কালেরকন্ঠ পত্রিকা দেখুন ই-কালেরকন্ঠে (পেপার পড়ার মজাই আলাদা)!!!

আমরা সকলেই অনলাইনে পত্রিকা দেখি ও পড়ি। কিন্তু অনলাইনে পত্রিকা আর কাগজে পত্রিকা হুবুহু একই স্টাইল হলে ভালোই লাগে । এর ব্যতিক্রম হলে আমাদের অনেকের কাছেই ভালো লাগে না। আর যদি এই পত্রিকা পড়াটা অনলাইনে বই পড়ার মত হয় তাহলেতো কথাই নেই। চমৎকার এই স্টাইল নিয়ে এলো ই-কালের কন্ঠ। ই-কালের কন্ঠ পত্রিকার চমৎকার এই স্টাইলটি না দেখে থাকলে নিচের লিংকে প্রবেশ করুন।

বৈশিষ্ট্য সমূহঃ

১) পত্রিকায় যেমন কাগজেও তেমন

২) বই পড়ার এক বিশেষ স্টাইল

৩) ক্লীক করে প্রতি পৃষ্ঠা উলটান যায়

৪) ক্লিপবোর্ড আছে

৫) ব্রাউজিং অনেক দ্রুত হয়

৬) নির্দিষ্ট নিউজের সম্পূর্ণ অংশ জুম ছাড়াই দেখা

আরো অনেক ইন্টারফেস বিদ্যমান যা আপনি প্রবেশ করলেই টের পাবেন। আর আপনার প্রিয় ব্রাউজারে যেকোন ওয়েবপেজ সম্পূর্ণ স্ক্রীণ জুড়ে দেখতে F11 ক্লীক করুন।

সর্টবোনাস:

এক্সপিতে যেকোন উইন্ডোর বিভিন্ন বারের কালার সাধারনত ব্লু থাকে কিন্তু নিচের থীমটি সেটআপ করলে সাইটবার কালো রং ধারণ করে। এতে করে উজ্জ্বলতা কম হওয়ায় আপনার চোখের উপর নমনীয় আলো পরে ।

নিচের লিংক হতে এটি ডাউনলোড করুন---

আপনি কি জানেন সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার কোনটি? না জানলে অথবা না পেলে নিচের লিংক প্রবেশ করুন।---

সবচেয়ে দ্রুতগতির ব্রাউজার কমেটবার্ডের আপডেট ভার্শন ৩.৬.৬ রিলিজ হলো (আরও শক্তিশালী)!!+ দারুন একটা ইসলামিক সঙ্গীত

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোই লাগলো চালিয়ে যান।

সুন্দর টিউন্

Level 0

[আইটিপ্রেমী রুহুল ] ভাই, ভাল চালিযে যান ,ধন্যবাদ……।

রুহুল ভাই ভাল টিউন হইছে। আপনি টেস্ট এনিমেশন গুলো কোন সাইট থেকে করছেন?

Level 0

যাক প্রথম আলোকে ভালোই টক্কর দিচ্ছে
একেবারে শেষে Thanks Everybody হবে

    ধন্যবাদ লাকি এফ এম ভাই, এটা আমার অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে পারসোন্যালি ধন্যবাদ জানালাম।

ধন্যবাদ রুহুল আমি ভাই সুন্দর তথ্যটি শেয়ার করার জন্য।

    স্বাগতম প্রবাসী ভাই। আপনার টিউনগুলোও চমৎকার এবং তথ্যবহুল । আর চমৎকার সব প্রয়োজনীয় সফট। সত্যিই অসাধারন। ভাই, আপনার নামটা কি? শুধু কি প্রবাসী বলেই পরিচয় দিবেন?

    রুহুল আমিন ভাই,আমার নাম কিন্তু আমি অনেক আগেই বেশ কয়েকবার বলে দিয়েছি হয়তো আপনার চোখে পরেনি।আমার নাম মোঃ রওনক আলী খান “লিটন”।ধন্যবাদ ভালো থাকবেন।

    হ্যাঁ লিটন ভাই, সত্যিই আমার চোখে পড়েনি।

প্রথম আলোকে ভালোই টক্কর দিচ্ছে

ভাই একটা জিনিস….

ধন্যবাদ সন্দর একটি তথ্য শেয়ার করার জন্য,……………।।ভাল থাকবেন

ধন্যবাদ আপনাকে তথ্যটি শেয়ার করার জন্য।

ভাল টিউন এই প্রথম অনলাইনে বাংলা নিউজ পড়ে ভাল লাগল। প্রথম আলো সাইটটা ভাল লাগেনা বিরক্ত লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

ধন্যবাদ।

ধন্যবাদ সাইমুম ভাই।
ভাই, আমি মনে করি এটা হল প্রযুক্তির প্রতীক। কল্পনাতীত ডিজিটাল বাংলাদেশের ছোট একটা প্রতীক নয়।
(ডন্ট মাইন্ড)