Qubee যদি Deactivate হয় কীভাবে কি করবেন? (Wimax সমাধান)

মাঝে মাঝে আমাদের কিউবি পোস্ট পেইড কানেকশন ১০ তারিখের পর ডিআক্টিভেটেড হয়ে যায়,

কারণ আমরা সময়মতো রিচার্জ করতে পারি না।

এই সময় কার্ড রিচার্জ নিয়ে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। 

এসময় কীভাবে রিচার্জ করবেন সেটা আমাদের আজকের টপিকস। (এটা মূলত রিকুয়েস্টের টিউন)।

কীভাবে

  • প্রথমে কিউবি মডেমটা কানেক্ট করুন।
  • তারপর MENU থেকে SETTING থেকে AUTHENTICATION এ যান।

  • তারপর-------
  • ID তে [email protected]
  • এবং PASSWORD এ XMAS দিয়ে OK দিন।

নিচের ছবির মতো-

  • দেখবেন আপনার মডেমটা Activated হয়েছে।
  • তারপর my.qubee.com.bd আপনার ব্রাউজারে ওপেন করুন।
  • আপনার USER NAME + PASSWORD দিয়ে LOGIN করুন।
  • তারপর PROFILE থেকে SCARTCH CARD PAYMENT এ যান।

  • সেখানে আপনার কার্ডের SERIAL NO. এবং গোপন PIN দিয়ে PAY NOW তে ক্লিক করুন।
  • ব্যাস রিচার্জ  হয়ে গেলো।

এখানে আমার এই লেখাটা বিস্তারিত দেখতে পারেন

কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস