খুব সহজেই নতুন নিয়মে ভেরিফাই করুন আপনার জাতীয় পরিচয় পত্র। সব দেশে ব্যবহার করা যাবে এই জাতীয় পরিচয় পত্র।

খুব সহজেই নতুন নিয়মে ভেরিফাই করুন আপনার জাতীয় পরিচয় পত্র। এই জাতীয় পরিচয় পত্র আপনি সব দেশে ব্যবহার করতে পারবেন।

কীভাবে

(এটা বাংলাদেশ নির্বাচন কমিশনের সাইট)

  • তারপর বামপাশে ৩য় লাইনে দেখুন লিখা আছে ভেরিফাই এনআইডি;  এখানে ক্লিক করুন।
  • নিচের ছবির মতো--

  • তারপর  নিচের ছবির মতো পেজ আসবে-

  • এখান থেকে রেজিস্টারে ক্লিক করুন
  • নতুন একটি ফরম আসবে,

  • সেখানে আপনার সকল তথ্য দিন।

ই-মেইল, মোবাইল নং দিন, এনআইডি ঘরে  আপনার  আইডি নাম্বার হুবহু  লিখুন,
তারপর  জন্ম তারিখ লিখুন;
এবং পাসওয়ার্ডের ঘরে ইংরেজীর বড় একটি অক্ষর, একটি ছোট আর একটি সংখ্যা মাস্ট  দিতেই হবে আগে পরে।
পাসওয়ার্ড টা সারা জীবনের জন্য মনে রাখবেন। (প্রয়োজনে লিখে রাখুন)।

  • তারপর সাবমিটে ক্লিক করুন।
  • আপনার মোবাইলে একটা মেসেজ কোড আসবে। এবার কোডটা বসিয়ে দিন।

ব্যস হয়ে গেল আপনার এনআইডি ভেরিফাই রেজিষ্ট্রেশন।

বাংলাদেশ থেকে একবার রেজিষ্ট্রেশন করা হয়ে গেলে, পৃথিবীর যেকোন জায়গা থেকেই ভেরিফাই করে যেকাউকে দেখাতে পারবেন আপনার পরিচয় পত্র। তবে  সরকারী সাইটগুলোর এদের সার্ভার মাঝে মাঝে সমস্যা হয়, এই জন্য প্রাথমিক সমস্যায়  পরলে পরদিন চেষ্টা করুন।

এই লিংকে দেখতে পারেন 

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ করে না।

    @নেট মাস্টার: আবার দেখুন, অবশ্যই কাজ হবে। তাছাড়া
    সরকারী সাইটগুলোর এদের সার্ভার মাঝে মাঝে সমস্যা হয়, এই জন্য প্রাথমিক সমস্যায় পরলে পরদিন চেষ্টা করুন।
    তবে হবে চেষ্টা করুন।

কাজ করে না।

    @অমৃত দাশ বিজয়: আবার দেখুন, অবশ্যই কাজ করবে। তাছাড়া
    সরকারী সাইটগুলোর এদের সার্ভার মাঝে মাঝে সমস্যা হয়, এই জন্য প্রাথমিক সমস্যায় পরলে পরদিন চেষ্টা করুন।
    তবে হবে, পরে চেষ্টা করুন।

আবার দেখুন, অবশ্যই কাজ করবে। তাছাড়া
সরকারী সাইটগুলোর এদের সার্ভার মাঝে মাঝে সমস্যা হয়, এই জন্য প্রাথমিক সমস্যায় পরলে পরদিন চেষ্টা করুন।
তবে অবশ্যই হবে, পরে চেষ্টা করুন।
তবে অবশ্যই হবে, পরে চেষ্টা করুন।
তবে অবশ্যই হবে, পরে চেষ্টা করুন।
তবে অবশ্যই হবে, পরে চেষ্টা করুন।

    @অমৃত দাশ বিজয়: @আই,টি সরদার: পাসওয়ার্ডের ঘরে ইংরেজীর বড় একটি অক্ষর, একটি ছোট আর একটি সংখ্যা মাস্ট দিতেই হবে আগে পরে। এটা যেন ভুল না হয়।

দু:খের কথা কি আর বলব, সাইটের ব্যান্ডউইথ শেষ….

ভাই আপনি বললেন যে এনআইডি ঘরে আপনার বার্থ ইয়ার দিন। ভাই এনআইডি মানে তো আইডি নাম্বার আমার জানা মতে, একটু ক্লিয়ার করে বলেন প্লিজ…………………

Level 0

স-র-কা-রী সাইট দেখুন কি অবস্থা
[IMG]http://i57.tinypic.com/10ees03.jpg[/IMG]

Level 0

This Must Be a Joke…………

Bandwidth Limit Exceeded
The server is temporarily unable to service your request due to the site owner reaching his/her bandwidth limit. Please try again later. LOL (:

সুমির

সাইটের ব্যান্ডউইথ শেষ

    @basharul alam sunny: হ্যাঁ ভাই। অপেক্ষা করতে হবে আমাদের।

kam kore na