যে ৫ টি কাজ কখনও অনলাইনে করবেন না

আমাদের জীবন এখন অনলাইন নির্ভর।

অনেকে মাঝে মাঝে এই অনলাইনে অনেক বেশি সমস্যায় পড়েন।

এজন্য আমরা যদি একটু সচেতন থাকি তাহলে অনেক অনাকাঙ্কখিত ঘটনা থেকে মুক্তি পেতে পারি।

তাহলে দেখে নিন সেই ৫ টি টিপস, যেগুলো আমাদের এড়িয়ে চলা উচিত।

টিপস-

  • Comment এ  কখনও আপনার ইমেইল দিবেন না-

আপনার মেইল ব্লগ বা ফেসবুকে সরাসরি Comment এ  মেইল দিলে। স্প্যাম মেইল পেতে পারেন।

তাছাড়া হ্যাক হতে আপনার একাউন্ট, হারাতে পারেন প্রয়োজনীয় তথ্য।

  • স্প্যামে কখনও রিপ্লায় দিবেন না-

আপনার মেইলে আসা স্প্যাম মেইল যে ধরনেরই হোক না কেন, তার উত্তর কখনও দিবেন না।

সেটা আপনার ক্ষতির কারন হতে পারে।

অনেক সময় আপনাকে লোভ দেখাতে পারে।

মনে রাখবেন- "লোভে পাপ, পাপে মৃত্যু। "

  • অপরিচিত ব্যক্তির কোন লিঙ্কে ক্লিক করবেন না-

আপনার অপরিচিত ব্যক্তি অনলাইনে অনেক থাকতে পারে।

তাদের কোন লিঙ্কে ক্লিক করবেন না। এতে আপনি মূল্যবান তথ্য হারাতে পারেন।

  • কখনও পাসওয়ার্ড শেয়ার করবেন না-

যদিও এটা আমরা করি না।

তারপরও সচেতন থাকবেন, যেন কোন ভাবে এটা শেয়ার না করে ফেলেন।

  • পাবলিক নেটওয়ার্কে কখনও ব্যাংকিং কাজ করবেন না-

অর্থ লেনদেন কেন্দ্রিক কোন কাজ পাবলিক প্লেসে করবেন না।

এটা আপনাকে অনেক বড় ক্ষতি করে দিতে পারে।

কারন আপনার আসে পাশে আছে অনেক ব্ল্যাক ম্যান।

তথ্য গুলো অনেকের জানা থাকতে পারে।

তবে এরকম সমস্যা অহরহ ঘটছে আমাদের সামনে।

এজন্য একটু বেশি সচেতন হলেন আর কি?

আমার ইউনিক টিউনটা যেন কেউ কপি না করে সেটাও দেখবেন। 😀

ধন্যবাদ সবাইকে।

টেকটিউনসে সচেতনতা বৃদ্ধি মূলক টিউন।

পক্ষে আমি 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলেই অনেক দরকারী টিপস। ধন্যবাদ আইটি সর্দার ভাই

শেয়ার করার জন্য ধন্যবাদ।

খেয়াল রাখতে হবে তো

ধন্যবাদ ভাইয়া ।
ভাইয়া আমার একটা problem হয়েছে । সেটা হচ্ছে আমার ক্যামেরা এর মেমোরি কার্ড ফরম্যাট হয়েগেছে । এতে কিছু ছবি ছিলো জেই গুলা খুব দরকার। রিকভারি soft দিয়ে অনেক ট্রাই করেছি কিন্তু ভালো ফল পাচ্ছি না…
আপনার জানা মতে কি ভালো কনো soft আছে ইমেজ রিকভারি করার জন্য ? যদি জানাতেন অনেক উপোকার হতো

Level 2

ধন্যবাদ