ডুকমেন্ট ও রানের ইতিহাস মুছে ফেলার কৌশল

কম্পিউটারে ওয়ার্ড ফাইলে কোনো কাজ করলে তা ডকুমেন্টসে হিস্টরি হিসাবে থেকে যায়। এ ছাড়া কোনো প্রোগ্রাম রান এর সাহায্যে চালিয়ে থাকলে তা রান এ জমা হয়ে থাকে। পরে অন্য কেউ কম্পিউটার ওপেন করলে দেখতে পারবে আগের ব্যবহারকারী কি কি কাজ করেছেন।

এতে অনেক সময় গোপনীয়তা নষ্ট হওয়ার বিষয় জড়িত থাকে। এ বিড়ম্বনা থেকে মুক্তি পেতে চাইলে কিছু কায়দা অবলম্বন করতে হয়।

এ টিউটোরিয়ালের ওই কৌশলটি তুলে ধরা হলো।

প্রথমে স্টার্ট মেনু থেকে রানে যেতে হবে।

এরপর regedit লিখে  ok  করলে registry editor খুলবে।

regdit -techshohor

রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER থেকে software-এ যেতে হবে। যেখান থেকে Microsoft থেকে windows-এ যেতে হবে। তারপর current version যেতে হবে।

run-techshohor

এরপর policies থেকে explorer সিলেক্ট করে edit মেনু থেকে new সিলেক্ট করে DWORD value-এ ক্লিক করতে হবে।

তাহলে ডানে new value #1 আসবে যা পরিবর্তন করে clearrecent on exit লিখতে হবে।

এরপর clearrecent on exit এর ওপর দুইবার ক্লিক করে value date অংশে ১ লিখে রেজিস্ট্রি এডিটর বন্ধ করতে হবে।

এখন থেকে লগ অফ বা কম্পিউটার বন্ধের সময় ডুটিউমেন্টস ও রান থেকে সব তথ্য মুছে যাবে। পরের ব্যবহারকারী তা দেখতে পাবেন না।

 কম্পিউটার ব্যবহারকারীদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অংশ হলো মাউস। সবাই সাধারণভাবে মাউসের কাজ সম্পর্কে জেনে থাকে। কিন্তু এটি ব্যবহারের বাড়তি কিছু কৌশল রয়েছে। যেগুলো জানা থাকলে খুব সহজে  সময় বাঁচিয়ে অনেক কাজ করা যায়। মাউসের অজানা ট্রিপস সহজ করবে কাজ এই লিখাটি কাজে লাগতে পারে।

লেখাটি পূর্বে প্রকাশিত হয়েছে এখানে

Level 0

আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডকুমেন্ট।ডুকমেন্ট না।

    @মুকুট: হা ভাই, আপনাকে অনেক দিন দেখি নাই। কোথায় ছিলেন এত দিন
    ?

      @ওহাব: অনেকদিন পর ফিরে এলাম। আশা করি নিয়মিত হবে।

      @ওহাব: সময়ের অভাবে অনিয়মিত

    @মুকুট: ধন্যবাদ ঠিক করে দিচ্ছি 🙂

ধন্যবাদ টিউনের জন্য।