সহজেই আপনার ব্রাউজারে ঝকঝকে বাংলা দেখুন (নতুনদের জন্য)

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন।

দীর্ঘদিন পর আজ একটা প্রয়োজনীয় টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা অনেকেরই জানা থাকতে পারে । তারা টিউনটি না দেখলেই ভাল ।

আমরা সবাই বিভিন্ন ব্রাউজার ব্যবহার করি । কিন্তু উইন্ডোজ ৭ (অনেক সময় উইন্ডোজ ৮ এ ) এ না না কারনে ঠিকমতো বাংলা দেখতে পাই না । দেখতে পেলেও সেটা আকারে ছোট বা ঠিক মতো বোঝা যায় না । আমি আপনাদের কম্পিউটার এর বাংলা এর সব সমস্যার সমাধান দিচ্ছি । এই পদ্ধতি অবলম্বন করে আপনি বিভিন্ন ব্রাউজারে ঝকঝকে বাংলা ফন্ট দেখতে পারবেন । এর জন্য আপনার কম্পিউটার এ শুধু অভ্র কিবোর্ড ইন্সটল করা থাকলেই চলবে । কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক –

১. প্রথমে অভ্র কিবোর্ড থেকে সেটিংস মেনুতে ক্লিক করুন

২. চিত্রের মতো Font Fixer এ ক্লিক করুন

৩. এবার নিচের মতো বক্স আসবে

৪. এখানে Font name – Siyam Rupali দিয়ে চেকবক্স দুটিতে টিক দিয়ে Fix IT বাটনে ক্লিক করুন ।
৫. এরপর আপনার কম্পিউটার রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন ।

এখন আপনি আপনার কম্পিউটারে ঝকঝকে বাংলা দেখতে পারবেন । টিপসটি কাজে লাগলে টিউমেন্ট করে জানাবেন । গঠনমূলক সমালোচনার জন্য স্বাগতম ।

বিভিন্ন প্রয়োজনে আমাকে মেইল করতে পারেন - [email protected]
আমি ফেসবুকে – facebook.com/ravenous10
এছাড়া উইন্ডোজ ফোন এর যাবতীয় সমস্যা সমাধান পাবেন এই গ্রুপে – Lumia Club Bangladesh
(গ্রুপটির প্রাইভেসি Closed তবে আপনি জয়েন দিয়ে জয়েন করতে পারেন)
এছাড়া টেকটিউনস এ আমার পুরানো টিউনগুলো দেখতে পারেন

আজ এ পর্যন্তই । আশা করি ভাল থাকবেন ।

Level 0

আমি মোঃ হাসানুর রহমান স্বরূপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks for tune . I’ii try it later.

Level 0

ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তাই Thanks দিলাম।

কমেন্ট করার জন্য ধন্যবাদ