গুগল ক্রম এর extensions অপেরা মিনিতে ব্যাবহার ১০০% সত্য

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন। আশা করি ভাল। 😎

উপরের টপিক দেখেই বুজতাছেন যে কি করব, তারপরও বলি অপেরা তে আপনি যত extensions পাবেন তার ২গুন পাবেন ক্রমে। ক্রম এর extensions গুলো আমার অনেক পছন্দের কিন্তু আমার অপেরা এবং এক্সপ্লরার বেশি ব্যাবহার করি যার কারনে বুজতেই পারতাছেন । তাই গুগল এ সার্চ দিয়ে পেয়ে গেলাম এই পধতি ।
যাইহোক আমি স্কিনশট দিয়ে বলব যাতে সবার সুবিধা হয়।

প্রথমে অপেরার মেনু থেকে Extensions এ যান। তারপর  Get more extensions  এ ক্লিক করেন। সার্চ করেন Chrome Extension নিচের Extension টা পাবেন add to opera তে ক্লিক করেন।

installed লেখা আসা পর্যন্ত অপেক্ষা করেন।

extensions টি অপেরাতে এনাবল হয়েছে কিনা চেক করেন

এবার গুগল এ সার্চ করে অথবা নিচের পিক এ ক্লিক করলেই গুগল extensions পেজ ওপেন হবে

দেখেন আমি একটা Extensions বাছাই করলাম এবং Free তে ক্লিক করলাম।

ইন্সটল হলে নিচের পিক এর মত দেখাবে।

go তে ক্লিক করলেই অপেরার Extensions এ চলে যাবে ইন্সটল এ ক্লিক করুন আর চরম(ক্রম) র স্বাদ নিন অপেরাতে :mrgreen: :mrgreen: 😆

🙂 কোন সমস্যা হলে জানাবেন । ধন্যবাদ।

আমার টিভি ব্লগ চাইলে দেখবেন

ফেসবুকে আমি

টিউমেন্ট করতে ভুলবেন না, ভুল হলে ক্ষমা করেন। 😀 😎

Level 0

আমি সারোয়ার হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 424 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks :mrgreen:

crome thaka opera ta ki vaba anbo

Level 0

যদিও অপেরা ব্যবহার করি না তবুও কাজে লাগতে পারে!

অপেরা মিনি???