সমস্যা হবে না তো. কারণ জন্ম নিবন্ধন কাড বযস পরিবতন করতে গেলে আমার সাটিফিকেট শেষ. প্লিজ ভাই বলবেন?

    Level 0

    @FI.SHUVO: আপনার জন্ম নিবন্ধন শংষোধন করেন।
    আর আপনার জাতীয় পরিচয়পত্র থাকলে পাসপোর্ট করার জন্য জন্ম নিবন্ধন এর দরকার নাই। বয়স প্রমানের জন্য, আপনার জাতীয় পরিচয়পত্র, একাডেমিক সার্টিফিকেটই যথেষ্ট।

তাহলেতো আমার পাসপোর্টটা খুলে দেখতে হয়।