বার বার Refresh এর ঝামেলা আর কত? এবার আপনার কম্পিউটার Auto Refresh হবে। জেনে নিন কীভাবে?

বার বার Refresh করা অনেক ঝামেলা নাকি?

ঝামেলা মনে হলে এবার ব্যবহার করুন Auto Refresh  প্রোগ্রামিং।

উইন্ডোজ স্বীকৃত কোড।

কীভাবে-

  • প্রথমে নিচের কোড টুকো ডেস্কটপে Right Click করে New Text Document নিয়ে কপি পেস্ট করুন।

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Update]
 "UpdateMode"=dword:00000000

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced]
 "NoNetCrawling"=dword:00000000

  • তারপর sr5.reg নামে ফাইলটি সেভ করুন। All Files দিবেন অবশ্যই।

  • তারপর উপরের ছবির মতো ফাইল তৈরি হবে।
  • এবার ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
  • যা আসবে সব গুলো Yes এবং OK দিবেন।
  • তারপর PC রিস্টার্ট দিন।
  • এখন থেকে আপনার কম্পিউটার Auto Refresh হবে।

বুঝবেন কীভাবে?

আপনার পিসি Slow হবে না। সেহেতু  কাজ হচ্ছে নিচ্চিত। কি বলেন?

লিনাক্স 😀

ধন্যবাদ সবাইকে।

সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কি প্রত্যেকবার পিসি চালু করার পর করতে হবে ?

    @মোঃ মহিউদ্দিন: না একবার করলে সারা জীবন কাজ করবে। ধন্যবাদ।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

আই,টি সরদার ভই sr5.reg এর পরিবর্তে refresh.reg দিলে হবে না???

BROTHER, All Files kothai dibo ????????????????????????????????????????????????
plz give this with zip

আই,টি সরদার vie my gmail : [email protected]